Thursday, December 20, 2018

আপনার মোবাইলের ইন্টরনেটের স্পিড বাড়িয়ে নিন আগের থেকে দ্বীগুন তাও আবার (Default)ভাবে।গোপন সেটিংস ৯৮% মানুষ জানে না।


আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা সেটিংস নিয়ে হাজির হয়েছি।আশা করি সেটিংসটির
মাধ্যেমে উপকারিত হবেন।
সেটিংস হচ্ছে যে আপনার মোবাইলের ইন্টরনের স্পিড আগের থেকে দ্বীগুন স্পিড পাবেন তা ও আবার (Default)ভাবে,কোন ধরনের আপনাকে স্পিড বোস্টার ব্যবহার করা লাগবে না শুধু সেটিং টা এনাবেল করে দিবেন।এটা একটি গোপম সেটিংস ৯৮% মানুষ সেটিং টা জানে না।আমাদের অনেকের এলাকায় ইন্টরনেট স্পিড একটু কম পাই সেক্ষেত্রে আপনি এই গোপন সেটিং টা ব্যবহার করলে আপনি ইন্টরনের স্পিড আগের থেকে একটু বেশিই পাবেন।

তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল Settings এ যান।তারপর Developer Options এ যান তারপর একটু নিচে গিয়ে সেটিংটটি অন করে দিন।
স্কিনসটি দেখুন

ব্যাস কাজ শেষ এখন ইন্টরনেট চালান আর দেখুন
আগের থেকে অনেক স্পিড বেশি।

No comments:

Post a Comment