Friday, November 30, 2018

সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়ার মত একটি সুন্দর তামিল মুভি Aramm দেখুন এখন হিন্দি ডাব এ সাথে বাংলা সাবটাইটেল ও আমার দেয়া রিভিউ ত থাকছেই।

প্রথমেই সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন
আজ অনেক দিন পড়ে একটু অন্য রকম একটা স্টরি এর রিভিই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
সামনে আমার এক্সাম পারলে দোয়া/আশর্শীবাদ করবেন সবাই।বেশি কথা না বলে মুল কাজে চলে যাচ্ছি।

Movi Name Tamil: Aramm (Good
Deed~ভালো কর্ম)
Movi Name Hindi : Tejasvini Year: 2018
Language: Hindi + Tamil
Country: India
All Genres:Drama/Thriller
IMDb: 8/10
Director : Gopi Nainar
Cast : Nayanthara,Ramchandran Durairaj,Sunu Lakshmi etc.


…..মুভি নিয়ে প্রথমেই কিছু বলে নেই……
★Arham মুভির প্রতিটি দৃশ্য আমাদের সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়।
★নয়নতারা তার অভিনয় আসলেই অনেক সুন্দর।
এমনিতেও তিনি এই মুভি তে তার ক্যারেক্টার টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
★ এ পর্যন্ত নয়নতারা এর যে কয়টি মুভি আমি দেখেছি বাংলা সাব সবগুলাই আমার কাছে ভালো লেগেছে।
★ একজন ডিস্টিক অফিসার শত বাধা পেরিয়ে কিভাবে একটা গ্রাম কে রক্ষা করে তা নিয়েই মুলত গল্প টা তার মদ্ধে রয়েছে অসাধারন একটা গল্প লুকিয়ে।



trickbd logo
প্রথম পাতা
অ্যান্ড্রয়েড
ফ্রিনেট
প্রোগ্রামিং
Categories
সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়ার মত একটি সুন্দর তামিল মুভি Aramm দেখুন এখন হিন্দি ডাব এ সাথে বাংলা সাবটাইটেল ও আমার দেয়া রিভিউ ত থাকছেই।
LifeStyle
সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়ার মত একটি সুন্দর তামিল মুভি Aramm দেখুন এখন হিন্দি ডাব এ সাথে বাংলা সাবটাইটেল ও আমার দেয়া রিভিউ ত থাকছেই।
bappi banik
bappi banik
1 day ago
8
1,400
0
প্রথমেই সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন
আজ অনেক দিন পড়ে একটু অন্য রকম একটা স্টরি এর রিভিই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
সামনে আমার এক্সাম পারলে দোয়া/আশর্শীবাদ করবেন সবাই।বেশি কথা না বলে মুল কাজে চলে যাচ্ছি।

Movi Name Tamil: Aramm (Good
Deed~ভালো কর্ম)
Movi Name Hindi : Tejasvini Year: 2018
Language: Hindi + Tamil
Country: India
All Genres:Drama/Thriller
IMDb: 8/10
Director : Gopi Nainar
Cast : Nayanthara,Ramchandran Durairaj,Sunu Lakshmi etc.

…..মুভি নিয়ে প্রথমেই কিছু বলে নেই……
★Arham মুভির প্রতিটি দৃশ্য আমাদের সামাজিক অবিচার এবং শোষণকারী রাজনীতির দুর্দশাগ্রস্ত বাস্তবতা মনে করিয়ে দেয়।


★নয়নতারা তার অভিনয় আসলেই অনেক সুন্দর।
এমনিতেও তিনি এই মুভি তে তার ক্যারেক্টার টা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
★ এ পর্যন্ত নয়নতারা এর যে কয়টি মুভি আমি দেখেছি বাংলা সাব সবগুলাই আমার কাছে ভালো লেগেছে।
★ একজন ডিস্টিক অফিসার শত বাধা পেরিয়ে কিভাবে একটা গ্রাম কে রক্ষা করে তা নিয়েই মুলত গল্প টা তার মদ্ধে রয়েছে অসাধারন একটা গল্প লুকিয়ে।

……. মুভি রিভিউ…….
চলচ্চিত্রের শুরুতে তাদের 4-বছর-বয়সী কন্যা ধনসিকার একটি বিপদ ডেকে আনে একটি সাপ।
সুনু লক্ষ্মী এবং রামচন্দ্রন দুরাইরাজ চলচ্চিত্রে প্রধান দম্পতির ভূমিকা পালন করেন। একটি প্রাণবন্ত দিন, Dhansika ক্ষেতের কাছাকাছি হারিয়ে যায়, যেখানে তার মা কাজ করতে ছিল। তার কন্যা খোঁজার সময়, সুনু একটি সাপের একটি শেড চামড়া খুঁজে পায় এবং তার কন্যার নিরাপত্তার জন্য আরো উদ্বিগ্ন grows হয়। কিন্তু তার কন্যা দুর্ঘটনাবশত বা কোনো এক অজানা কারণবশত প্রায় 100 (৯৩)-ফুট-গভীর borewell এর মধ্যে নিপতিত হয়ে যায়। অন্যদিকে নয়নতারা একজন আদর্শবাদী আইএএস অফিসারের ভূমিকাতে দৃঢ়প্রত্যয়ী, যিনি রাজনীতিবিদদের দাবির আগে জনগণের চাহিদার কথা বলেছেন। এখন নয়নতারা বা তার ডিপার্টমেন্ট পারবে কি উক্ত মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে, মেয়েটি আবার দুনিয়ার আলো দেখতে পারবে কি পারবে না এসব বিষয়ের উত্তর পেতে হলে আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। আর আমি আশা করি মুভিটি আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবে না। তাই কাজের ফাঁকে সময় বের করে দেখে ফেলুন।
যাদের প্রয়জন তারা ভাল ভাবে কাহিনী বুজতে বাংলা সাব দিয়ে দেখুন।



এবার আমরা মুভিটি Downlod করি আসুন।
প্রয়জনে আপনারা Youtube থেকে Downlod করে নিতে পারেন Vidmate দিয়ে।
মুভিটি Youtube Direct দেখুন হিন্দি ডাব এ।


আপনাদের কারও মুভি Requested থাকলে প্রথমে আমার পেইজে ১ টা লাইক দিবেন এরপর মুভি রিকুয়েস্ট করবেন তা না হলে আপনাদের এস এম এস এর রিপ্লাই আপনারা পাবেন না।
আসা করি আমার রিকুয়েস্ট টা সবাই রাখবেন তাহলেই পেয়ে যাবেন।
Click Here Page
আমাকে ফেইসবুকে পেতে।
Click Here Facebook
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Happy Watching 😊😊😊

ডাউনলোড করুন robot 2.0 ফুল মুভি Hindi pre dvd rip [তামিল+হিন্দি]



অবশেষে মুক্তি পেল বহু অপেক্ষাকৃত মুভি 2.0


download link:--


.
🎞️ টরেন্ট লিংকঃ ➡️ http://bit.ly/2KH13lw [ 1.42 GB ]
.
🎞️ টরেন্ট লিংকঃ ➡️ N/A
.
🎞️ ডিরেক্ট লিংকঃ ➡️ http://bit.ly/2KGJ1Q9 [ 1.42 GB ]
.
🎞️ ডিরেক্ট লিংকঃ ➡️ http://bit.ly/2P5UjhC [ 1.42 GB ]
.
📱 মোবাইল লিংকঃ ➡️ http://bit.ly/2rl0gxT [ 430 MB ]
.
📱 মোবাইল লিংকঃ ➡️ http://bit.ly/2Q0gw5Y [ 430 MB ]
.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🎬 Quality: Tamil pre dvd rip clear sound
.
🎞️ টরেন্ট লিংকঃ ➡️ N/A
.
🎞️ টরেন্ট লিংকঃ ➡️ N/A
.
🎞️ ডিরেক্ট লিংকঃ ➡️ http://bit.ly/2SjkVgV [ 725 MB]
.
🎞️ ডিরেক্ট লিংকঃ ➡️ http://bit.ly/2raUPBi [ 725 MB]
.
📱 মোবাইল লিংকঃ ➡️ http://bit.ly/2BE9YRC [ 454 MB ]
.
📱 মোবাইল লিংকঃ ➡️ http://bit.ly/2E32xpG [ 454 MB ]
.
📌 Genre: Action , Adventure | IMDb Rating: 8.9/10 ★★★★★
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

New download link
700 Mb Link Direct
Movi Downlod Link Click Here
Or
400 MB Link Direct
Movi Downlod Link Click Her
Or
South এর নিউ নিউ মুভি ও মুভির লিংক পেতে

Tuesday, November 27, 2018

আবারো ফ্রি ব্রাউজিং করুন যেকোনো সাইট [নিউ+আজীবনের জন্য]




post updated click here


আসসালামু আলাইকুম....!!!
সবাই কেমন আছে...??? আশা করি ভালোই আছেন..।।। আপনাদের আরো ভালো রাখতে আমি আজকে নিয়ে আসলাম ফ্রি নেট, না সম্পুর্ণ ফ্রি নেট না তবে যেকোন সাইট ফ্রিতে ব্রাউজিং করতে পারবেন,ছবি সহ ফেসবুক চালাতে পারবেন,জিমেইল ব্যবহার করতে পারবেন ইত্যাদি...!!! [ কোন কিছু ডাউনলোড করতে বা ইউটিউব চালাতে পারবেন না তাছাড়া সব করতে পারবেন]
এখন কথা হইলো গিয়ে.. অনেকে বলতে পারেন এ আর নতুন কি...??? আমরা অনেক আগে থেকে চালাই বা ফ্রি ব্যাসিকে এরকম আরো অনেক সাইট আছে... তাহলে আপনার সাইট কেনো ব্যবহার করতে যাবো...???
আপনাদের জন্য... হ্যা ভাই,আমি স্বীকার করতেছি এরকম অনেক সাইট আছে কিন্তু কিছুদিন পরপর তা অফ হয়ে যায়...!!! আর যেহেতু এটা আমার সাইট তাই আমি গেরান্টি দিচ্ছি যতদিন ফ্রি ব্যাসিক আছে ততদিন চালাতে পারবেন, ইনশাআল্লাহ...!!!
তো আর কথা বা বাড়িয়ে কাজে চলে যাই...
প্রথমে internet.org প্রবেশ করুন


তারপর স্ক্রোল করে নিচে আসুন...


এবার আরো বিনামুল্যে পরিসেবা যোগ করুনে ক্লিক করুন


এখন সার্চ বক্সে netpriyo লিখে সার্চ করুন...



তারপর free internet BD all sim এ ক্লিক করুন....


যোগ করুন...



তারপর নিচের মতো ইন্টারফেস আসবে...



তারপর যে সাইট ব্রাউজ করতে চান ফাঁকা বক্সে তা টাইপ করে go তে ক্লিক করুন...



Happy browsing 😊😊😊

আরেকটি কথা যতদিন ফ্রি ব্যাসিক থাকবে ততদিন ফ্রি ব্রাউজিং করতে পারবেন ইনশাআল্লাহ...

Friday, November 23, 2018

তেলগু মুভি Kumari 21f দেখার পরে আপনার ২/৩ দিনে তার ঘোর লেগে থাকবে সেরকমই একটা মুভি দেখুন এখন বাংলা সাবটাইটেল এ। সাথে আমার রিভিউ ত থাকছেই।

সকলকে জানাই সালাম/নমষ্কার।
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন। আবার চলে এসেছি আপনাদের মাঝে Telgu মুভির রিভিউ নিয়ে। আমার পোষ্ট কার কার ভাল লাগে তারা অব্যশই অনেক অনেক কমেন্ট করবেন আশা করি। তার উপরই আমি আবার Next Post করব না হয় Post করা কমিয়ে দিব। আর কথা নাই বল্লাম কাজের কথায় আসি।




Movie Name: Kumari 21f
Directed: Palnati Surya Pratap
Released Date: 20 November 2015
Types: Drama | Romance
Languages: Telugu
Film Stars: Raj Tarun, Hebah Patel, Vajja Venkata Giri
ImdB: 7.8/10




………..মুভি নিয়ে কিছু কথা………


★কিছু কিছু মুভি দেখলে ২/৩ দিনে তার ঘোর লেগে থাকে। আমার ক্ষেত্রে ১ম যেমনটা হয়েছিল দুলকার এর চার্লি দেখার পর৷ এই মুভিটাও অনেকটা সেইরকম ঘোরলাগা ।
★কেমন যেন সিধু যায়গায় বার বার নিজেকে মনে হয় হয়।
★ নায়ক-নায়িকাদের অভিনয় নিয়ে কোন কথা বলবো না। সবাই নিজের বেস্ট অভিনয় করেছেন। মুভিটা খুবই রিয়েলেস্টিক লেগেছে আমার কাছে ।
★তাহলে, আর দেরী করবেন না আজই দেখে নিন চমৎকার এই মুভিটি।



………..মুভি রিভিউ…………
সিধু মধ্যবিত্ত পরিবারের এক ছেলে। যার স্বপ্ন সিঙ্গাপুরে শেফ এর কাজ করা। সে তার মায়ের সাথে কেজিবি কলোনিতে থাকে। তাদের কলোনিতে নতুন এক মেয়ে আসে যার নাম কুমারী যে কিনা একজন মডেল । এক পর্যায়ে কুমারী ও সিধু একে অন্যকে ভালোবেসে ফেলে। কিন্তু সিধুর বন্ধুরা তাকে বলে যে সে হয়ত কুমারীর প্রথম প্রেম না। হয়ত কুমারী অন্য কোন খারাপ কাজের সাথে জড়িত যেহেতু সে একজন মডেল। এইসব বার বার শুনতে থাকা সিধুর মনেও আজে বাজে চিন্তা উকি দেয় । সত্যিই কি কুমারী খারাপ মেয়ে?? সিধু কি তার প্রথম প্রেম নয়? কুমারীর কি অন্য কোন বাজে অতীত আছে?
এইসব প্রশ্নের উওর পেতে হলে জলদি দেখে ফেলুন এই চমৎকার মুভিটা।




প্রথমেই আপনারা বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করুন।
Bangla Subtitle Downlod link Click Here
এবার আসুন যলদি যলদি মুভি টা ডাওনলোড করে নেই। পরে হয়ত লিংক এ মুভি নাও থাকতে পারে তার জন্য আমি দায়ি না। তাই দেরি না করে এখনই ডাওনলোড করে রাখুন।



আপনাদের কারও মুভি Requested থাকলে প্রথমে আমার পেইজে ১ টা লাইক দিবেন এরপর মুভি রিকুয়েস্ট করবেন তা না হলে আপনাদের এস এম এস এর রিপ্লাই আপনারা পাবেন না। তবে কেহ বাংলা মুভির রিকুয়েস্ট করবে না আমায়।
আসা করি আমার রিকুয়েস্ট টা সবাই রাখবেন তাহলেই পেয়ে যাবেন।
Click Here Page
NetPriyo.Ooo

ইংরেজির ৪২২ টি কনফিউজিং শব্দ দেখে নিন[চাকরি পরীক্ষায় কাজে লাগবে]

আসসালামু আলাইকুম
নিয়ে এলাম ক্নফিউজিং কিছু শব্দ
যার উচ্চারন এক কিন্তু মানে আলাদা
তাই কোন সময় কাজে লাগবে বলা যায় না নোট করে রাখুন
ইংরেজির ৪২২ টি কনফিউজিং শব্দ শিখুন:
==========================
1 Ad (বিজ্ঞাপন)
2 Add (যোগ করা)
3 Advice (উপদেশ)
4 Advise (উপদেশ দেওয়া)
5 Adapt (খাপ খাওয়ানো / মানিয়ে নেওয়া)
6 Adept (পারদর্শী / সুদক্ষ)
7 Adopt (অবলম্বন করা / পোষ্যগ্রহণ করা)
8 Amend (সংশোধন করা / সংস্কার করা)
9 Emend (লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন
করা)
10 Appraise (যাচাই করা / মূল্য নির্ধারণ করা)
11 Apprise (জ্ঞাত করা / অবগত করান)
12 Accept (গ্রহন করা)
13 Except (ব্যতীত)
14 Aspect (দৃষ্টিভঙ্গি)
15 Expect (প্রত্যাশা করা)
16 Access (প্রবেশের অধিকার)
17 Excess (অতিরিক্ত)
18 Accede (রাজী হওয়া)
19 Exceed (অতিক্রম করা)
20 Ascent (আরহণ)
21 Assent (সম্মতি)
22 Assay (চেষ্টা করা / পরীক্ষা করা)
23 Essay (রচনা / প্রবন্ধ )
24 Affect (প্রভাব্ ফেলা)
25 Effect (ফল / পরিণতি)
26 Accomplice (দূস্কর্মে সহযোগী / দোসর)
27 Accomplish (সম্পাদন করা / সমাধান করা )
28 Angle (কোণ / দৃষ্টি কোণ)
29 Angel (ফেরেস্তা / দেবদূত)
30 Allusion (উল্লেখ / ইঙ্গিত)
31 Illusion (বিভ্রম / ঘোর)
32 Along (বরাবর)
33 Alone (একাকী)
34 Altar (বেদী)
35 Alter (পরিবর্তন করা)
36 Allowed (অনুমতি)
37 Aloud (সশব্দে / উচ্চ স্বরে )
38 Allude (পরক্ষভাবে উল্লেখ করা)
39 Elude (এড়িয়ে যাওয়া)
40 Bad (খারাপ)
41 Bed (বিছানা)
42 Bag (থলে / ব্যাগ)
43 Beg (প্রার্থনা করা)
44 Bat (খেলার ব্যাট / বাদুর)
45 Bet (বাজি ধরা)
46 Beat (প্রহার করা / আঘাত করা)
47 Beet (বীট / এক প্রকার সবজী)
48 Bare (খালি / নগ্ন / নাঙ্গা)
49 Bear (বহন / সহ্য করা / ভালুক)
50 Beach (সমুদ্র উপকুল)
51 Beech (বৃক্ষ বিশেষ)
52 Breach (লঙ্ঘন)
53 Beside (পাশে / নিকটে)
54 Besides (অধিকন্তু / তাছাড়া)
55 Brake (যানবাহনের গতিরোধ করিবার যন্ত্র)
56 Break (বিরতি / ভেঙ্গে যাওয়া)
57 Bone (হাড়)
58 Boon (অনুগ্রহ)
59 Born (জন্মগত / স্বভাবসিদ্ধ)
60 Borne (জন্মদেওয়া / বাহিত)
61 Board (কাষ্ঠফলক /সরকারি বিভাগ )
62 Bored (উদাস / বিষণ্ণ)
63 Birth (জন্ম / সূত্রপাত)
64 Berth (জাহাজ /ট্রেনে ঘুমানোর আসন,
নোঙ্গরস্থান)
65 Capital (রাজধানী / প্রধান শহর)
66 Capitol (সরকারী ভবন / আইনসভা ভবন)
67 Canon (কানুন / বিধি)
68 Cannon (বড় কামান )
69 Career (পেশা / অগ্রগতি)
70 Carrier (বাহক / বহনকারী)
71 Calendar (পজ্ঞিকা)
72 Calender (কাপড় ইস্ত্রীর যন্ত্র)
73 Council (পরিষদ / কমিটি )
74 Counsel (পরামর্শ / উপদেশ)
75 Confidant (অন্তরঙ্গ বন্ধু)
76 Confident (নিঃসংশয় / অতিবিশ্বাসী)
77 Complement (পূরক)
78 Compliment (প্রশংসা)
79 Contact (যোগাযোগ / সংযোগ)
80 Contract (চুক্তি / ঠিকা)
81 Corps (সৈন্যদল)
82 Corpse (মূতদেহ)
83 Coarse (সাদামাটা / মোটা)
84 Course (পথ / রুট)
85 Coma (অবচেতন অব্স্থা)
86 Comma (কমা / বিরাম চিহৃ)
87 Censure (নিন্দা / ভৎতসনা)
88 Censor (নিয়ন্ত্রণ / সম্পাদনা)
89 Currant (কিচমিচ)
90 Current (চলতি / প্রচলিত)
91 Childish (শিশু সূলব আচরণ)
92 Childlike (শিশুরমত সরল)
93 Check (নিয়ন্ত্রণ করা / পরীক্ষা করে দেখা)
94 Cheque (বাংকের চেক)
95 Custom (প্রথা)
96 Costume (পরিচ্ছেদ)
97 Dairy (দুগ্ধ খামার)
98 Diary (দিনলিপি / ডায়েরি)
99 Dear (প্রিয়)
100 Deer (হরিণ)
101 Deference (সশ্রদ্ধ বাধ্যতা / বশ্যতাস্বীকার)
102 Difference (পার্থক্য / ভিন্নতা / তফাৎ)
103 Different (বিভিন্ন / পৃথক / আলাদা)
104 Defer (স্থগিত রাখা / মুলতবি করা)
105 Differ (পৃথক হওয়া / ভিন্নমত হওয়া)
106 Defuse (নিরাপদে বিস্ফোরক অপসারণ)
107 Diffuse (বিকীর্ণ করা / ছড়ানো)
108 Device (যন্ত্র / নকশা)
109 Devise (উদ্ভাবন করা / উইল)
110 Desert (মরুভূমি)
111 Dessert (মিষ্টান্ন)
112 Die (মৃত্যুবরণ কর)
113 Dye (রং করা)
114 Disease (রোগ)
115 Decease (মৃত্যু)
116 Discreet (বিচক্ষণ)
117 Discrete (স্বতন্ত্র)
118 Dominate (আয়ত্তকরা)
119 Dominant (প্রভাবশালী)
120 Dual (দ্বৈত)
121 Duel (দ্বন্দ্ব)
122 Draft (খসড়া / মুসাবিদা)
123 Draught (এক চুমুকে / টানিয়া লত্তয়া)
124 Drought (খরা / অনাবৃষ্টি)
125 Envelop (মোড়ক দ্বারা আবৃত করা)
126 Envelope (খাম / মোড়ক)
127 Ensure (নিশ্চিত করা)
128 Insure (বীমা করা / নিরাপদ করা)
129 Eminent (বিশিষ্ট / প্রখ্যাত)
130 Imminent (আসন্ন)
131 Emerge (উত্থিত হওয়া)
132 Immerge (মুগ্ধ করা)
133 Elicit (প্রকাশ করা / টানিয়া বাহির করা)
134 Illicit (অবৈধ / নিষিদ্ধ)
135 Eligible (যোগ্য / উপযুক্ত)
136 Illegible (অস্পষ্ট / দুষ্পাঠ্য)
137 Fast (দ্রুত)
138 First (প্রথম)
139 Far (দূরবর্তী / দূরে)
140 Fur (পশম / পশুর লোম)
141 Fair (সুশ্রী / ন্যায্য / মেলা)
142 Fare (পাবলিক যানবাহন ভাড়া)
143 Farm (খামার / কৃষি চত্ত্বর)
144 Firm (দৃঢ় / ব্যবসা প্রতিষ্ঠান)


145 Farther (অধিক দূর / দূরবর্তী)
146 Further (আরও / অধিকতর)
147 Flash (আলোর ঝলক / বিদ্যুৎ চমকানি)
148 Flesh (মাংস / শারীরিক বৃত্তি)
149 Flu (ইনফ্লুঞ্জা)
150 Flue (চিমনী)
151 Flaw (ত্রুটি / খুঁত)
152 Form (গঠন / আকৃতি)
153 From (হইতে / থেকে)
154 Follow (অনুসরণ করা)
155 Flow (প্রবাহিত হওয়া)
156 Forbear (বিরত থাকা / রাখা)
157 Forebear (পূর্বপূরুষ)
158 Foreword (ভূমিকা / অনুক্রমণী)
159 Forward (অগ্রবর্তী / এগিয়ে যাওয়া)
160 Formerly (ইতিপূর্বে / সেকালে)
161 Formally (আনুষ্ঠানিকভাবে)
162 Flower (ফুল)
163 Flour (ময়দা)
164 Fraction(ভগ্নাংশ)
165 Friction (ঘষর্ণ /সংঘর্ষ)
166 Fiction (কল্পিত কাহিনী)
167 Faction (বিরোধ / দলাদলি)
168 Fussy (অত্যন্ত খুঁতখুতে)
169 Fuzzy (অস্পষ্ট / ঝাপসা)
170 Gender (লিঙ্গ /কোন ব্যক্তির পুংত্ত্ব বা
স্ত্রী-ত্ব)
171 Gander (রাজহাঁস)
172 Gale (ঝড় / বাত্যা)
173 Goal (উদ্দেশ্য / লক্ষ্য)
174 Grate (ঘর্ষণ করা / বিরক্ত করা)
175 Great (মহান / বিশাল)
176 Gloss (চাকচিক্য / মসৃণ উজ্জলতা)
177 Gloze (দোষ ঢাকা / দোষ লাঘব করা)
178 Hang (ফাঁসি দেত্তয়া /সাময়িক কাযকারিতা হারানো)
179 Hung (ঝুলান / দেত্তয়ালে টাঙ্গান / উঁচুতে
লাগানো)
180 Hard (কঠিন / শক্ত)
181 Herd (পশুর পাল / একত্র চালিত করা)
182 Hail (শিলাবৃষ্টি / তুষারবৃষ্টি)
183 Hale (সুস্থ / নীরোগ / শক্তিশালী)
184 Hole (গর্ত)
185 Whole (সমগ্র)
186 Hoard (গুপ্ত ভাণ্ডার /জমা করা )
187 Horde (বড় দল / যাযাবর জাতিবিশেষ)
188 Honorary (অবৈতনিক)
189 Honorarium (দক্ষিণা / সম্মানী)
190 Human (মানবীয়)
191 Humane (দয়ালু)
192 Historic (ইতিহাস প্রসৃদ্ধ)
193 Historical (ঐতিহাসিক)
194 Hear (শোনা / শ্রবণ)
195 Here (এখানে)
196 Instance (উদাহরণ / দৃষ্টান্ত)
197 Instant (ত্বরিত / তাত্ক্ষনিক)
198 Industrious (পরিশ্রমী)
199 Industrial (শিল্পসংক্রান্ত)
200 Indict (আইন অনুযায়ী অভিযুক্ত করা)
201 Indite (রচনা লেখা / চিঠি লেখা)
202 Immigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশ
থেকে আগমনকারী / অভিবাসী)
203 Emigrant (অর্থ-বসবাসের জন্য বিদেশে
গমনকারী / দেশান্তরী)
204 Jealous (হিংসা করা)
205 Zealous (প্রবল উদ্দিপনাপূর্ণ)
206 Karat (স্বর্ণের বিশুদ্ধতার একক)
207 Carat (মণিরত্নের মাপবিশেষ)
208 Carrot (গাজর)
209 Later (অধিকতর বিলেম্ব)
210 Latter (পরবর্তী)
211 Letter (চিঠি / বর্ণ)
212 Lay (শোয়ানো / স্থাপন করা / ডিমপাড়া)
213 Lie (মিথ্যা / শয়ন করা / হেলান দেত্তয়া)
214 Licence (অনুজ্ঞাপত্র)
215 License (অনুজ্ঞাপত্র দেত্তয়া)
216 Lessen (কমানো / হ্রাস করা)
217 Lesson (শিক্ষা / পাঠ দান)
218 Lifelong (আজীবন)
219 Livelong (সুদীর্ঘ)
220 Least (কমপক্ষে / অন্তত)
221 Lest (পাছে / নইলে)
222 Level (স্থর / সমতল)
223 Label (তথ্য সম্পর্কিত স্টিকার)
224 Leave (ত্যাগ করা / যাত্রা করা / ছুটি)
225 Live (বাস করা / জীবন্ত / সরাসরি)
226 Loss (ক্ষতি)
227 Lose (হারানো)
228 Loose (শিতিল)
229 Marry (বিয়ে করা)
230 Merry (প্রফুল্ল / হাসিখুশি)
231 Massage (মালিশ / অঙ্গমদর্ন)
232 Message (বার্তা / বাণী)
233 Main (প্রধান)
234 Mane (কেশর)
235 Meat (মাংস)
236 Meet (সাক্ষাত করা)
237 Meter (পরিমাপক / মিটার)
238 Metre (ছন্দ / মাত্রা)
239 Moral (নৈতিক)
240 Morale (মনোবল)
241 Miner (খনির শ্রমিক)
242 Minor (গৌণ / ছোট)
243 Naval (নৌবাহিনী-সংক্রান্ত / জাহাজী)
244 Navel (নাভি / কেন্দ্রবিন্দু)
245 Novel (উপন্যাস)
246 Nobel (নোবেল)
247 Noble (উন্নতচরিত্র)
248 Official (অফিসসম্বন্ধীয়)
249 Officious (অনধিকার চর্চা)
250 Ordinance (জারিকরা আদেশ / অধ্যাদেশ)
251 Ordnance (গোলাবারুদ / যুদ্ধাস্ত্র)
252 Opposite (বিরুদ্ধ / বিরোধী)
253 Apposite (যথায়োগ্য / প্রাসঙ্গিক)
254 Object (উদ্দেশ্য / কর্ম)
255 Abject (হতভাগা / নিতান্ত হীন)
256 Obstruct (ব্যাঘাত ঘটান / বাধা সূষ্টি করা)
257 Abstract (ভাববাচক / পৃথক্ করা)
258 Payroll (নিয়জিত কর্মচারির বেতনসহ তালিকা)
259 Parole (বন্দীর অঙ্গীকার / শর্তাধীন
মুক্তি)
260 Part (অংশ / ভাগ)
261 Pert (অকালপক্ক / ধৃষ্ট)
262 Pair (জুড়ি / জোড়া)
263 Pare (ছাঁটা / কেটে ফেলা)
264 Peal (নিনাদ / উচ্চ শব্দ)
265 Peel (খোসা ছাড়ানো)
266 Pill (খাবার বড়ি)
267 Patrol (চৌকি)
268 Petrol (পেট্রল)
269 Personal (ব্যক্তিগত)
270 Personnel (নিয়জিত কর্মিবৃন্দ)
271 Personality (ব্যক্তিত্ব)
272 Personalty (ব্যক্তিগত সম্পত্তি)
273 Precede (পূর্ববর্তী হওয়া)
274 Proceed (অগ্রসর হত্তয়া)
275 Precedent ( পূর্ব নজির / দৃষ্টান্ত)
276 President (রাষ্ট্রপতি / সভাপতি)
277 Prevision (দূর দৃষ্টি / পূর্বজ্ঞান)
278 Provision (ব্যবস্থা করে দেয়া /বিধান)
279 Plain (সমভূমি / রূপসজ্জাহীন)
280 Plane (সমতল / উড়োজাহাজ)
281 Plunk (সশব্দে পড়ে যাওয়া)
282 Plank (তক্তা)
283 Peak (সরু উপরিভাগ / চূড়া শিখর)
284 Peek (উঁকি মারা)
285 Pray (প্রার্থনা করা)
286 Prey (শিকার / লুন্ঠন)
287 Principle (নীতি)
288 Principal (প্রধান)
289 Presence (উপস্থিতি / হাজির)
290 Presents (উপহার)
291 Prescribe (ব্যবস্থা দেওয়া / বিধান করা)
292 Proscribe (নিষেধাজ্ঞা / বর্জনীয়)
293 Prophecy (ভবিষ্যদ্বাণী)
294 Prophesy (ভবিষ্যদ্বাণী করা)
295 Physic (ঔষুধ / চিকিত্সাবিজ্ঞান)


296 Physics (প্রদার্থবিদ্যা)
297 Physique (দেহের গঠন)
298 Pan (কড়াই)
299 Pen (কলম)
300 Pat (মৃদু আঘাত করা / চাপড়ান)
301 Pet (প্রিয় / সযত্নে লালিত / পোষা)
302 Peace (শান্তি)
303 Piece (টুকরা)
304 Paper (কাগজ)
305 Pepper (মরিচ)
306 Person (ব্যক্তি)
307 Parson (পাদ্রী)
308 Populous (জনবহুল)
309 Popular (জনপ্রিয়)
310 Pity (করুণা / দয়া)
311 Piety (ভক্তি / ধার্মিকতা)
312 Practice (অনুশীলন)
313 Practise (অনুশীলন করা)
314 Quiet (শান্ত)
315 Quite (সম্পূর্ণভাবে)
316 Rash (চুলকানি / হঠকারী)
317 Rush (দ্রুত ছুটে যাওয়া / নলখাগড়া)
318 Rear (লালন পালন করা)
319 Rare (দূর্লভ)
320 Register (তালিকা বা রেকর্ড বই)
321 Registrar (নিবন্ধরক্ষক / নিয়ামক)
322 Refuge (আশ্রয়স্থল)
323 Refuse (প্রত্যাখ্যান করা)
324 Rise (উদিত হওয়া / ওঠা)
325 Raise (উত্থাপন করা / মানোন্নয়ন করা)
326 Role (ভূমিকা / চরিত্র)
327 Roll (নামের তালিকা / ক্রমিক)
328 Rout (ছত্রভঙ্গ করা / সম্পূর্ণ পরাজিত করা)
329 Route (নিত্য যাতায়াতের পথ / গন্তব্য / রুট)
330 Sale (বিক্রয়)
331 Sell (বিক্রয় করা)
332 Set (স্থাপন করা / ঠিক করা)
333 Sit (বসা / উপবেশন করা)
334 See (দেখা)
335 Sea (সমুদ্র)
336 Seen (দেখা / দৃষ্ট)
337 Scene (দৃশ্য / ঘটনাস্থল)
338 Secret (গোপন / গুপ্ত)
339 Secrete (গোপন করা / নিঃসৃত করা)
340 Session (অধিবেশন / সভা / বৈঠক)
341 Cession (স্বত্বত্যাগ / ছেড়ে দেওয়া)
342 Sight (দৃষ্টিশক্তি / দৃশ্য)
343 Site (নির্মাণ-ভূমি / জায়গা)
344 Cite (উল্লেখ করা / উদ্ধৃত করা)
345 Sweat (ঘাম)
346 Sweet (মিষ্টি)
347 Sometime (একদা)
348 Sometimes (কখনও কখনও)
349 Social (সামাজিক)
350 Sociable (মিশুক)
351 Soul (আত্না / প্রেরণাদাতা)
352 Sole (একমাত্র / জুতার তলি)
353 Steal (চুরি করা)
354 Steel (ইস্পাত / স্টীল)
355 Style (শৈলী / ধরণ)
356 Stile (প্রাচীরের সঙ্গে লাগানো মই)
357 Staff (প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী)
358 Stuff (উপাদান)
359 Story (গল্প / কাহিনী)
360 Storey (গৃহতল / তলা)
361 Straight (সোজা / সরল)
362 Strait (কঠোর / সঙ্কীর্ণ)
363 Stationary (স্থির / নিশ্চল)
364 Stationery (মনিহারী / স্টেশনারি)
365 Ship (সমুদ্রগামী জাহাজ)
366 Sheep (ভেড়া)
367 Suit (বিশেষ পোশাক / মকদ্দমা)
368 Suite (সেট / মানানসই / যন্ত্রসঙ্গীত)
369 Summary (সারাংশ / সংক্ষিপ্ত)
370 Summery (গ্রীষ্মের বৈশিষ্ট্যপূর্ণ)
371 Success (সফলতা)
372 Succeed (সফল হওয়া)
373 Special (বিশেষ / বিশিষ্ট / অসাধারণ)
374 Spatial (দূরত্বসংক্রান্ত / স্থান-সংক্রান্ত)
375 This (ইহা / এই)
376 These (এই সকল)
377 Their (তাদের)
378 There (সেখানে)
379 Then (পরে / তারপর / অতএব)
380 Than (চেয়ে / তুলনা বুঝাতে)
381 Taught (শেখানো)
382 Taut (শক্ত / আঁটো)
383 Tale (গল্প)
384 Tell (বলা)
385 Tail (লেজ / মুদ্রার উলটা দিক)
386 Test (পরীক্ষা)
387 Taste (স্বাদ)
388 Testy (খিটখিটে)
389 Tasty (সুস্বাদু)
390 Thrash (অত্যাধিক প্রহার করা)
391 Thresh (শস্য থেকে তুষ আলাদা করা)
392 Urban (শহুর সম্বন্ধীয় )
393 Urbane (ভদ্র ও রুচিশীল)
394 Unwanted (অনাবশ্যক / অবাঞ্চিত)
395 Unwonted (অনভ্যস্ত / বিরল)
396 Vacation (অবকাশ / ছুটি)
397 Vocation (পেশা / বৃত্তি)
398 Vertex (চূড়া / শীর্ষ)
399 Vortex (পানি বা বাতাশের ঘুরপাক গতি)
400 Vain (বৃথা / নিষ্ফল)
401 Vein (শিরা / ধমনী)
402 Wander (ঘুরে ঘুরে বেড়ানো)
403 Wonder (বিস্ময়)
404 Warship (রণতরী / যুদ্ধ-জাহাজ )
405 Worship (উপাসনা করা / পূজা করা)
406 Weak (দুর্বল / শক্তিহীন)
407 Week (সপ্তাহ)
408 Wick (পলতে / শলিত)
409 Wear (পরিধান করা)
410 Wire (তার)
411 Word (শব্দ / কখা)
412 Ward (ওয়ার্ড / এলাকা)
413 Wait (অপেক্ষা করা)
414 Wet (ভেজা / আর্দ্র)
415 Whole (সমগ্র)
416 Hole (গর্ত)
417 Weather (আবহাওয়া)
418 Whether (কিনা)
419 Write (লেখা / লিখা)
420 Right (শুদ্ধ / সঠিক)
421 Yolk (ডিমের কুসুম)
422 Yoke (জোয়াল / বশ্যতা)
সৌজন্যে NetPriyo.ooo



SSC পরীক্ষা 2019 রুটিন





আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০১৯ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

Sunday, November 11, 2018

“গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন [প্রায় ৪০০টি প্রশ্ন ও Ans]”




#সম্প্রতি বাংলাদেশের কোন
অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো
সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত
হয়?
উ: মঙ্গল শোভাযাত্রা
# বরেন্দ্র মিউজিয়াম কোথায়
অবস্থিত?
উ: রাজশাহী
# বাংলাদেশের জাতীয় সংসদের
আসন কয়টি?
উ: ৩৫০টি
# বাংলাদেশের জাতীয় দিবস
কোনটি?
উ: ২৬ মার্চ
# বাংলাদেশের পোশাক খাতের
প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র
# বাংলা ভাষাকে দেশের দ্বিতীয়
ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উ: সিয়েরা লিয়ন
#সুচিত্রা সেনের পৈতৃক নিবাস
কোথায়?
উ: পাবনা
# খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন
অঞ্চলে বাস করে?
উ: সিলেট
# নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
হবে?
উ: ৬.১৫ কি.মি
# বাংলাদেশের সর্ববৃহৎ জেলা
কোনটি?
উ: রাঙ্গামাটি
# বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে
অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
# মিলেনিয়াম ডেভেলপমেন্ট
গোল (এমডিজি) অর্জনের জন্য
কোন সন নির্ধারিত?
উ: ২০১৫
# দেশের সার্বিক উন্নয়ন নির্ভর
করে…এর উপর।
উ: শিক্ষা ব্যবস্থা
# বর্তমান সরকারের জিরো
টলারেন্স নীতি ঘোষণা করা
হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জংগিবাদ
# শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত
পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে
কোন চেতনায়?
উ: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
# বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে
ক্যাডারের সংখ্যা কত?
উ: ২৭
# ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ
(টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
উ: টিপিপি মাইন্যাস ১
# ক্রিকেট বিশ্বকাপের বর্তমান
চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া
# আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
# ইন্টারপোলের সদরদপ্তর
কোথায়?
উ: লিও
# ISIS কোন দেশের সন্ত্রাসী
সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
# ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ
নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
# AU কোন মহাদেশের সংগঠন?
উ: আফ্রিকা
# NATO এর সদর দপ্তর কোথায়?
উ: বেলজিয়াম
# সুমাত্রা দ্বীপ কোন দেশের
অংশ?
উ: ইন্দোনেশিয়া
# গুয়ানতানামো বে’ কোথায়
অবস্থিত?
উ: কিউবা
# দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন
প্রবাহের দ্বারা যুক্ত?
উ: পানামা খাল
# এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উ: নেপাল
# টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা
(এসডিজি) অর্জনের সময় কাল কত?
উ:২০১৬ থেকে ২০৩০
# বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী
দেশ কোনটি?
উ: জার্মানি
# জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উ: মশা
# সৌরজগতের কোন গ্রহের
উপগ্রহ নেই?
উ: বুধ
# GMT মানে কি?
উ: Greenwich Mean Time
# নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
উ: পরমাণু শক্তি
# নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উ: মহাকাশ গবেষণা
# সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু
সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়েছে?
উ: মরোক্কোর মারাক্কেশে
# বিশ্বের সবচেয়ে বড় সংবিধান
কোন দেশের?
উ: ভারত
বাপেক্স এসিসট্যান্ট অফিসার ২০১৭
(সাধারণ জ্ঞান, লিখিত)
1 What is the name of the Indian
island south of Myanmar?
Answer: Andaman and Nicobar
Islands
2 Expand the acronym ‘AIIB’
Ans: Asian Infrastructure
Investment Bank
3 What is the name of the strait
between Sri Lanka and India?
Ans: Palk Strait
4 What is the main greenhouse gas?
Ans: Carbon Dioxide
5 When the new American President
will take oath?
Ans: 20 January, 2017
6 Name two countries whose
currency are ‘Dinar’.
Ans: Iraq and Kuwait
7 Expand the acronym ERP
Ans: Enterprise Resource Planning
8 Name two land locked countries.
Ans: Bhutan and Mongolia
9 Expand the acronym ‘URL’
Ans: Uniform Resource Locator
10 Name the capital of Saudi
Arabia
Ans: Riyadh
বাপেক্স এসিসট্যান্ট অফিসার ২০১৭:
সাধারণ জ্ঞান
# Recently, Dhaka Central Jail has
been shifted to-
Ans: Keraniganj
# The city Mosul is in which
country?
Ans: Iraq
# Who is the State Minister for
Power Energy and Mineral
Resources of Bangladesh?
Ans: Nasrul Hamid
# Who is the foreign minister of
India?
Ans: Sushma Swaraj
# Which country will host the World
Cup Football tournament in 2018?
Ans: Russia
# The new UN Secretary General is-
Ans: Antonio Guterres
# According to Bangla Calendar
today’s date is-
(পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হয়েছিল
সে তারিখ)
#Which river of Bangladesh
originates in Tibet?
Ans: Brahmaputra
# Who is the current Chief Election
Commissioner of Bangladesh?
Ans: Kazi Rakibuddin Ahmed
# What is the maximum limit of tax
free personal income for female tax
payer in Bangladesh?
Ans: TK 30000
# Accord and Alliance are related to
………… industry.
Ans: garments
# Who is the current Chief Justice
of Bangladesh?
Ans: Surendra Kumar Sinha
# Ib which district the Burimari land
port is situated?
Ans: Lalmonirhat
# Who is the current mayor of
London?
Ans: Sadiq Khan
# In which district ‘Ratargul Swamp
Forest’ is located?
Ans: Sylhet
Bangladesh Krishi Bank Sr.
Officer-2017
General Knowledge Part:
1. Where was the last battle against
Pakistan occupation army fought in
1971?
Ans: Rayer Bazar.
2. Who administered oath to
Ministers of the Mujib Nagar
Government on 17 April, 1971?
Ans: Prof. Yusuf Ali
3. Where is the proposed
Technology Bank for LDCs likely to
be headquartered?
Ans: Turkey
4. Nur Sultan Nazarvayeb is the
Predident of
Ans: Kazakhstan
5. The Asian Infrastucture
Investment Bank (AIIB) headquarter
is at:
Ans: Beijing
6. Which of the following bank is
not a scheduled bank according to
the Bangladesh Bank Order, 1972?
Ans: Probashi Kallyan Bank
7. The free trade area comprising
Argentiba, Brazil, Paraguay, Uruguay
and Venezuela is called
Ans: MERCOSUR
8. The Bangladesh Banks
(Nationalization) order was
promulgated on:
Ans: 26 March 1972
9. The anti-money laundering
statute currently in force in
Bangladesh was enacted in the
year:
Ans: 2002
10. Who won the Nobel Prize in
economics in 2016?
Ans: Oliver Hart and Bengt
Holstrom
11. How many targets have been
adopted under 17 SDG goals for
transforming the world by 2030?
Ans: 169 targets
12. Who among the following
French war veterans seriously
considered joining the Bangladesh
Liberation war of 1971?
Ans: Andre Marlraux
13. Who among the following
reporter is known to have fist
flashed in media the news of
genocide in Dhaka under Operation
Searchlight on the night following
March 25 , 1971?
Ans: Simon Dring
14. The last APEC summit was held
in:
Ans: Peru
15. The Uruguay Round negotiations
led to the creation of
Ans: WTO
16. Which of the following is the
first private sector Bank of
Bangladesh?
Ans: AB Bank
17. Which of the following is the
currency of Argentina?
Ans: Peso
18. Black money is
Ans: income on which payment of
tax is usually evaded
অ্যাসিসট্যান্ট সাইফার অফিসার (সাধারণ
জ্ঞান)
১। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উ: নাটোর
২। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উ: কুষ্টিয়া
৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায়
অবস্থিত?
উ: হবিগঞ্জ
৪। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির
লেখক কে?
উ: মোনায়েম সরকার
৫। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার
করেন?
উ: মোনায়েম সরকার
৬। বাংলাদেশের প্রথম EPZ কোথায়
গড়ে উঠেছে?
উ: চট্টগ্রাম
৭। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উ: বেগম রোকেয়া
৮। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ
কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উ: পাবনা
৯। বাংলাদেশে কোথায় প্রথম
তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উ: হরিপুর
১০। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী
কোনটি?
উ: নাফ
১১। সিকিমের পর্বত থেকে
বাংলাদেশের কোন নদীর উৎপত্তি
হয়েছে?
উ: করতোয়া
১২। ম্যানগ্রোভ কি?
উ: উপকূলীয় বন।
১৩। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উ: রাজশাহী
১৪। স্বর্ণ উৎপাদনে বিশ্বে
শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উ: চীন
১৫। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট
কোথায় অনুষ্ঠিত হবে?
উ: ইংল্যান্ডে
১৬। হরপ্পা ও মহেঞ্জোদারোতে
প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা
হিসেবে পরিচিত?
উ: সিন্ধু সভ্যতা
১৭। কনফুসিয়াস কে?
উ: দার্শনিক
১৮। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উ: মিশর
১৯। শেখ সাদী কোন ভাষার কবি
ছিলেন?
উ: ফারসি
২০। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক
লোক কোন ভাষায় কথা বলে?
উ: ম্যান্ডারিন
২১। টমাস আলভা এডিসন আবিষ্কার
করেন
উ: উপরের সবকটি
২২। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
উ: ১৭৮৯ সালে
২৩। হাজার হ্রদের দেশ কোনটি?
উ: ফিনল্যান্ড
২৪। আফ্রিকাকে স্পেন থেকে
আলাদা করেছে?
উ: জিব্রালটার প্রণালী
২৫। গ্রীনিচ মানমন্দির কোন
দেশে অবস্থিত?
উ: যুক্তরাজ্য
ঢাকা ব্যাংক ট্রেইনি অফিসার (ক্যাশ)
২০১৬: সাধারণ জ্ঞান
৪৩. Who is the first person to reach
the summit of the Mount Everest?
@@Sir Edmund Hillary///Musa
Ibrahim///Jorden Romero///Mona
Sherpa///None
৪৪. From which year has the
‘International Mother Language Day’
been observed? 1998///1999///
@@2000///2001///None
৪৫. In which district is Saint Martin
Island located? Noakhali///
Chittagong///@@Cox’s Bazar///
Teknaf///None
৪৬.In which district in ‘Uttara
Ganabhaban’ Located?
Lalmonirhat///Rangpur///Dinajpur///


@@Natore///None
৪৭.Which of the following
organizations is concerned with
environmental issues? OIC///
MIGA///@@IPCC///WMO///None
৪৮. A Computer Virus is a
______________? Hardware///
Network///@@Program///Mail///
None ৪৯.Which of the following
countries does not have a written
constitution? India///Bangladesh///
@@England///USA///None
৫০.Who was the Secretary General
of the United Nations during the
liberation War of Bangladesh. Ban
Ki-moon///Trygve Lie///Kofi Anan///
@@U Thant////None
৫১. Which of the following treaty is
associated with nuclear test
explosion? CEDAW///@@CTBT///
GATT///DPT///None
৫২.Which of the following is a land
port of Bangladesh. Chittagong///
Mongla///@@Hili///Barisal///None
৫৩.Which is the name of the first
bangladeshi Search Engine?
@@Pipilika///Moumachi///
Projapoti///Hilsha///None
৫৪.Which of the following
organizations control the price of
crude oil in the world market? EU///
UN///@@OPEC///AU///None
৫৫.Which of the following Non-arab
Muslim countries first recognized
Bangladesh as an independent
nation? Iran///Indonesia///
Maldives///@@Malaysia///None
৫৬. Which one of the following is an
example of system software? Power
point///Google///C++///@@Windows
7///None
৫৭. During our liberation war of
1971, how many sector
commanders were in charge of the
11 different sectors in different
phases? 10///11///15///@@16///
None
৫৮. In Bangladesh, who acts as the
administrative head of any ministry?
Minister///@@Secretary///DG///
Rector///None
৫৯.Industrial Revolution had
originated in- @@UK///France///
USA///Germany///None
৬০.Where is the headquarters of
UNDP situated? Washington///
@@New York///Paris///London///
None
Sonali Bank IT Officer 2016
(General Knowledge)
# Which of the following countries
is nor a member of SAFTA?
Myanmar
# According to Standard & Proof’s
(S&P) index, what is the sovereign
rating of Bangladesh?
BB-
# The Nobel Prize in economic
science was given in 2016 for-
Contract Theory
# The Federal Reserve System is
framed by how many Federal
Reserve Banks?
12
# Which of the following
organization was the ancestor of
WTO?
GATT
# The current chair of G-20
countries is the:
Ans: China
# What is the meaning of
abbreviation ‘LIBOR’?
London Interbank Offered Rate
# The amount of deposits in the
Swiss Bank by Bangladeshi citizens
as recently reported by the Swiss
Central Bank is around Bangladeshi
Tk.
4300 crore
# Which country is going to start 5-
G internet service?
South Korea
# Nature of the organization
BIMSTEC is:
Socio-economic
# Who was the Finance Minister of
Mujibnagar Government?
M Mansur Ali
# Which Bangladeshi is the co-
founder of Youtube?
Jawed Karim
# Based on risk to natural
disasters, Bangladesh belongs to
which rank according to World Risk
Index, 2016?
Fifth
# Cop 21 conference is related to:
Global Climate Change
# Which country has become the
world’s first country to ban
deforestation?
Norway
# How much amount of financial
aid was pledged by the World Bank
to Bangladesh for tackling climate
change?
$ 2 billion
# Which of the following is
considered a Euresian country?
Turkey
# Who among the following women
has honored as Freedom Fighter in
2016?
Ferdousi Priyabhashini
# The watchdog of international
trade is:
WTO
সাধারণ বীমা কর্পোরেশন: জুনিয়র
অফিসার ২০১৬ (সাধারণ জ্ঞান)
১. সুন্দরবনকে ‘World Heritage Site’
হিসেবে ঘোষনা করেছে-
@@UNESCO///UNICEF///UNDP///
UNFPA
২. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানকে রাজনীতির
কবি হিসেবে আখ্যা দিয়েছিল?
টাইম///ইকোনোমিষ্ট///
ইকোনোমিক এন্ড পলিটিক্যাল
উইকইলি///@@নিউজউইক্
৩. ‘Global Terrorism Index’ অনুযায়ী
বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
সিরিয়া///@@ইরাক///সুদান///সোমালিয়া
৪. বর্তমানে বাংলাদেশে মোট কয়টি
বীমা প্রতিষ্ঠান রয়েছে?
৫৭///৭৮///৭৬///৭৫
৫. মোবাইল কমিউনিকেশনে 4G এর
ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত
বৈশিষ্ট্য কি?
ভয়েস টেলিফোনি///মোবাইল
টিভি///@@ব্রডব্যান্ড ইন্টারনেট
সুবিধা///ভিডিও কল
৬. বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয়
কাকে?
গৌর দাস///@@চার্লস উইল্কিন্স///
পঞ্চানন কর্মকার///গঙ্গাকিশোর
ভট্টাচার্য
৭. ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র্যাংকিংয়ে
বিশ্বে প্রথম দেশ কোনটি?
@@নরওয়ে///অস্ট্রেলিয়া///কানাডা///
আমেরিকা
৮. ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত
একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
@@উইলিয়াম এ এস ওডারল্যান্ড///মার্ক
টালি///আন্দ্রে মালরো///এডওয়ার্ড
কেনেডি
৯. বাংলাদেশের কোন চিত্রশিল্পী
ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in
order of Fine Arts and Humanities’
লাভ করেন?
@@শাহাবুদ্দিন আহমেদ///কামরুল
হাসান///এস এম সুলতান///জয়নুল
আবেদিন
১০. World Trade Organization
(WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?
বান কি মুন///হারুহিকো কারোদা///
@@রবার্তো কার্ভালহো
আজেভিদো///ইসমত কসিমভ
সাধারণ বীমা: সহকারী ব্যবস্থাপক
২০১৬
সাধারণ জ্ঞান
৪১. বাংলাদেশের রাষ্ট্রীয়
মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এ.এন. সাহা
৪২. বাংলাদেশের কোন নারী
সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ
ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার
পেয়েছেন?
উ: খুরশীদা বেগম।
৪৩. মূল্য সংযোজন কখন থেকে চালু
করা হয়?
উ: ১ জুলাই ১৯৯১
৪৪. আসাদ গেট কোন স্মৃতি
রক্ষার্থে নির্মিত?
উ: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৪৫. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
উ: জিম ইয়ং কিম
৪৬. সাধারণ বীমা কর্পোরেশন
কবে প্রতিষ্ঠা লাখ করে?
উ: ১৪ মে ১৯৭৩।
৪৭. ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন
অঞ্চল নিয়ে গঠিত?
উ: মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
৪৮. বাংলাদেশে ইন্স্যুরেন্স
কোম্পানীগুলোর ক্রেডিট রেটিং
এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
উ: CAMELS
৪৯. “I have not seen the Himalays, I
have seen Sheikh Mujib” উক্তিটি কার?
উ: ফিদেল কাস্ত্রো
৫০. প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির
মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk
Index, 2016 অনুযায়ী বাংলাদেশ
বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ?
উ: পঞ্চম
ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬
(সাধারণ জ্ঞান)
১৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা
কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী
নজরুল ইসলাম গ. সেলিনা রহমান ঘ.
জমীম উদদীন
উ: খ
১৪. বর্তমানে যে যে নোট
সরকারী মুদ্রা-
ক. ১,২ ও ৫ টাকা খ. ১,২ ও ১০ টাকা গ. ৫,
১০ ও ২০ টাকা ঘ. ১, ২ ও ১০ টাকা
উ: ক
১৫. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
ক. ১.২% খ. ১.৫% গ. ২.২% ঘ. ২.৫%
উ: ১.২%
১৬. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম
কী?
ক. কুতুবদিয়া খ. সোনাদিয়া গ. জিনজিরা ঘ.
নিঝুম দ্বীপ
উ: জিনজিরা
১৭. ২০১৬ সালে কোন সংস্থা
স্বাধীনতা পুরস্কার লাভ করে?
ক. বাংলাদেশ নৌবাহিনী খ, বাংলাদেশ
সেনাবাহিনী গ. বাংলাদেশ বিমানবাহিনী
উ: ক
১৮. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের
অবস্থান কোথায়?
ক. ক্যারিবিয়ান সাগর খ. ভারত মহাসাগর গ.
ভূমধ্য সাগর ঘ. আরব সাগর
উ: ক
১৯. হরোপ্পা মহেঞ্জোদারো
কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
ক. রোমান খ. গ্রীক গ. সিন্ধু ঘ.
চৈনিক
উ: গ
২০. Six Machine কোন
ক্রিকেটারের আত্নজীবনী?
ক. ক্রিস গেইল খ. শচীন
টেন্ডুলকার গ. শহীদ আফ্রিদি ঘ.
সাকিব আল হাসান
উ: ক
২১. ফিফা র্যাংকিং এর বর্তমান শীর্ষ
দেশ?
ক. বেলজিয়াম খ. আর্জেন্টিনা গ.
ব্রাজিল ঘ. জার্মানি
উ: আর্জেন্টিনা
২২. ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
উ: ক
২৩. পানামা খাল কোন মহাদেশে?
ক. এশিয়া খ. উত্তর আমেরিকা গ.
দক্ষিণ আমেরিকা ঘ. আফ্রিকা
উ: খ
২৪. ভুটানের মুদ্রার নাম কি?
ক. ক্রোনা খ. রুপিয়া গ. গুলট্রাম ঘ.
গোর্দি
উ: গ
গণপূর্ত অধিদপ্তর: অফিস সহকারী
২০১৬ (সাধারণ জ্ঞান)
১. কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু
হয় ?
ভাদ্র-আশ্বিন///আশ্বিন-কাতিক///
@@কার্তিক-অগ্রহায়ণ///ফাল্গুন -চৈত্র
২. মুজিবনগর দিবস কবে পালন করা হয়
১৫ ডিসেম্বর///১৪ ডিসেম্বর///১৯
ডিসেম্বর///@@১৭ এপ্রিল
৩. দেশের একমাত্র পুলিশ একাডেমি
কেন্দ্র অবস্থিত?
ঢাকা///@@রাজশাহী///খুলনা///সিলেট
৪. ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম
দীনবন্ধু মিত্র//@@/রবীন্দ্রনাথ
ঠাকুর///প্রমথ চৌধুরী///জীবনানন্দ
দাশ
৫. ১৯৯৯ সালে একদিনের বিশ্বকাপ
ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত
হবে?
ওয়েস্ট ইন্ডিজ///@@ইংল্যান্ড///
দক্ষিন আফ্রিকা///ভারত
৬. বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী
দেশ কোনটি ?
@@ চীন///ভারত///যুক্তরাষ্ট্র///
জাপান
৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি- গানটির সুরকার
কে?
আপেল মাহমুদ।///আবদুল গাফফার
চৌধুরী///@@আলতাফ মাহমুদ///দেবু
ভট্টাচার্য
৮. বাংলাদেশের জাতীয় খেলা
কোনটি ?
ফুটবল///@@ কাবাডি///ক্রিকেট ///
বোঁচি
৯. নিচের কোনটি দ্বীপদেশ ?
আফগানিস্তান ///লিবিয়া///@@
শ্রীলঙ্কা /// নেপাল
১০. সার্কের (SAARC) সদর দপ্তর
কোথায় অবস্থিত ?
দিল্লি///ঢাকা///কলম্বো///@@কাঠমুন্ডু
১১. মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর
সেক্টরের অন্তর্গত ছিল ?
৩///@@২///৪///৫
১২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি
কোনটি?
ধর্মীয় ঐক্য///ভাতৃত্ব///@@ঐক্য ও
সংহতি///শৃঙ্খলাবোধ
১৩. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও
প্রস্থের অনুপাত কত?
৩ঃ২///৪ঃ৩///@@৫ঃ৩///৫ঃ৪
১৪. তিস্তা বাধ কোন জেলায়
অবস্থিত ?
পঞ্চগাঁও ///ঠাকুরগাঁও///
@@লালমনিরহাট/// দিনাজপুর ﺁ
১৫. শিল্পী জয়নুল আবেদীনের
সংগ্রহশালাটি কোথায় ।
ঢাকায়/// রাজশাহীতে ///
@@ময়মনসিংহে /// চট্টগ্রামে
১৬. বাংলাদেশের সরকার প্রধানকে
কী বলা হয়?
রাষ্ট্রপতি///@@প্রধানমন্ত্রী///
প্রধান বিচারপতি///স্পিকার
১৭. BRICS’-এর সদস্য নয় কোন
দেশ ?
রাশিয়া///@@দক্ষিণ কোরিয়া///চিন///
ভারত
১৮.. বাংলাদেশের খরস্রোতা নদী –
পদ্মা///মেঘনা///@@কর্ণফুলি///যমুনা
১৯, মাদার তেরেসা কোন দেশে
জন্মগ্রহণ করেন
ভারত///আলজেরিয়া///
@@আলবেনিয়া///ফ্রান্স
২০. ইউরোপীয় বণিকদের মধ্যে
করা প্রথমে বাংলায় এসেছিল
ইংরেজ///ওলন্দাজ///ফরাসি///
@@পর্তুগিজ
ব্যাংক এশিয়া ট্রেইনি অফিসার নিয়োগ
পরীক্ষা ২০১৬: প্রশ্ন ও সমাধান
(সাধারণ জ্ঞান)
36. Which of the following book is
written by Rabindranath Tagore?
a) Rakta Karobi b) Ananda Math c)


Durgesh Nandini d) Pather Panchali
Ans: Rakta Karobi
37. Which of the following is the
currency of Thailand?
a) Rupee b) Ringitt C) Lira d) Bath
Ans: Bath
38. NNP stands for-
a) Net Nominal Price
b) Net National Product
c) Net National Profit
d) Net Nominal Product
Ans: Net National Product
39. Where the “Statue of Liberty” is
located?
a) New York b) California c) Boston
d) New Jersey
Ans: New York
40. Which organization does
regulate the Banking Industry of
Bangladesh?
a) IDRA b) EPB c) BB d) MRA
Ans: BB
41. Juan Manuel Santos, the winner
of Nobel Peace Prize 2016, is the
president of……
a) Colombia b) Cameron c) Brazil d)
Nigeria
Ans: Colombia
42. Sustainable Development Goals
(SDG) are supposed to be achieved
by—-
a) 2020 b) 2015 c) 2030 d) 2035
Ans: 2030
43. Which country became
champion in the ‘Copa America
Football Tournament-2016?
a) Argentina b) Brazil c) Chili d)
Peru
Ans: Chili
44. Milk is poor source of-
a) vitamins b) protein c) iron d)
calcium
Ans: Iron
45. Dengue fever is caused by-
a) virus b) bacteria c) fungi d)
protozoa
Ans: Virus
46. The name of the capital of
Finland is….
a) Geneva b) Hague c) Helsinki d)
Berlin
Ans: Helsinki
ATEO 2016 সাধারণ জ্ঞান
৭৬। বাংলাদেশের বৃহত্তম জেলা –
রাঙামাটি
৭৭। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি –
১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৭৮। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী –
রুপা
৭৯। কোন গ্যাস অগ্নি নির্বাপক –
কার্বন ডাই অক্সাইড
৮০। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু –
বঙ্গবন্ধু সেতু
৮১। বাংলা গদ্যের জনক – সঠিক উত্তর
নেই।
৮২। কেন্দ্রীয় শহীদ মিনারের
স্থপতি – হামিদুর রহমান
৮৩। তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু –
নিকোটিন
৮৪। ভেটো – ল্যাটিন শব্দ-আমি মানি না
৮৫। বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন –
গিরীশ চন্দ্র সেন
৮৬। বাংলাদেশের জাতীয় সংসদের
আসন – ৩৫০
৮৭। বাংলাদেশের জাতীয় উদ্যানের
নাম – (নিশ্চিত না)
চন্দ্রিমা উদ্যান///সোহরাওয়ার্দী
উদ্যান///রমনা পার্ক///সাফারী পার্ক
৮৮। সেন্ট মার্টিন – বাংলাদেশের একটি
দ্বীপ
৮৯। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব –
এমিবা
৯০। GMT – পৃথিবীর মধ্যভাগের সময়
৯১। বঙ্গবন্ধুর অসমাপ্ত
আত্মজীবনী প্রকাশিত হয় – জুন
২০১২
৯২। মুজিবনগর এর পূর্ব নাম – বৈদ্যনাথতলা
৯৩। সংসদ ভবনের স্থপতি – লুই আই
কান
৯৪। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় –
১৬ ডিসেম্বর ১৯৭২
৯৫। বাংলাদেশের জাতীয় পতাকার
রুপকার – কামরুল হাসান
৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য
– পি জে হার্টজ
৯৭। বাংলাদেশের সবচেয়ে বড়
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র –
হালদা নদী
৯৮। তিয়েন ইয়েনমেন স্কোয়ার
অবস্থিত – বেইজিং
৯৯। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের –
৪৪তম
১০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান
করা হয়- পরিবেশ বিষয়ক
সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা
২০১৬: সাধারণ জ্ঞান
৭৬) সর্বস্তরে নারীপুরুষের সমান
অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের
কোন সংবিধানের কোন
অনুচ্ছেদে বলা হয়েছে?
Ans: ২৮(২)
৭৭) ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে
গঠিত?
Ans: ৪টি
৭৮) মানবসম্পদ সূচকে (HDI)
বাংলাদেশের অবস্থান কত?
Ans: ১৪২তম
৭৯) হাকালুকি হাওড় কোন জেলায়
অবস্থিত?
Ans: মৌলভীবাজার
৮০) বাংলাদেশে জাতীয় আয়কর দিবস
কোন তারিখে পালন করা হয়?
Ans: ১৫ সেপ্টেম্বর
৮১) ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী
অবস্থিত?
Ans: তিতাস
৮২) ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ
পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের
জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
Ans: এসডিজি
৮৩) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত
সালে সোনারগাঁও ভ্র্মণ করেন?
Ans: ১৩৪৫
‘৮৪) ‘Statue of Peace’ কোথায়
অবস্থিত?
Ans: নাগাসাকি
৮৫) বিশ্বের প্রথম মহিলা
প্রধা্নমন্ত্রী কে?
Ans: শ্রীমাভো বন্দরনায়েক
৮৬) যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা
বিলুপ্ত হয়?
Ans: ১৮৬৩
৮৭) কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ
কোনটি?
Ans: মায়া কাজল
৮৮) ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের
প্রবক্তা কে ছিলেন?
Ans: ডিরোজিও
৮৯) হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায়
অবস্থিত?
Ans: কুষ্টিয়া-পাবনা
৯০) ২০১৫ সালে ‘World Food Prize’
কে পেয়েছেন?
Ans: স্যার ফজলে হাসান আবেদ
৯১) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের
সদস্য রাষ্ট্র কত বছরের জন্য
নির্বাচিত হয়?
Ans: ২ বছর
৯২) Schengen Area ভুক্ত দেশ নয়
কোনটি?
Ans: ব্রিটেন
৯৩) রাশিয়ার পার্লামেন্টের নিম্নক্ষের
নাম কি?
Ans: ডুমা
৯৪) রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
Ans: সামাজিক ন্যায়বিচার
৯৫) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ
দুর্ভিক্ষ কত সনে ঘটে?
Ans: বাংলা ১১৭৬ সনে
৯৬) হাজী মোহাম্মদ মহসীন এর
বাড়ি কোথায়?
Ans: হুগলী
৯৭) ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম
দেশ কোনটি?
Ans: তুরস্ক
৯৮) মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
Ans: ১০ এপ্রিল ১৯৭১
৯৯) বাংলাদেশের সাথে কয়টি
দেশের আন্তর্জাতিক সীমান্ত
রয়েছে?
Ans: ২টি
১০০) ড্রোন কি?
Ans: চালকবিহীন বিমান
13th NTRCA School Level
৫১. বাংলাদেশের সাথে কয়টি
দেশের সীমান্ত রয়েছে?
Ans: ২টি
৫২.গারো পাহাড় কোন জেলায়
অবস্থিত ?
Ans: ময়মনসিংহ
৫৩. বাংলাদেশের নদী গবেষণা
ইনস্টিউট কোথায় অবস্থিত
Ans: ফরিদপুরে
৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়
কোন জেলাকে?
Ans: দিনাজপুরে(নিশ্চিত না)
৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত
তম সদস্য রাষ্ট্র?
Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই)
৫৬. বাংলাদেশের কোন মসজিদকে
ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান
ঘোষণা করে?
Ans: ষাট গম্বুজ মসজিদ
৫৭. সুইফট কোডের সংখ্যা কত?
Ans: ৮
৫৮. HTML এর পূর্ণরুপ কি?
Ans : HYPER TEXT Mark Up
Language
৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন কে?
Ans: সম্রাট আকবর
৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের
স্থপতি কে?
Ans: হামিদুর রহমান
৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি?
Ans: রিংগিত
৬২. হিউম্যান পেপিলোমা কি?
Ans: ভাইরাস
৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
Ans: ২৮ মে
৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন?
Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর
নেই )
৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম
সেঞ্চুরি করেন কে?
Ans: ব্রেন্ডন ম্যাককালাম
৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক
দীপঙ্কর তালুকদারের নিজ জেলা
কোনটি
Ans: বরগুনা
৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার
মধ্যে বাংলার অবস্থান কত তম?
Ans: চতুর্থ
৬৮. কোন জেলাকে শস্যভান্ডার
বলা হয়?
Ans:বরিশাল
৬৯. ২১শে ফেব্রুয়ারিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
ঘোষণা করা হয় কত সালের কত
তারিখে?
Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯
৭০. কিসের অভাবে গলগন্ড রোগ
হয়
Ans: আয়োডিন
৭১. লাল গ্রহ কাকে বলা হয়?
Ans: মঙ্গল
৭২. এপিকালচার কি?
Ans: মৌমাছি পালন বিদ্যা
৭৩. সিস্মগ্রাফ কি?
Ans: ভুমিকম্প মাপন যন্ত্র
৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী
দ্বিতীয় দেশ কোনটি?
Ans: ভারত
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা
কে?
Ans: জহির রায়হান
১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
(কলেজ) – ২০১৬ (সাধারণ জ্ঞান)
২৬। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা
করেন?
উ: ধর্মপাল
২৭। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা
কমিশনের নাম কি?
উ: হান্টার কমিশন
২৮। পারকী সমুদ্রসৈকত কোথায়
অবস্থিত?
উ: চট্টগ্রাম
২৯। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত
যে দেশের রাষ্ট্রভাষা করা
হয়েছে-
উ: সিয়েরালিওন
৩০। বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন
কত সালে?
উ: ১৯৬৬ সালে
৩১। ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে
কে বাংলা ভাষাকে গণপরিষদের
অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের
প্রস্তাব রাখেন?
ধীরেন্দ্রনাথ দত্ত
৩২। সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন
নদীতে কয়লাবাহী কার্গো ডুবে
যায়?
উ: শ্যালা
৩৩। উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক
নিদর্শন কোন জেলায় পাওয়া
গিয়েছে?
উ: নরসিংদী
৩৪। সূর্য হতে পৃথিবীতে আলো
এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-
উ: ৮ মিনিট (সাড়ে ৮ মিনিট)
৩৫। বীরবিক্রম খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
উ: ১৭৫ জন
৩৬। বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’
কোথায় অবস্থিত?
উ: আগারগাঁও
৩৭। বাংলাদেশ সরকারের প্রধান আইন
কর্মকর্তা হলেন-
উ: এটর্নি জেনারেল
৩৮। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের
একমাত্র শতরানকারী?
উ: তামিম
৩৯। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল
রোগে আক্রান্ত রোগীর সন্ধান
পাওয়া গেছে?
উ: ট্রিম্যান
৪০। বাংলাদেশে প্রথম ও একমাত্র
ওয়ার্ল্ড ট্রেড সেন্টা কোথায়
অবস্থিত?
উ: চট্টগ্রাম
৪১। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক
গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী’
সর্বশেষ কোন ভাষায় অনূদিত
হয়েছে?
উ: চীনা
৪২। সম্প্রতি নাসায় (NASA) কর্মরত
কোন বাংলাদেশী
জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি
নক্ষত্র আবিষ্কার করেছেন?
উ: রুবাব খান
৪৩। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়-
উ: সিলেটের মালানী ছড়ায়
৪৪। ডাউন সিনড্রোম বলতে বুঝানো
হয়-
উ: গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
৪৫। তৎকালীন পাকিস্তানে শিক্ষা
আন্দোলন হয় কত সালে?
উ: ১৯৬২ সালে
৪৬। বাংলাদেশের ভিতরে ভারতের
কয়টি ছিটমহল ছিল?
উ: ১১১টি
৪৭। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
উ: কার্বন মনোক্সাইড
৪৮। জিকা ভাইরাস কোন দেশে
সর্বপ্রথম ছড়ায়?
উ: ব্রাজিল
৪৯। মানুষের রক্তে শ্বেতকণিকা ও
লোহিতকণিকার অনুপাত-
উ: ১:৭০০
৫০। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত
সালে?
উ: ২০০৪ সালে।।

আমাদের NetPriyo এখন ফ্রিব্যাসিক্সের আওতাভুক্ত, তাই সাইটটিতে এখন থেকে ফ্রিতে ভিজিট করুন!




আমাদের আজকের বিষয়টি হচ্ছে আমাদের সবার জনপ্রিয় বাংলাদেশের সকল বিষয়ের উপর তৈরি করা সকল ধরনের টিউটোরিয়াল বিষয়ক সাইট NetPriyo । যার ফলে এই সাইটটির ভিজিটরদের এখন ইন্টারনেট ব্যালেন্স না থাকলেও সাইটটিতে একদম ফ্রিতে প্রবেশ করতে পারবেন। যা সাইটটির ভিজিটর এবং অ্যাডমিনের জন্য একটি আনন্দের খবর। তো এই সাইটটি ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট ব্যালেন্স ছাড়া ব্যবহার করতে আপনাকে আগে কিছু ধাপ অতিক্রম করতে হবে। এর জন্য আপনাকে নিচে লেখা এবং স্ক্রিনশটগুলো ফলো করতে হবে।
প্রথমে ফ্রিব্যাসিক্সের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরজন্য এই http://0.freebasics.com লিংকটিতে ক্লিক করুন।









তারপর যে পেজটি আসবে তা স্ক্রল করে একদম নিচে গিয়ে উপরের স্ক্রিনশটের মত "আরো বিনামূল্যে পরিষেবা যোগ করুন/Add more free sevice" লেখায় ক্লিক করুন।



তারপর অনুসন্ধান বা সার্চ বক্সে "NetPriyo" লিখুন এবং অনুসন্ধান বা Search বাটনে ক্লিক করুন। তারপর আপনাদের সবার প্রিয় সাইটটির নাম এসে যাবে। এইবার সাইটটির নামের উপর ক্লিক করুন উপরের স্ক্রিনশটের মত।




তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মত এসেছে। এখানে আপনাকে "যোগ করুন/Add" বাটনে ক্লিক করুন।





ব্যাস ফ্রিব্যাসিক্সে যুক্ত হয়ে গেল সাইটটি যা ঠিক উপরের স্ক্রিনশটের মত। এখন ইন্টারনেট ব্যালেন্স না থাকলেও একদম ফ্রিতে আমাদের এই সাইট "NetPriyo" এ প্রবেশ করতে পারবেন।

Sunday, November 4, 2018

কিডন্যাপ করে বিয়ে, পার্ট - 02




ঢুকবো দেখি নূপুর আমার ছাত্রের রুমে। আর ছাত্রের সাথে কি যেন বলতেছে।(আমি শেষ মনে মনে😰)
আমাকে দেখার মাত্রই আরএ মাষ্টার মশাই ভিতরে আসুন। (নূপুর)

আমিতো মূর্তির মতো স্থির দাড়িয়ে আছি।।(ভয়ে)
কি হলো ভিতরে আসুন (ধমক দিয়ে)

জ্বি। (আমি)
তারপর ভিতরে ঢুকলাম।। (তখনো দাড়িয়ে)
কি হলো বসুন। (নূপুর)

জ্বি।।।তারপর বসলাম।(আমি)

কি জ্বি জ্বি করেন।।। বলেই আমার পাশে এসে বসলেন।।(এতো কাছে কোন মেয়ের সাথে আর বসেনি, আর আমার ছাত্রও এখানে আছে।অব্যশই সে ছোট তাও কি না কি ভাবে)

আর আমার সারা শরীর থেকে ঘাম বৃষ্টির মতো পড়তেছে।।।

কি হলো এতো ঘামতেছেন কেন।। (নূপুর)
বুঝচ্ছি আপনি শরম পাইতাছেন।।। নো প্রবলেম এটাই আমার প্রয়োজন।।(নূপুর)

মানেএএএএ(আমি)
আপনার বুঝার দরকার নাই।।।
আর যাওয়ার সময় রাস্তায় বুঝামু।
এইবলে চলে গেল।।(নূপুর)

আমি আর কি বলমু, ওকে কিছুক্ষন পড়িয়ে,আমার ছাত্রকে বললাম মেয়েটা এখানে কেন,আর তোমাকে কি বলছিলো।(আমি)

না মানা করছে বলতে(ছাত্র)
আমিতো বোকা হয়ে গেলাম,কি আর করার আচ্ছা ঠিক আছে বলে বেরিয়ে আসলাম।।

পথিমধ্যে আসলাম হঠাৎ কোথায় থেকে নূপুর এসেই বলতে লাগলো।

আপনার সাথে কথা আছে, সেদিন ইচ্ছে করেই আপনার সাথে ধাক্কা খেয়েছিলাম।আপনাকে অনেক দিন এই পথে দেখতেছি।এবং অনেক follow করেছি।কিন্তু আপনি আমাকে খেয়াল করেন নি।।আপনিতো শুধু সোজা আসতেন আর যেতেন। এদিক ওদিক তাকাতেন না।।।তাই নিজেই এসেই ধাক্কা দিলাম।।।
সুতরাং i♥u.(এক নিঃশ্বাসে কথাগুলো বললো।নূপুর)

আমি আর কি বলবো থ মেরে দাড়িয়ে আছি।(আমি)

কিছুক্ষন পরে আবার বললো কিছু বলেন।(নূপুর)

(এই প্রথম কেউ আমাকে ♥বললো আবার মেয়ে ।হয়তো ক্ষনিকের জন্য ভালোই লেগেছিলো)।

কিন্তু আবার বাস্তবতায় ফিরে আসলাম।।।কেননা মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা মানায় না।আবার আমি পরিবারের বড়ছেলে। আমার ওপর পরিবারের সকল দায়িত্ব।(মনে মনে)

তাই নূপুরকে বললাম দেখন আপনি অনেক সুন্দরি, আপনি অনেক সুন্দর ছেলে পাবেন।।। আর আমিতো একটা সাধারন ছেলে।।আর আমার ওপর আমার পরিবারের অনেক কর্তব্য।।।তাই আমাকে ক্ষমা করে দিয়েন।(আমি অনেক কষ্ট চেপে।।। প্রথম ভালোবাসা সৃষ্টি না হতে সমাপ্তি)

দেখি নূপুর কানতেছে।।।আর বলতেছে এত সহজে আমি হার মানবো না।আমি যা বলি তাই করি।।।আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি।।।দেখবেন আপনাকেও পাব।(নূপুর)

পিছন দিক থেকে নূপুর বলে ডাক দিয়ে বলল কার সাথে কথা বলছ।(আল্লাহ কে দেখে ফেললো নূপুরে ভাই নাকি শুনছি ওর অনেকগুলা ভাই।।। আর এক একটা মাস্তান টাইপের)
পিছনে তাকাতেই।।।।।

চলবে............
"
"গল্পটা সুন্দর করে গুছিয়ে লেখতে চাইছিলাম,,,কোন এক কারনে পরের পাটেই শেষ করবো