★Gearbest এটা ১০০% প্রডাক্ট ডেলিভারি করে। যারা ফালতু বলছেন কয়েকদিন পর হায়রে বলতে হবে।
( Gearbest নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না কোনো প্রশ্ন ও থাকবে না। বিস্তারিত পোস্ট এর শেষ এ আলোচনা করা আছে।)
গিয়ারবেস্ট নিয়ে এর আগে যে পোস্ট ছিলো সেখানে কোনো প্রমান ছিল না। এখানে প্রমান সহ বিস্তারিত দেওয়া হলো।
গেয়াবেস্ট থেকে ফ্রি প্রোডাক্ট হাতে পেলাম আরো অনেক Pending আছে। এখানে আপনি কিছু দিনের জন্য যা কিছু কিন্তে পারবেন ফ্রিতে কোনো টাকার প্রয়োজন নেই। এই অফার টি আর কয়েক দিন থাকবে। তাই দেরি করাই যাবে না। Gearbest একটি বিদেশি মার্কেটিং ওয়েব সাইট তারা অনেক কয়েকটি দেশে প্রডাক্ট দিয়ে আসছে। অনেক বড় একটি ওয়েব সাইট।তাই তারা এতো বড় একটা অফার চালু করেছে।
অনেকে ভুয়া বলসেন তাদের জন্য প্রমান সহ দিলাম।
আরো অনেকে পেয়েছে প্রমান ↓
এখন ও বিশ্বাস না হলে Youtube এ দেখতে পারেন হাজারো প্রমান আছে।
গিয়ার বেস্ট তাদের নতুন একটি অফার দিয়েছে যেখানে নতুন রেজিস্ট্রার করলেই কিছু না কিছু বোনাস মানে ৮ ডলার আপ এর মাঝে কিছু না কিছু পাবেন আপনি যেমন ২ ডলার ৩ ডলার ৪ ডলার এরকম একদম ফ্রিতে পেয়ে যাবেন।
যেগুলো দিয়ে আপনি চাইলে যেকোন কিছু অর্ডার করতে পারেন তবে এজন্য আপনাকে আমার দেয়া লিংক থেকে ডাউনলোড করতে হবে।
অন্যথায় ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে কোনো ফ্রি গিফট পাবেন না
একাউন্ট খোলার জন্য যেভাবে নিয়ম দেওয়া আছে এভাবে করুন কয়েক ডলার ফ্রিতে বোনাস পাবেন।
বিঃদ্র ( রেফারের কোনো ধান্দা নাই। একদিনে ৪ টা রেফার ছাড়া রেফার হয় না।)
(1) প্রথমে এই এখানে ক্লিক করে
ক্রোম ব্রাউজার এ যান।
লিংকে ডুকলে Help in Apps অপশন পাবেন
(2) Help in app ওখানে Click করেন।
ক্লিক করলে সরাসরি প্লেস্টোরে নিয়ে যাবে।
মাত্র ১৩ এম্বি app
প্লেস্টোর থেকে গিয়ারবেষ্ট এপস Install করে
(2) Apps Open করবেন, মনে রাখবেন back batton এ যেন ক্লিক না লাগে তাহলে বোনাস্টি নাও পেতে পারেন। নিয়োম follow করুন।
(3) দেখবেন কয়েকটা পন্য আসবে তারপর যে পন্য নিতে চান ওটা সিলেক্ট করে Enter ক্লিক করবেন।
এরপর open করে Log in ক্লিক করবেন
তারপর মোবাইল নাম্বার দিয়ে Send ক্লিক করবেন। মোবাইলে কোড আসবে সেটা বক্সে দিয়ে Register ক্লিক করবেন।
কোড আসস্লে বসিয়ে দিন এবং রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।
এখানে কোড আস্তে লেট হলে আবার ট্রাই করুন। back করবেন্না। যদি বাট্টন ফোন থাকে সেই নম্বর দিন। বাট্টন ফোনে এসএমএস তারাতারি যায়।
এবার Open ক্লিক করলে Open the Bag আসবে দেখবেম ডলার জমা হয়েছে।
এটা দিয়ে একটা Products Free নিতে কিন্তে পারবেন।। এজন্য আপনাকে ৩টা ফোনে আপনার লিনক দিয়ে একাউন্ট করিয়ে নিবেন। আপনার নিজের ফোন থেকে রেফার করলে কাজ হবে না। বন্ধুদের ফোনে করিয়ে নিবেন।তাহলে ৩টা রেফার করলেই চলবে।
৩ থেকে ৪ টা রেফার করলে নিচের মতো withdrow option দেখতে পাবেন। সেখানে চাপ্লে আপনার মেইন ব্যালেন্স এ ডলার গুলো জমা হবে।
এবার আপনি যে কোনো প্রডাক্ট অরডার করার জন্য সফল।
withdrow করলে এই মেইন একাউন্ট এ ডলার আসে
এখন ফ্রিতে প্রডাক্ট কিনুন।
বিস্তারিতঃ
আশাকরি রেজিস্ট্রেশন সফলভাবে করে ফেলছেন এখন দেখাবো আপনি যতোটুকু বোনাস পেয়েছেন ওইটা দিয়ে কিভাবে শপিং করবেন।
এজন্য আপনি Youtube এ gearbest order দিয়ে search করলে অনেক ভিডিও পেয়ে যাবেন।
আপনার এড্রেস ভালোমতো দিয়ে অর্ডার করে দিন কিছুদিনের মধ্যেই আপনার দেওয়া অ্যাড্রেসে প্রডাক্ট টি পৌঁছে যাবে যদিও এটি একটি বাইরের দেশের অ্যাপ প্রডাক্ট হাতে পেতে কয়েক দিন লেট করতে হতে পারে।
প্রডাক্ট আস্তে ১৫/২০ দিন সময় নেয়। আপনার অরডার address ঠিক থাক্লে নিশ্চই পাবেন।
আর হ্যা আপনার ফোনে যে এস এম এস গুলো আসবে সেগুলো ভুলেও ডিলেট করবেন্না। সেটা একাউন্ট ভেরি ফাই করতে প্রয়োজন হয়।
No comments:
Post a Comment