Friday, August 17, 2018

Write Bangla(Unicode) in Adobe Photoshop CC 2018 without any problem | এবার ফটোশপ সিসি ২০১৮ তে বাংলা (ইউনিকোড) লিখুন কোন প্রকার সমস্যা ছাড়াই



আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পুর্বের পোস্টে ফটোশপ এর ক্র্যাক শেয়ার করেছিলাম। আজ এ পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউনিকোড এ ফটোশপে বাংলা লিখা যায়।

Q: এখন প্রশ্ন হলো আমি আপনাদের বাংলা লেখা শিখাচ্ছি কেন? বিজয় ব্যবহার করেই তো ফটোশপে বাংলা লিখা যায়।

A: আপনারা হয়তো জানেন বিজয় মুলত ইংরেজি ক্যারেকটারগুলোকে রিপ্লেস করে বাংলা বসিয়ে দেয়। যেটা আমি সমর্থন করি না কারণ ইউনিকোড এ বাংলা অক্ষরের জন্য একটি ব্লক রয়েছে । তাহলে কেন আমরা ব্যাকডেটেড পদ্ধতি ব্যবহার করবো? কিন্তু সমস্যা হলো ফটোশপে সহজে বাংলা লিখা যায় না। এর জন্য একটি অপশন সেট করে নিতে হয়। তো আজকে আমি সেই অপশনটি নিয়েই আলোচনা করবো।
তাহলে আর দেরি না করে নিচের স্ক্রিনশটগুলো ফলো করে কাজ শুরু করে দিন।

১. প্রথমে ফটোশপের টেক্সট টুল সিলেক্ট করে ইউনিকোডএ কিছু একটি লিখুন। আমি এখানে “ট্রিকবিডি” লিখেছিঃ
দেখতেই পাচ্ছেন কেমন লেখা হয়েছে। কোথায় র-ফলা, কোথায় ই-কার! 😀 😀
এবার আমাদের প্যারাগ্রাফ উইন্ডো আনতে হবে; কিভাবে তা দেখে নিনঃ

৩. ফটোশপের মেনু বার থেকে “Window” মেনুতে ক্লিক করুন

৪. কন্টেক্স মেনু থেকে “Paragraph” এ ক্লিক করুন
আমাদের “Paragraph” উইন্ডো এসে গেছে এবার আমাদের একটি ফিচার এনাবল করতে হবে;
৪. এবার “Paragraph” উইন্ডো এর উপরের ডান পাশে “>>।” এই চিহ্নের পাশে একটি আইকন রয়েছে; এটাচে ক্লিক করুনঃ
৫. একটি মেনু আসবে আবার এখান থেকে “Middle Eastern and South Asian Layout” এ ক্লিক করুনঃ
৬. দেখুন “ট্রিকবিডি” লেখাটি ঠিক হয়ে গেছে
এখন বাকি ঝামেলা ছাড়াই বাকি লেখাগুলো লিখতে পারবেন।
Q: আমি বিজয় দিয়েই লিখবো, ইউনিকোডে লিখবো কেন?
A: আপনার ইচ্ছা; তবে ইউনিকোড এ যেহেতু বাংলা ভাষার জন্য একটি ব্লক রয়েছে তো সেটা ব্যবহার করবো না কেন!
www.NetPriyo.Cf

No comments:

Post a Comment