Showing posts with label Technology Updates. Show all posts
Showing posts with label Technology Updates. Show all posts

Wednesday, January 23, 2019

এখন থেকে ফ্লেক্সিপ্লান এসএমএস কিনুন কোন প্রকার অ্যাপ ছাড়াই [জাভা সহ যেকোন মোবাইল দিয়েই এসএমএস কিনুন ]



আসসালামুআলাইকুম...!!!
সবাই কেমন আছেন...??? আশা করি ভালোই আছে. ...??? আর যদি মন খারাবো থাকে তাহলে আজকের ট্রিকসটি দেখে মন ভালো হয়েযাবে ইনশাআল্লাহ!!!
.
.
.
আজকের ট্রিকসটা দিয়ে মুলত জাভা  মোবাইল ব্যবহারকারিদের বেশি উপকারে আসবে আশা করি...
আমরা যারা জাভা বা নরমাল ফোন ইউজ করি তারা এসএমএস কিনতে প্রায় বড় রকম সমস্যায় পড়ে যাই,, এসএমএস কিনার জন্য যে এন্ড্রয়েড ফোন ইউজ করে তার দ্বারগ্রস্ত হতে হয়।।।
তো আজকের পর থেকে এসএমএস কিনার জন্য আর কোন টেনশনে পরতে হবে না, এখন থেকে আপনি যেকোনো মোবাইল থেকে ফ্লেক্সিপ্লান সার্ভিস ব্যবহার করে মেসেজ বা মিনিট কিনতে পারবেন কোন প্রকার অ্যাপ ছাড়াই ।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক...

প্রথমে আপনার ফোন বা পিসির ব্রাউজারের এড্রেসবারে গিয়ে www.NetPriyo.Blogspo.Com লিখে ইন্টার প্রেস করুন....
                                        


তারপর নিচের মতো একটি পেজ আসবে....


এখান থেকে Service এ ক্লিক করুন...


তারপর নিচের মতো একটি পেজ ওপেন হহবে...



এখান থেকে আপনার ইচ্ছে মতো প্যাক কিনতে পারবে...
আমি ৫০০ এসএমএস কিনে দেখাচ্ছি...

আপনার পছন্দ মতো প্যাকটিতে ক্লিক করলে নিচের মতো একটি পেজ আস.....

এখানে ফাকা বক্সটিতে আপনার ফোন নাম্বার দিন...


তারপর continue তে ক্লিক করু...

এখন আপনার ফোনে একটি পিন নাম্বার যাবে সেটি নিচের ফাঁকা বক্সে লিখুন...

এখন buy now তে ক্লিক করুন...

দেখুন সফল ভাবে কিনা হয়ে গেছে ফ্লেক্সিপ্লান এ-র সফটওয়্যার ছাড়াই...



এরকম আরও নিত্য নতুন টিপস এন্ড ট্রিকস পেতে নিয়মিত ভিজিট করুন www.NetPriyo.Blogspot.com

Tuesday, January 8, 2019

The best 5 surprises in technology

Came new year Technicians try to get new surprises from IT companies in the new year. The world's biggest companies do not despair technology. In 2013, new surprises can be seen from Apple, Google, Microsoft, Amazon, and Samsung. These five organizations could announce some technology-enabled technologies this year. Let's know about the potential products:

Potential iPhone 11

Apple

In the world of technology, Apple is always presenting new surprises in the new year. Apple's timing is not good even if iPhone Pro or new iPhone is brought in the market in 2015. But market analysts are predicting that 2019 will be a great year for Apple. This year, Apple will be able to see some new products offered. iPhone 11 could leave Apple this year Apart from this, new AirPad will leave the new Mac Pro market. There is a buzz that Apple's brand headphones can come in the market. New iMac, new Apple Pencil, can come in the new form as well as Virtual Assistant Series. The new version of Apple TV can also be seen. Apart from this, Apple could continue the trend of affordable new iPhone models.
Google Home Hub

GoogleGoogle Duplex has been in talks with Google's phone or home hub in the year 2016. It's a great AI system for Google. In 2011, Google's artificial intelligence and the importance of virtual software were seen to increase. This year Google Assistant-based third-party device can be seen. A bigger Google home hub can be seen this year. In addition to the new year, Google can announce a pixel-four smartphone. Google may bring its own Chromebook's Chromebook this year.
Surface 3

Microsoft

In the year 2016, Microsoft's chief executive, Satya Nadella, poured Microsoft. Microsoft Office 365 software users are now 133 million people who receive this service in exchange for money. As a result, Microsoft's profit increased. This year, Microsoft can bring Windows 10 OS updates so that the new login option will be added to Windows Sites. Outside of the Surface brand new laptop 'Surface 3' and 'Surface Pro 7' will be seen. This year Microsoft's announcement of new Surface brand smartphones may come from Microsoft.

Thursday, December 20, 2018

আপনার মোবাইলের ইন্টরনেটের স্পিড বাড়িয়ে নিন আগের থেকে দ্বীগুন তাও আবার (Default)ভাবে।গোপন সেটিংস ৯৮% মানুষ জানে না।


আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা সেটিংস নিয়ে হাজির হয়েছি।আশা করি সেটিংসটির
মাধ্যেমে উপকারিত হবেন।
সেটিংস হচ্ছে যে আপনার মোবাইলের ইন্টরনের স্পিড আগের থেকে দ্বীগুন স্পিড পাবেন তা ও আবার (Default)ভাবে,কোন ধরনের আপনাকে স্পিড বোস্টার ব্যবহার করা লাগবে না শুধু সেটিং টা এনাবেল করে দিবেন।এটা একটি গোপম সেটিংস ৯৮% মানুষ সেটিং টা জানে না।আমাদের অনেকের এলাকায় ইন্টরনেট স্পিড একটু কম পাই সেক্ষেত্রে আপনি এই গোপন সেটিং টা ব্যবহার করলে আপনি ইন্টরনের স্পিড আগের থেকে একটু বেশিই পাবেন।

তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল Settings এ যান।তারপর Developer Options এ যান তারপর একটু নিচে গিয়ে সেটিংটটি অন করে দিন।
স্কিনসটি দেখুন

ব্যাস কাজ শেষ এখন ইন্টরনেট চালান আর দেখুন
আগের থেকে অনেক স্পিড বেশি।

Sunday, December 16, 2018

1090 ডায়াল করে কোন রকম চার্জ ছাড়াই ফ্রিতে জানুন আবহাওয়ার খবর

1090 ডায়াল করে কোন রকম চার্জ ছাড়াই ফ্রিতে জানুন আবহাওয়ার খবর

আসসালামু আলাইকুম

দেশের যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকে 1090 নম্বরে ডায়াল করলে ফ্রি শোনা যাবে প্রতিদিনের আবহাওয়ার সংবাদ। সম্প্রতি এই সুবিধা চালু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

1090 নম্বরটিতে ডায়াল করলে একজন অপারেটর দুর্যোগপূর্ণ তথ্য সম্পর্কে সংবাদ শোনাবেন গ্রাহকদের।
১ চাপলে সমুদ্রগামী জেলেদের সতর্কতামূলক সংবাদ,
২ চাপলে নদী ও সমুদ্রবন্দরের সতর্ক সংকেত, ৩ চাপলে দৈনন্দিন আবহাওয়া
৪ চাপলে ঘূর্ণিঝড়, ৫ চাপলে বন্যা বিষয়ক সংবাদ শুনতে পারবেন।
কোন রকম টাকা ছাড়াই ফ্রি কল করা যাবে যে কোন সীম থেকে

Sunday, November 11, 2018

আমাদের NetPriyo এখন ফ্রিব্যাসিক্সের আওতাভুক্ত, তাই সাইটটিতে এখন থেকে ফ্রিতে ভিজিট করুন!




আমাদের আজকের বিষয়টি হচ্ছে আমাদের সবার জনপ্রিয় বাংলাদেশের সকল বিষয়ের উপর তৈরি করা সকল ধরনের টিউটোরিয়াল বিষয়ক সাইট NetPriyo । যার ফলে এই সাইটটির ভিজিটরদের এখন ইন্টারনেট ব্যালেন্স না থাকলেও সাইটটিতে একদম ফ্রিতে প্রবেশ করতে পারবেন। যা সাইটটির ভিজিটর এবং অ্যাডমিনের জন্য একটি আনন্দের খবর। তো এই সাইটটি ফ্রিব্যাসিক্সের মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট ব্যালেন্স ছাড়া ব্যবহার করতে আপনাকে আগে কিছু ধাপ অতিক্রম করতে হবে। এর জন্য আপনাকে নিচে লেখা এবং স্ক্রিনশটগুলো ফলো করতে হবে।
প্রথমে ফ্রিব্যাসিক্সের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরজন্য এই http://0.freebasics.com লিংকটিতে ক্লিক করুন।









তারপর যে পেজটি আসবে তা স্ক্রল করে একদম নিচে গিয়ে উপরের স্ক্রিনশটের মত "আরো বিনামূল্যে পরিষেবা যোগ করুন/Add more free sevice" লেখায় ক্লিক করুন।



তারপর অনুসন্ধান বা সার্চ বক্সে "NetPriyo" লিখুন এবং অনুসন্ধান বা Search বাটনে ক্লিক করুন। তারপর আপনাদের সবার প্রিয় সাইটটির নাম এসে যাবে। এইবার সাইটটির নামের উপর ক্লিক করুন উপরের স্ক্রিনশটের মত।




তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মত এসেছে। এখানে আপনাকে "যোগ করুন/Add" বাটনে ক্লিক করুন।





ব্যাস ফ্রিব্যাসিক্সে যুক্ত হয়ে গেল সাইটটি যা ঠিক উপরের স্ক্রিনশটের মত। এখন ইন্টারনেট ব্যালেন্স না থাকলেও একদম ফ্রিতে আমাদের এই সাইট "NetPriyo" এ প্রবেশ করতে পারবেন।

Wednesday, September 12, 2018

কিভাবে ১০০% Verify PayPal business একাউন্ট খুলবেন। U.S.A Number সহ এবং ব্যাংক একাউন্ট এড করবেন?? [পার্ট ১]




কিভাবে ১০০% Verify PayPal একাউন্ট খুলবেন। U.S.A Number সহ এবং ব্যাংক একাউন্ট এড করবেন?? [পার্ট ১]





আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________
❐❐ উপরে টাইটেল দেখে বুঝে গেছেন হইতো।
❐ আমি দেখাবো যে কিভাবে ১০০% Verify PayPal Account খুলবেন। এবং একটি Payonner Account খুলে PayPal Account এর সাথে এড করে ১০০% Verify করবেন।
❐❐আর আমি দেখাবো কিভাবে PayPal Business Account খুলবেন এবং ১০০% Verify করবেন।
※※※※※※※※※※※※※※※※※※※※
✓✓নোট যা যা লাগবে
১. সর্বপ্রথম আপনার একটি USA Phone Number লাগবে যেটা সব সময় Active থাকে। এখন প্রশ্ন হলো যে এমন নাম্বার কোথায় পাবে?? আমি বলবো আপনারা Textnow, textplus,nextplus, এগুলো App থেকে নাম্বার গুলো ব্যাবহার করবেন না। কারণ এগুলো App এ দেখা যায় অনেক সময় নিয়মিতো না ডুকার Login এর সম্যসা হলে। সেই নাম্বার টা আর পাবেন না।
আমি বলবো Dington App টি ব্যাবহার করেন। ওই খানে আপনি একটু সময় নিয়ে 100credit earn করে একটি USA NUMBER কিনতে পারেন যা ১ বছর সময় পাবেন। আমি ও ব্যাবহার করি অনেক ভালো App. এর সর্ম্পকে আরও জানতে TrickBD, Youtube এ দেখতে পারেন।
২. আপনার Bank বা Credit Card ছাড়া PayPal Account 100% verify করতে পারবেন না। তার জন্য আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা Payonner Account খুলবেন। এবং ওই একাউন্ট দিয়ে PayPal এ Add করে আপনি 100% verify করবেন আপনার PayPal Account.
৩. আপনার একটি GMail Account যেটা দিয়ে আগে কোন PayPal একাউন্ট খুলা হয়নি। আমি বলবো নতুন একটি GMail Account খুললেই ভালো হবে।
৪. USA Fake Address
Stress Address,City,State,&zip code
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
.
উপরের এগুলো হলেই বাস হয়ে গেলো।
❐এখন একাউন্ট খুলার পালা।
তার আগে আমি বলে নেই আমি এই পুরো কাজ কি ভাবে কি করতে হয় A-Z দেখাবো ৩টি পার্ট এ বিভক্ত করে।
.
✓✓ আজকে দেখাবো কিভাবে আপনারা PayPal Account খুলবেন??
আর আমি দেখাবো Business Account খুলা। ভয় পাবেন না Personal Account এর থেকে Business Account সব দিক দিয়ে ভালো।
তো কাজে লেগে পড়ি

প্রথমে Chrome Browser Open করুন সার্চ করুন PayPal.com
এরপর Desktop Mod করে নিন।


এবার সার্চ বারে গিয়ে লিখুন paypal.com/usa
তারপর Enter করুন।

এবার login এ ক্লিক করুন। তারপর Business Account Select করুন।


এবার আপনার GMail Account টি দিয়ে Continue করুন।
তারপর পাসওয়ার্ড দিন শুধু সংখ্যা ব্যাবহার করুন এমন (23467428) ৮ টি বা তার বেশি।



এখানে আপনার legal সত্যি নাম টা দিন
1. Fast Name
.
2. last Name
.
3. Business Legal Name এ Last name টা দিলেও হবে।
.
4.Phone Number এর জায়গায় ওই Dington থেকে কিনা নাম্বার টা দিন। যেটা সব সময় Active বা খুলা থাকবে।
.
5. street address টা USA Fake Address থেকে দিন। বা আমি যেটা ব্যাবহার করছি ওইটা ও ব্যাবহার করতে পারেন।
.
6. City এটা Street Address এর ওপর নির্ভর করে দিবেন।
.
7. State দিন এটাও ৬ এর অনুসারে
.
8. ওই State অনুসারে Zip code দিন।
তারপর Term Condition এ (✓) দিয়ে Create an Account এ ক্লিক করুন।

এখান থেকে USA Fake address ব্যাবহার করুন


এবার
1. Business Type (Individual Select করুন)
.
2. Business Category ( আপনার পছন্দ অনুসারে দিন।
.
3.Business subcategory এটা উপরের টার সাথে মিল রেখে দিন।
.
4. আপনার মাসিক ইনকাম টা দিন।
.
5.এটা না দিলেও হবে (optional)

তারপর
1. একটি ৪ সংখ্যার পিন দিন(এটা অব্যশই মনে রাখবেন পরে কাজে দিবে)।
2. Date of Birth দিন অব্যশই ১৮ এর উপরে বয়স দিবেন হিসেব করে।
.
3. Home address দিন ওই Street address টা।
.
4. City দেন আগে যা দিয়েছেন ওইটায়।
.
5. State দেন আগে যা দিয়েছেন ওইটায়।
.
6. Zip code.
কাজ শেষ এখন Submit এ ক্লিক করুন। এবং আপনার GMail টি চেক করুন একটি Mail যাবে। ব্যাস আপনার GMail verify হয়ে গেলো।

এখন বলতে পারেন ভাই ফোন নাম্বার টা কিভাবে Verify করবো। এটা ভাই ওরা একসময় আপনার কাছে চেয়ে verify করে নিবে। তার জন্যই বলছি আমি যে আপনারা একটা Active USA Number ব্যাবহার করবেন।
٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪
.
আজ এই পযর্ন্ত (পার্ট ২) দেখাবো কিভাবে আপনারা Payonner Account খুলবেন। খুব সহজেই।
.
আর (পার্ট ৩) দেখাবো কিভাবে Payonner Account এর সাথে PayPal এর লিংক এড করে 100% verify PayPal Account খুলবেন বা সর্ম্পূণ করবেন।
.
.
চিন্তার কোন কারণ নেই অন্য পার্ট গুলো আমি তারাতারি দিবো।
.
আজ এই পযর্ন্ত ভালো থাকবেন সবাই
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐