Showing posts with label Facebook tricks. Show all posts
Showing posts with label Facebook tricks. Show all posts

Friday, September 21, 2018

কিভাবে পুরোপুরিভাবে ডিলিট করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট?



সম্প্রতি ফেসবুক ডাটা স্ক্যান্ডালের পরে বিশ্বব্যাপী অনেক ফেসবুক গ্রাহক তাদের তথ্য ফেসবুকে থাকা নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন। বহু ফেসবুক ইউজার বন্ধ করে দিয়েছেন ফেসবুকের ব্যাবহার। অনেক ইউজার পাকাপাকিভাবে ডিলিট করে দিতে চাইছেন ফেসবুকে থাকা সব ব্যাক্তিগত তথ্য। কিন্তু ফেসবুক থেকে কোন তথ্য পাকাপাকিভাবে ডিলিট করার কথা সহজ শুনতে লাগলেও কাজে তা করা বেশ কঠিন তা আমরা সবাই জানি।

আপনি যদি বন্ধুদের সাথে যুক্ত থাকার জন্য ফেসবুক ব্যাবহার করেন আর ডেভেলপারদের হাতে আপনার তথ্য চলে যেতে দিতে না চান তবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেটিংস থেকে সব থার্ড পার্টি সাইট ডিসকানেক্ট করে দিতে পারেন। কিন্তু এর পরেও আপনি যদি মনে করেন পাকাপাকি ভাবে চিরতরে ডিলিট করে দিতে চান আপনার প্রোফাইল তবে নিচে পড়তে থাকুন এই প্রতিবেদন।

১. ডাউনলোড করুন আপনার ফেসবুক ডাটা
পাকাপাকি ভাবে ডিলিট করে দেওয়ার পরে আপনার কোন ফেসবুকের ডাটা যদি পরে প্রয়োজন হয় তখন বিপদে পড়তে পারেন। তাই পাকাপাকিভাবে ডিলিট করার আগে ফেসবুকের সব তথ্যের ব্যাক আপ রেখে দেওয়া ভালো। ফেসবুকের টাইটেল বারে ক্লিক করে সেটিংস এ গিয়ে 'ডাউনলোড এ কপি অফ ইওর ফেসবুক ডাটা’ তে ক্লিক করলে আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে আপনার ফেসবুকের সব ব্যাক্তিগত তথ্য।

২. ফটো ও পোস্ট ডিলিট করা
আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর সব পোস্ট ও ফটো ডিলিট হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগে। আর আপনার প্রোফাইল ডিলিটের পরেও আপনার ব্যাক্তিগত তথ্য এইভাবে ফেসবুকে থাকা আপনার যদি পছন্দ না হয় তবে নিজে থেকেই ডিলিট করে ফেলতে পারেন আপনার ফেসবুকের সব তথ্য। “সোশাল বুক পোস্ট ম্যানেজার” নামক এক গুগুল ক্রোম প্লাগ ইন এর মাধ্যমে একসাথে একাধিক ফেসবুক পোস্ট ডিলিট করা যায়। উপরে জানানো পদ্ধতিতে আপনার ফেসবুকের ব্যাক্তিগত তথ্য ব্যাক আপ নিয়ে এই প্লাগ ইন এর মাধ্যমে ডিলিট করে ফেলতে পারেন আপনার ফেসবুকের সব পোস্ট। তবে ডিলিট করার আগে মাথায় রাখবেন একবার ডিলিট হয়ে গেলে এই পোস্ট ফেরৎ আনার কোন উপায় নেই।

৩. ডিলিট করুন ফেসবুক অ্যাকাউন্ট
নিজের তথ্য ব্যাক আপ নিয়ে পোস্ট ডিলিট করে এবার আপনাকে যেতে হবে ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিশান পেজে। ফেসবুক আপনাকে এই পেজে যেতে দিতে চান না তাই সেটিংস এ এই পেজ খুঁজে পাওয়া একটু সময়সাপেক্ষ। এরপর এই পেজে গিয়ে আপনাকে 'ডিলিট মাই অ্যাকাউন্ট’ এ ক্লিক করতে হবে পাকাপাকিভাবে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য।

সূত্রঃ ওয়ান ইন্ডিয়া

ফেসবুকের ফেক প্রোফাইল থেকে সাবধান থাকবেন কীভাবে




ফেসবুকে আলাপ থেকে প্রেম, প্রতারণা, অবশেষে আত্মহত্যা। এমন ঘটনা এখন প্রায় রোজই শোনা যায়। ফেক প্রোফাইলের আড়ালে অপরাধমূলক কাজে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। আবার প্রতিশোধ স্পৃহার বশেও অনেকে তৈরি করেন ফেক প্রোফাইল। সতর্ক থাকুন। বোঝার চেষ্টা করুন, ফেক প্রোফাইল কিনা।

১। অচেনা কাউকে বন্ধু করার আগে দ্বিতীয়বার ভাবুন। ফ্রেন্ড লিস্টে বন্ধু সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতায় হুটহাট কাউকে অ্যাড করবেন না। অচেনা রিকোয়েস্ট এলে প্রশ্ন করুন। জানতে চান তিনি কেন আপনাকে রিকোয়েস্ট পাঠালেন। উত্তর শুনে বিশ্বাসযোগ্য মনে হলে তবেই অ্যাকসেপ্ট করুন।

২। প্রোফাইল ভাল করে পড়ুন। কী করেন, কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য আছে কিন দেখুন। কোনও সংস্থার নাম বা ইউনিভার্সিটির নাম নিয়ে সন্দেহ হলে গুগলে খুঁটিয়ে দেখুন। বয়স খুব অল্প অথচ নিজেকে প্রফেসর বা সিইও বলছেন, এমন মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অবশ্যই ভেবে দেখবেন। প্রোফাইল আকর্ষক করতে এরা অনেক কিছু করে থাকেন।

৩। ফ্রেন্ডলিস্ট খুঁটিয়ে দেখুন। এনার বন্ধুরা কি বেশিরভাগ স্থানীয়? নাকি বেশির ভাগই বিদেশি? যদি দেখেন বন্ধুরা অধিকাংশই বিদেশি তাহলে অবশ্যই মানুষটা সন্দেহজনক।

৪। মিউচুয়াল ফ্রেন্ডে চেনা বন্ধ থাকলেও সতর্ক থাকুন। চেনা বন্ধুকে জি়জ্ঞাসা করুন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট মানুষটিকে চেনেন কিনা। বিশ্বাসযোগ্য উত্তর পেলে তবেই অ্যাড করুন।

৫। ফোটো খুঁটিয়ে দেখুন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর, পরিবারের সঙ্গে ছবি রয়েছে? কেউ কি এনাকে ট্যাগ করেছে? করে থাকলে তাদের প্রোফাইল কী বলছে? ছবিগুলো কি সন্দেহজনক? প্রোফাইলে কি অত্যন্ত হ্যান্ডসাম কোনও যুবক বা সুন্দরী মহিলার ছবি? নাকি ছবি নেই? এমনটা হলে সতর্ক থাকুন।

৬। ঠিক কী ধরনের জিনিস পোস্ট করেন ইনি? অধিকাংশই কি কোনও ছবি বা কোটেশন? কোনও মৌলিক পোস্ট রয়েছে কিনা খুঁটিয়ে দেখুন। যদি থাকে তবে তা নিয়ে বন্ধুরা মন্তব্য করেছেন কিনা, লাইক করেছেন কিনা, শেয়ার করেছেন কিনা অবশ্যই দেখে নিন।

৭। যদি ইতিমধ্যেই অ্যাড করে থাকেন তবে খেয়াল রাখুন ইনি কী বলছেন সেই দিকে। কথাবার্তা কি অসঙ্গত? নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেন নাকি একেবারেই দেন না? এই দুটোই কিন্তু সন্দেহজনক। সন্দেহ হলে পাল্টা প্রশ্ন করুন।

৮। ফোন নম্বর- অল্প আলাপেই নিজের ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন না। যদি দেখেন প্রথম দিনই ইনি আপনার নম্বর চাইছেন, দেখা করতে চাইছেন তবে অবশ্যই সতর্ক হোন।

৯। প্রেম- শুরু থেকেই আপনার প্রতি ভাললাগা প্রকাশ করেন বা প্রেম নিবেদন করেন তাহলে নির্দ্বিধায় এনাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিন। ফেক প্রোফাইল থেকে এই ধরনের প্রস্তাব প্রায়ই আসে।

১০। অশালীন প্রস্তাব- এমটা হলে অবিলম্বে ব্লক করুন। যদি চ্যাট করতে করতে আপনাকে ছবি পাঠাতে বলেন বা আপনার সব ছবি লাইক করতে থাকেন তাহলে বুঝবেন মানুষটি বিপজ্জনক। এদের ব্লক করে রাখাই ভাল।

Monday, September 10, 2018

অটোলাইকের কয়েকটি Best ও সেরা সাইট ও অটো লাইকের পদ্ধতি।




আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই।আমরা যারা ফেসবুক ব্যবহার করি।তাদের মধ্যে অনেকেই শখের বশে বা নানা কারণে আমাদের আইডিতে AUTO LIKE করে থাকি।আমরা অটো লাইক করতে নানা সমস্যায় পড়ে থাকি ভাল সাইট পাই না যদি ও পাই তবে সেই সাইটগুলো তেমন লাইক দেয় না।                                                         আজকে আমি কী ভাবে অটোলাইক করতে হয় এটি নিয়ে আলোচনা করব না।আটো লাইকের সেরা সাইট গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।                              (1)http://www.m-autoliker.com/                                          (2)https://autolike.biz/                                          (3)https://www.freeliker.net/

আরও ভাল সাইট গুলো:-http://Grand-liker.com
http://Hublaa.me
http://Moeliker.net
http://Vliker.com
http://Djliker.com  
http://fb-autolikers.com

আমরা জানি অটোলাইক করতে আমাদের Facebook এর পোস্ট সেটিংস Post Privacy: Make sure your “Post privacy” is set to “Public”, otherwise Auto Like tools will not work on that post.
Account Settings: Make sure you have enabled Followers on your account and set “Who can comment on your public posts?”
and “Who can like or comment on your public profile pictures and other profile info?” to “Public”.
Access Token প্রয়োজন হবে আপনারা Auto Like সাইটে গিয়ে এই রকম দেখবেন click here এ চাপুন।সাইট অনুযায়ী কিছু ভিন্ন হতে পারে কিন্তু Access Token সংগ্রহ করার পদ্ধতি প্রায় একই রকম।আপনারা অবশ্যই বুঝবেন।


click here এ ক্লিকের পর আপনার Facebook ইমেইল,Passwordদিন এবংGET TOKEN এ ক্লিক করুন।


তার পর আপনার Access Token কপি করে নিচের Box এ Past করে Submit করুন।তার পর আপনার কাঙ্খিত পোস্টে লাইক করুন।

বিশেষ দ্রষ্টব্য:-

আমি যে পদ্ধতি দেখালাম সাইট অনুযায়ীতার থেকে কিছু ব্যাতিক্রম হতে পারে কিন্তু আপনারা অবশ্যই পারবেন।

সবাই ভাল থাকবেন ও NetPriyo.Ooo এর জন্য দোয়া করবেন অজীবন যেন আপনাদের উপকারে আসতে পারে, ধন্যবাদ।

Monday, September 3, 2018

ফেসবুকে আপনার নিজের নামে যেভাবে Status View করবেন দেখে নিন?



ফেইসবুকে Via নিজের নামে স্টাটাস আপডেট করুন খুব সহজেই! আপনারা অনেকে লক্ষ করেন
যে ফেসবুকে আপনার বন্ধুরা স্ট্যাটাস
দিলে অনেক সময় তার নিচে লেখা থাকে Via
Mobile, Via Android, আরো বিভিন্ন নাম।
এমন যদি হয় আপনি স্ট্যাটাস আপডেট করবেন
এবং তার নিচে লিখা থাকবে "Via আপনার
নাম"।

এটা সম্ভব এবং সিম্পল ৩ টা স্টেপে মোবাইল দিয়েও করা যায়। স্টেপ গুলা সহজই।

১. প্রথমে Opera Mini দিয়ে https://
developers.facebook.com/apps
এখানে গিয়ে আপনি Create New App
দিয়ে আপনার নামে একটা App Create
করেন। সেখানে Security Check (Captcha)
টা সঠিক ভাবে পূরন করবেন।

২. তারপরে আপনি আপনার Application এর একটা API (Application Programming Interface) নাম্বার পাবেন।

৩. তারপরে আপনি https://www.facebook.com/dialog/feed?_path=feed&app_id=*****&&redirect_uri=https%3A%2F%2Fwww.facebook.com&display=touch&to&from_login=1&_rdr&refid=12

এর মধ্যের ***** গুলোর জায়গায় আপনার
Application এর API নাম্বারটা বসিয়ে দিন এবং Browse করেন। ব্যাস এবার আপনি আপনার স্টাটাসের পর
দেখতে পারবেন লিখা Via আপনার নাম।

ফেসবুকে ওয়েব সাইট লিংক ব্লক হলে যেভাবে আনব্লক করবেন?

বর্তমানে যেকোনো ওয়েব সাইটে ভিজিটর আনার সবচেয়ে বড় মাধ্যম হল ফেসবুক। যা SEO চেয়ে বেশি ভূমিকা পালন করে। কিন্তু সেই ফেসবুকে যদি আপনার ওয়েব সাইটের লিংক ব্লক হয়ে যায় তাহলে আর দুঃখের শেষ থাকেনা। আর সেই দুঃখকে দূর করার জন্য আজকে আমি হাজির হলাম। কারন আজকে আমি আপনাদের শিখাবো ফেসবুকে ওয়েব সাইটের লিংক ব্লক হলে কিভাবে আনব্লক করতে হয়। তো চলুন দেরি না করে ফেসবুকে ওয়েব সাইটের লিংক আনব্লক করার নিয়মটি দেখে নেয়।


★ প্রথমে নিচের লিংকে যানঃ-
এখানে ক্লিক করুন



তারপর উপরের স্কিশর্টের মত একটি ফরম আসবে। সেই ফরমে ৩টি অপশান আছে। আর সেই ৩টি অপশন কিভাবে পূরন করবেন নিচের দাপগুলো ভালভাবে পড়ুন এবং স্কিনশর্টি ভাল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন....?

১) প্রথম ঘরে আপনার ওয়েব সাইটের লিংক দিন। না বুঝলে স্কিনশর্ট দেখুন?

উদাহারন:-
http://netpriyo.ooo



২) দ্বিতীয় ধাপে "I was only trying to share this link" বক্সে টিক দিন? না বুঝলে স্কিনশর্ট দেখুন...?


৩) তৃতীয় ধাপে আপনার সাইট টি স্পাম মুক্ত এবং সবার জন্য যে উপকারি সে বিষয়ে বিস্তারিত কিছু লিখুন...? না বুঝলে স্কিনশর্ট দেখুন...?

উদাহারন:-
This site is an educational web site. This web site is full of spam free. There are no bad post or ads on this site. This web site is used to benefit everyone. Therefore, I will be thankful if I unblock this web site link from Facebook.

Thanks to Facebook Teams.

সব কিছু অকে হলে Send এ ক্লিক করুন এবং ৭২ ঘন্টা অপেক্ষা করুন। ফেসবুক কর্তৃপক্ষ যদি মনে করে আপনার ওয়েব সাইটি স্পাম মুক্ত এবং সবার জন্য উপকারি তাহলে ৭২ ঘন্টার মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে আপনার ওয়েব সাইটের লিংকটি আনব্লক করে দিবে।

Wednesday, August 29, 2018

ফেসবুকে যেভাবে অটো লাইক নিবেন... how to get auto likes on Facebook

হ্যালো ফ্রেন্ডস....
সবাই কেমন আছো....???
আশা করি ভালোই আছো... আমি মো: রেজাউল ইসলাম এই সাইটের এডমিন।আজ আপনাদের শিখাবো কিভাবে আপনার ফেসবুকের ছবি,পোস্টে অটো লাইক+ কমেন্ট নিতে পারবেন। তার আগে বলি নতুন নতুন টিপস ট্রিকস পেতে আমাদের NetPriyo.Ooo ওয়েব সাইটটি নিয়মিত ভিজিট করুন।আশা করি নতুন কিছু শিখতে পারবেন।
তো,,,, আর দেরি না করে চলুন শুরু করা যাক......
আপনি যাতে করে সিকিউরড ভাবে অটো লাইক নিতে পারেন এজন্ন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে  আলোচনা করবো।

প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগিন করুন। তারপর setting এ যান,,,এখানে public post এ ক্লিক করুন তারপর সবগুলোই পাবলিক (Public)  করে দিন।
এখন এখানে ক্লিক করে অটো লাইক কমেন্ট নেওয়ার ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের স্ক্রিনশট এর মতো একটা পেজ দেখতে পাবেন। সেখানে Click Hear To Genarate Token এ ক্লিক করুন।দেখুন স্ক্রিনশটে গোল দাক দিয়ে মার্ক করা আছে।
এখন ৫ সেকেন্ড পর একটা এড আসবে তারপর Click Haer To Continue এ ক্লিক করুন নিচের স্ক্রিনশটের মতো করে...।।।
তারপর আপনার ফেসবুক ইমেইল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে Get Token এ ক্লিক করুন।
তারপর নিচে টোকেন বক্সে কিছু লেখা (টোকেন) দেখতে পাবেন তা কপি (Copy) করুন।
এখন এই লিংকে ক্লিক করে আবার হোম পেজে যান এবং কপি করা টোকেনটি বক্সে past করে Login এ ক্লিক করুন। আপনার বুঝার স্বার্থে নিচের স্ক্রিনশটে গোল করে মার্ক করে দেওয়া হয়েছে।
তারপর নিচের মতো সিকিউরিটি কোড আসলে তা বক্সে লিখে  সাবমিটে (Submit) এ ক্লিক করুন।
এখন আপনার কাজ শেষ। নিচের মতো বক্স আসবে আপনার যেটা দরকার সেটাতে ক্লিক করুন।এখানে desired commenter এ ক্লিক করে আপনার ইচ্ছে মতো কমেন্ট নিতে পারবেন।মানে আপনি যেটা লিখবেন সেটা দিয়েই অটো কমেন্ট হবে। তারপর Language Commenter এ ক্লিক করে অটো কমেন্ট নিতে পারবেন এবং Auto Like এ ক্লিক করে অটো লাইক নিতে পারবেন আর Auto Followers এ ক্লিক করে অটো followers নিতে পারবেন।
এখানে অটো কমেন্ট এ ক্লিক করে দেখাচ্ছি।

  • উপরের মতো ইন্টারফেস আসবে এখানে আপনি যেই পোস্টে কমেন্ট নিতে চান তার বাম পাশে সাবমিট নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করলেই অটো কমেন্ট শুরু হবে।

Thursday, August 16, 2018

পৃথিবীর সব থেকে সহজ উপায়ে ফেসবুক গ্রুপ ফাইল তৈরি করুন যেকোন মোবাইল দিয়ে

সবাই কেমন আছেন। আসা করি ভালো আছেন,,
কারন ট্রিকবিডির সাথে যারা থাকেন। তারা সবাই ভালো থাকেন,,,
আমি আজ আপনারদের একটা ট্রিক সিখাবো,,, যেটা দিয়ে আপনি আপনার গ্রুপের ফাইল তৈর করতে পারবেন
আমাদের সবারি ছোট বড় ফেসবুক গ্রুপ আছে,,কিন্তু অনেকেই গ্রুপে ফাইল তৈরি করতে পারি না
ডক ফাইল সাধারনত তৈরি করতে ভালো মানের ব্রাউজার /পিসি লাগে। ফলে অনেক রকম সমস্যায় পরতে হয়। এই সমস্যা সমাধান করার জন্য একটি ট্রিক দিবো।, এটার সাহায্য আপনার পিসি ছারা৷ যেকোনো মোবাইল ফোন দিয়ে ফাইল তৈরি করতে পারবেন।,,,
প্রথমে আমার দেয়া লিংক থেকে ট্রিকবিডি অফিসিয়াল ফেসবুক গ্রুপের ডক ফাইল তৈরিরকরতে। পারবেন
লিং মোবাইল ফেসবুক ইউসারদের জন্য= এখানে ক্লিক করুন এখান থেকে ফ্রি ফেসবুক ইউজার ডক তৈরি করতের পারবেন
লিং ফ্রি ফেসবুক ইউজারদের জন্য= এখানে ক্লিক করুন
এখন যে ভাবে নিজের গ্রুপের ডক তৈরি করবেন৷
প্রথমে অপনার গ্রুপে যাবেন। তার পর উপর থেকে গ্রুপ আইডি কোডটি কপি করে নিবে না বুজলে...

কোড কপি করার পর নিচে আমার দেয়া লিংকে থাকা কোডটি কেটে দিয়ে আপনার গ্রুপের কোডটি দিবেন৷
লিং===http://free.facebook.com/editdoc.php?group_id=511854328912602&_rdr
এর পর দুটো বক্স পাবেন ১ম বক্সে আপনার টাইটেল দিবেন এবং ২য় বক্সে বিস্তারিত পোস্ট দিবেন।,,,,, সব শেষে পাবলিস করে দিবেন

আশা করি সবাই বুজেছেন,,, সবাই ভাল৷ থাকবেন
না বুজলে কমেন্ট করবেন...
www.NetPriyo.Cf

একটু সতর্কতা অবলম্বন করুন আর নিজের Facebook ID টি হ্যাকারদের হাত থেকে বাছান|

কেমন আছেন সবাই?
আপনার ফেসবুক আইডিটি হ্যাকিং থেকে বাঁচান কিছুদিন থেকে আবারও ফেসবুক আইডি হ্যাকারদের তৎপরতা শুরু হয়েছে। এর মাঝে অনেকেরই আইডি হ্যাক হয়েছে।
কারও কারও আইডি ফেরত পাওয়া গেছে, অনেকেরটা যায়নি। কেউ জানেনা “কেন” বা “কখন” কার আইডি হ্যাক হবে। “আমার তো আইডিতে তেমন কিছু নাই, আমার আইডি হ্যাক করবে কেন?” এই সব প্রশ্ন অবান্তর। আইডি হ্যাক হলে কী হয়? বিশেষ করে মেয়েদের আইডিতে অনেক ধরনের মেসেজ থাকে, ছবি থাকে, Only Me করা অনেক কন্টেন্ট থাকে। ফেসবুকে ও ওয়েবে অনেক পেইজ বা সাইট আছে, যেখানে মেয়েদের ছবি ও পরিচিতি, ইনবক্স মেসেজ ইত্যাদি পোস্ট করা হয়। আহামরি কিছু না, সাধারণ ছবি। অথচ সেসব ছবি বা কন্টেন্টে নরকের কীটদের নোংরা কমেন্ট দেখলে গা ঘিন ঘিন করে উঠবে যে কোন নোংরা মানুষের। একটা ফেসবুক আইডি শুধু একটা আইডি না, এটা একটা ব্যক্তিগত ডায়েরি, শত শত স্মৃতির একটা আর্কাইভ। ফেসবুকের প্রতিটি পোস্টে কমেন্টে ছবিতে ছড়িয়ে আছে অনেক অনেক মায়া, সুখ বা দুঃখের স্মৃতি। প্রিয় এই জিনিসটি হাতছাড়া হয়ে গেলে কষ্ট হওয়াই স্বাভাবিক। একই সাথে নিজের নিরাপত্তাও পড়ে যায় হুমকির মুখে। তাহলে কীভাবে ঠেকাবেন আইডি হ্যাক হওয়া?
১) ইমেইল আইডি যে ইমেইল দিয়ে করা, সেই ইমেইলের এক্সেস নিশ্চিত করবেন। অনেকেই ইমেইল তেমন ইউজ করেনা দেখে আর সেই ইমেইলটির খোঁজ রাখে না, এটা করা যাবে না। দরকার হলে ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে ইমেইল এক্টিভেট করে রাখবেন। আর অবশ্যই – “ফেসবুকের পাসওয়ার্ড আর ইমেইলের পাসওয়ার্ড একই হবে না”। ইয়াহু মেইল ইনএকটিভ ইমেইল ইউজারদের একাউন্ট লক করে রাখে, মাঝে মাঝে লগইন করলেই এই সমস্যা হবে না।
২) রিপ্লেস ইমেইল আইডি সংশ্লিষ্ট ইমেইলে ঢুকতে না পারলে আরও একটা ইমেইল খুলে সেটা এড করুন ফেসবুক প্রোফাইলে। নতুন ইমেইল খোলার ব্যাপারে হেল্প লাগলে বিশ্বাসভাজন কারও কাছ থেকে সাহায্য নিন।
৩) পাসওয়ার্ডে কারিগরি পাসওয়ার্ড বদলে দিন। পাসওয়ার্ডে অন্তত একটা ক্যাপিটাল লেটার, একটা সংখ্যা আর একটা সিম্বল (!, @, #, $, %, ^, &) দিন। এরপর পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখুন। হতে পারে প্রিয় কোন বইয়ের পাতায়। মাঝের কোন পাতায় লিখে রাখতে পারেন। সেখানে অবশ্যই লিখবেন না যে এটা ফেসবুক বা ইমেইল পাসওয়ার্ড। শুধু আপনি জানবেন এটা কী।
৪) ইংরেজিতে নাম থাকা চাই ফেসবুকে বাংলায় নাম যাই থাকুক, ইংরেজিতে নিজের আসল নাম, বা নামের প্রথম অংশ থাকা খুবই দরকারি। আর জন্মতারিখ যেন ঠিক থাকে।
৫) ভরসার বন্ধু ট্রাস্টেড ফ্রেন্ড এড করে রাখুন, প্রয়োজনে হেল্প পাবেন।
৬) দুই ধাপের যাচাই টু-স্টেপ ভেরিফিকেশনটা অনেক কাজের, কিন্তু অনেক সময় ফোন হারিয়ে গেলে, নম্বর পাল্টালে বা টেকনিকাল কোন সমস্যার জন্য নিজের একাউন্টে নিজেই আর ঢোকা যায় না।
৭) নতুন কম্পিউটারে বসলে নতুন কোন পিসিতে বসলে প্রাইভেট ব্রাউজিং উইন্ডো খুলে ফেসবুকে লগইন করুন। ক্রোমের জন্য Ctrl + Shift + N আর ফায়ারফক্সের জন্য Ctrl + Shift + P এক সাথে প্রেস করলে প্রাইভেট ব্রাউজিং উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো বন্ধ করার পর এর কোন হিস্টোরি ব্রাউজারে থাকবে না। জানান নিশ্চয়, ব্রাউজারে যা কিছুই করেন না কেন, এর রেকর্ড থাকে, যে কেউ ইচ্ছে করলেই সেটা দেখতে পারে।
৮)লিঙ্কে ক্লিক করুন বুঝে ফেসবুক ইনবক্সে বা ওয়ালে কোন লিঙ্ক পেলেই ক্লিক করতে হয় না। অনেক লিঙ্কে ক্লিক করলেও আইডি হ্যাক হবার চান্স থাকে। অনেক ভাইরাস টাইপের এপ্লিকেশনও আছে, যেগুলো তোমার অজান্তেই আপনার একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এরপর যা ইচ্ছে তাই আপনার ওয়ালে বা আপনার বন্ধুদের ওয়ালে পোস্ট করবে।
৯) এক্টিভিটি লগ এক্টিভিটি লগ চেক করুন। নিজের প্রোফাইলের উপরে ডান দিকে View Activity Log এর লিঙ্ক পাবেন, যেখানে আপনার করা সব এক্টিভিটির বিবরণ থাকবে, যদি কিছু থাকে যা আপনি করেননি, বা সন্দেহজনক, তবে দ্রুত সেই এপ্লিকেশনটি মুছে ফেল। ( সেটিংসের লিঙ্ক পাবে এখানে  Visit this link ১০) ব্যাক আপ নোট গুলোর ব্যাকআপ রাখুন। আইডি হ্যাক হলে যে তা ফেরত পাওয়া যাবে, এর কোন নিশ্চয়তা নেই, কাজেই নোট বা গুরুত্বপূর্ণ লেখাগুলোর ব্যাকআপ রাখা জরুরী। একটা ওয়ার্ড ফাইলে নোটগুলো সেভ করে রাখতে পারেন, অথবা নিজেই নিজেকে ইমেইল করে রাখতে পারেন লেখা গুলো। তাহলে ফেসবুক একাউন্ট হারালেও নোটগুলো হারাবে না।
১১) কম্পিউটারের নিরাপত্তা পিসিতে এন্টি ভাইরাসের সাথে সাথে এন্টি ম্যালওয়ার সফটওয়ার থাকাও জরুরী। অনেক ম্যালওয়ার এন্টি ভাইরাসের নিরাপত্তা ফাঁকি দিতে পারে। মোবাইলের জন্যেও এন্টিভাইরাস দরকারি।
১২) সাহায্য চান একাউন্ট হ্যাক হলে নিজে নিজে রিকভার করতে না পারলে এই বিষয়ে জানে এমন বিশ্বাসযোগ্য কারও সাহায্য নিন। নিজে নিজে মাতবরি করে অবস্থা জটিল করবেন না।
www.NetPriyo.Cf