Thursday, August 16, 2018

পৃথিবীর সব থেকে সহজ উপায়ে ফেসবুক গ্রুপ ফাইল তৈরি করুন যেকোন মোবাইল দিয়ে

সবাই কেমন আছেন। আসা করি ভালো আছেন,,
কারন ট্রিকবিডির সাথে যারা থাকেন। তারা সবাই ভালো থাকেন,,,
আমি আজ আপনারদের একটা ট্রিক সিখাবো,,, যেটা দিয়ে আপনি আপনার গ্রুপের ফাইল তৈর করতে পারবেন
আমাদের সবারি ছোট বড় ফেসবুক গ্রুপ আছে,,কিন্তু অনেকেই গ্রুপে ফাইল তৈরি করতে পারি না
ডক ফাইল সাধারনত তৈরি করতে ভালো মানের ব্রাউজার /পিসি লাগে। ফলে অনেক রকম সমস্যায় পরতে হয়। এই সমস্যা সমাধান করার জন্য একটি ট্রিক দিবো।, এটার সাহায্য আপনার পিসি ছারা৷ যেকোনো মোবাইল ফোন দিয়ে ফাইল তৈরি করতে পারবেন।,,,
প্রথমে আমার দেয়া লিংক থেকে ট্রিকবিডি অফিসিয়াল ফেসবুক গ্রুপের ডক ফাইল তৈরিরকরতে। পারবেন
লিং মোবাইল ফেসবুক ইউসারদের জন্য= এখানে ক্লিক করুন এখান থেকে ফ্রি ফেসবুক ইউজার ডক তৈরি করতের পারবেন
লিং ফ্রি ফেসবুক ইউজারদের জন্য= এখানে ক্লিক করুন
এখন যে ভাবে নিজের গ্রুপের ডক তৈরি করবেন৷
প্রথমে অপনার গ্রুপে যাবেন। তার পর উপর থেকে গ্রুপ আইডি কোডটি কপি করে নিবে না বুজলে...

কোড কপি করার পর নিচে আমার দেয়া লিংকে থাকা কোডটি কেটে দিয়ে আপনার গ্রুপের কোডটি দিবেন৷
লিং===http://free.facebook.com/editdoc.php?group_id=511854328912602&_rdr
এর পর দুটো বক্স পাবেন ১ম বক্সে আপনার টাইটেল দিবেন এবং ২য় বক্সে বিস্তারিত পোস্ট দিবেন।,,,,, সব শেষে পাবলিস করে দিবেন

আশা করি সবাই বুজেছেন,,, সবাই ভাল৷ থাকবেন
না বুজলে কমেন্ট করবেন...
www.NetPriyo.Cf

No comments:

Post a Comment