অনলাইনে আয়, ফ্রীলান্সিং, ব্লগিং, ডাউনলোড সম্পর্কে ব্লগ, bd all sim free Internet, জিপি ফ্রি নেট, ফ্রি Tips And Tricks, Download Bangladeshi Song,Download Movie, Technology And Tips
Saturday, February 9, 2019
এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩য় অধ্যায়। বিষয়ঃ লজিক গেট
লজিক গেটের সজ্ঞাঃ
লজিক গেট বিশেষ ধরণের ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকে ও কেলমাত্র একটি আউটপুট থাকে এবং ইনপুটসমূহের লজিক অবস্থার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে। লজিক গেটসমূহ লজিক হাই ‘1’ এবং লজিক লো ‘0’ এই দুটি বাইনারী লজিক নিয়ে কাজ করে।
প্রকারভেদঃ
লজিক গেটসমূহ মূলতঃ দুই ধরণের হয় যেমনঃ (১) মৌলিক গেট এবং (২) যৌগিক গেট।
মৌলিক গেটঃ
যে লজিক গেট একক এবং যাকে বিশ্লেষণ করলে অন্য কোন গেট পাওয়া যায় না তাকে মৌলিক গেট বলা হয়। উল্লেখ্য যে, মৌলিক গেটসমূহ ব্যবহার করে অন্য সকল যৌগিক গেটসমূহ তৈরী করা সম্ভব। মৌলিক গেট তিনটি। যেমনঃ
(১) অর গেট (OR Gate)
(২) এন্ড গেট (AND Gate)
(৩) নট গেট বা ইনভার্টার (NOT Gate)
নট গেটকে কখনো কখনো ইনভার্টার বলা হয়।
যৌগিক গেটঃ
যে গেট একক নয় এবং যাকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায় তাকে যৌগিক গেট বলা হয়। যেমনঃ
(১) নর গেট (NOR Gate)
(২) ন্যান্ড গেট (NAND Gate)
(৩) এক্স-অর গেট (X-OR Gate)
(৪) এক্স-নর গেট (X-NOR Gate)
ছবিসহ বিস্তারিত আসছে পরবর্তী টিওটোরিয়ালে…।।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment