Wednesday, January 23, 2019

এখন থেকে ফ্লেক্সিপ্লান এসএমএস কিনুন কোন প্রকার অ্যাপ ছাড়াই [জাভা সহ যেকোন মোবাইল দিয়েই এসএমএস কিনুন ]



আসসালামুআলাইকুম...!!!
সবাই কেমন আছেন...??? আশা করি ভালোই আছে. ...??? আর যদি মন খারাবো থাকে তাহলে আজকের ট্রিকসটি দেখে মন ভালো হয়েযাবে ইনশাআল্লাহ!!!
.
.
.
আজকের ট্রিকসটা দিয়ে মুলত জাভা  মোবাইল ব্যবহারকারিদের বেশি উপকারে আসবে আশা করি...
আমরা যারা জাভা বা নরমাল ফোন ইউজ করি তারা এসএমএস কিনতে প্রায় বড় রকম সমস্যায় পড়ে যাই,, এসএমএস কিনার জন্য যে এন্ড্রয়েড ফোন ইউজ করে তার দ্বারগ্রস্ত হতে হয়।।।
তো আজকের পর থেকে এসএমএস কিনার জন্য আর কোন টেনশনে পরতে হবে না, এখন থেকে আপনি যেকোনো মোবাইল থেকে ফ্লেক্সিপ্লান সার্ভিস ব্যবহার করে মেসেজ বা মিনিট কিনতে পারবেন কোন প্রকার অ্যাপ ছাড়াই ।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক...

প্রথমে আপনার ফোন বা পিসির ব্রাউজারের এড্রেসবারে গিয়ে www.NetPriyo.Blogspo.Com লিখে ইন্টার প্রেস করুন....
                                        


তারপর নিচের মতো একটি পেজ আসবে....


এখান থেকে Service এ ক্লিক করুন...


তারপর নিচের মতো একটি পেজ ওপেন হহবে...



এখান থেকে আপনার ইচ্ছে মতো প্যাক কিনতে পারবে...
আমি ৫০০ এসএমএস কিনে দেখাচ্ছি...

আপনার পছন্দ মতো প্যাকটিতে ক্লিক করলে নিচের মতো একটি পেজ আস.....

এখানে ফাকা বক্সটিতে আপনার ফোন নাম্বার দিন...


তারপর continue তে ক্লিক করু...

এখন আপনার ফোনে একটি পিন নাম্বার যাবে সেটি নিচের ফাঁকা বক্সে লিখুন...

এখন buy now তে ক্লিক করুন...

দেখুন সফল ভাবে কিনা হয়ে গেছে ফ্লেক্সিপ্লান এ-র সফটওয়্যার ছাড়াই...



এরকম আরও নিত্য নতুন টিপস এন্ড ট্রিকস পেতে নিয়মিত ভিজিট করুন www.NetPriyo.Blogspot.com

No comments:

Post a Comment