#সম্প্রতি বাংলাদেশের কোন
অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো
সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত
হয়?
উ: মঙ্গল শোভাযাত্রা
# বরেন্দ্র মিউজিয়াম কোথায়
অবস্থিত?
উ: রাজশাহী
# বাংলাদেশের জাতীয় সংসদের
আসন কয়টি?
উ: ৩৫০টি
# বাংলাদেশের জাতীয় দিবস
কোনটি?
উ: ২৬ মার্চ
# বাংলাদেশের পোশাক খাতের
প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র
# বাংলা ভাষাকে দেশের দ্বিতীয়
ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উ: সিয়েরা লিয়ন
#সুচিত্রা সেনের পৈতৃক নিবাস
কোথায়?
উ: পাবনা
# খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন
অঞ্চলে বাস করে?
উ: সিলেট
# নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
হবে?
উ: ৬.১৫ কি.মি
# বাংলাদেশের সর্ববৃহৎ জেলা
কোনটি?
উ: রাঙ্গামাটি
# বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে
অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
# মিলেনিয়াম ডেভেলপমেন্ট
গোল (এমডিজি) অর্জনের জন্য
কোন সন নির্ধারিত?
উ: ২০১৫
# দেশের সার্বিক উন্নয়ন নির্ভর
করে…এর উপর।
উ: শিক্ষা ব্যবস্থা
# বর্তমান সরকারের জিরো
টলারেন্স নীতি ঘোষণা করা
হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জংগিবাদ
# শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত
পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে
কোন চেতনায়?
উ: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
# বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে
ক্যাডারের সংখ্যা কত?
উ: ২৭
# ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ
(টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
উ: টিপিপি মাইন্যাস ১
# ক্রিকেট বিশ্বকাপের বর্তমান
চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া
# আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
# ইন্টারপোলের সদরদপ্তর
কোথায়?
উ: লিও
# ISIS কোন দেশের সন্ত্রাসী
সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
# ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ
নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
# AU কোন মহাদেশের সংগঠন?
উ: আফ্রিকা
# NATO এর সদর দপ্তর কোথায়?
উ: বেলজিয়াম
# সুমাত্রা দ্বীপ কোন দেশের
অংশ?
উ: ইন্দোনেশিয়া
# গুয়ানতানামো বে’ কোথায়
অবস্থিত?
উ: কিউবা
# দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন
প্রবাহের দ্বারা যুক্ত?
উ: পানামা খাল
# এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উ: নেপাল
# টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা
(এসডিজি) অর্জনের সময় কাল কত?
উ:২০১৬ থেকে ২০৩০
# বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী
দেশ কোনটি?
উ: জার্মানি
# জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উ: মশা
# সৌরজগতের কোন গ্রহের
উপগ্রহ নেই?
উ: বুধ
# GMT মানে কি?
উ: Greenwich Mean Time
# নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
উ: পরমাণু শক্তি
# নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উ: মহাকাশ গবেষণা
# সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু
সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়েছে?
উ: মরোক্কোর মারাক্কেশে
# বিশ্বের সবচেয়ে বড় সংবিধান
কোন দেশের?
উ: ভারত
বাপেক্স এসিসট্যান্ট অফিসার ২০১৭
(সাধারণ জ্ঞান, লিখিত)
1 What is the name of the Indian
island south of Myanmar?
Answer: Andaman and Nicobar
Islands
2 Expand the acronym ‘AIIB’
Ans: Asian Infrastructure
Investment Bank
3 What is the name of the strait
between Sri Lanka and India?
Ans: Palk Strait
4 What is the main greenhouse gas?
Ans: Carbon Dioxide
5 When the new American President
will take oath?
Ans: 20 January, 2017
6 Name two countries whose
currency are ‘Dinar’.
Ans: Iraq and Kuwait
7 Expand the acronym ERP
Ans: Enterprise Resource Planning
8 Name two land locked countries.
Ans: Bhutan and Mongolia
9 Expand the acronym ‘URL’
Ans: Uniform Resource Locator
10 Name the capital of Saudi
Arabia
Ans: Riyadh
বাপেক্স এসিসট্যান্ট অফিসার ২০১৭:
সাধারণ জ্ঞান
# Recently, Dhaka Central Jail has
been shifted to-
Ans: Keraniganj
# The city Mosul is in which
country?
Ans: Iraq
# Who is the State Minister for
Power Energy and Mineral
Resources of Bangladesh?
Ans: Nasrul Hamid
# Who is the foreign minister of
India?
Ans: Sushma Swaraj
# Which country will host the World
Cup Football tournament in 2018?
Ans: Russia
# The new UN Secretary General is-
Ans: Antonio Guterres
# According to Bangla Calendar
today’s date is-
(পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হয়েছিল
সে তারিখ)
#Which river of Bangladesh
originates in Tibet?
Ans: Brahmaputra
# Who is the current Chief Election
Commissioner of Bangladesh?
Ans: Kazi Rakibuddin Ahmed
# What is the maximum limit of tax
free personal income for female tax
payer in Bangladesh?
Ans: TK 30000
# Accord and Alliance are related to
………… industry.
Ans: garments
# Who is the current Chief Justice
of Bangladesh?
Ans: Surendra Kumar Sinha
# Ib which district the Burimari land
port is situated?
Ans: Lalmonirhat
# Who is the current mayor of
London?
Ans: Sadiq Khan
# In which district ‘Ratargul Swamp
Forest’ is located?
Ans: Sylhet
Bangladesh Krishi Bank Sr.
Officer-2017
General Knowledge Part:
1. Where was the last battle against
Pakistan occupation army fought in
1971?
Ans: Rayer Bazar.
2. Who administered oath to
Ministers of the Mujib Nagar
Government on 17 April, 1971?
Ans: Prof. Yusuf Ali
3. Where is the proposed
Technology Bank for LDCs likely to
be headquartered?
Ans: Turkey
4. Nur Sultan Nazarvayeb is the
Predident of
Ans: Kazakhstan
5. The Asian Infrastucture
Investment Bank (AIIB) headquarter
is at:
Ans: Beijing
6. Which of the following bank is
not a scheduled bank according to
the Bangladesh Bank Order, 1972?
Ans: Probashi Kallyan Bank
7. The free trade area comprising
Argentiba, Brazil, Paraguay, Uruguay
and Venezuela is called
Ans: MERCOSUR
8. The Bangladesh Banks
(Nationalization) order was
promulgated on:
Ans: 26 March 1972
9. The anti-money laundering
statute currently in force in
Bangladesh was enacted in the
year:
Ans: 2002
10. Who won the Nobel Prize in
economics in 2016?
Ans: Oliver Hart and Bengt
Holstrom
11. How many targets have been
adopted under 17 SDG goals for
transforming the world by 2030?
Ans: 169 targets
12. Who among the following
French war veterans seriously
considered joining the Bangladesh
Liberation war of 1971?
Ans: Andre Marlraux
13. Who among the following
reporter is known to have fist
flashed in media the news of
genocide in Dhaka under Operation
Searchlight on the night following
March 25 , 1971?
Ans: Simon Dring
14. The last APEC summit was held
in:
Ans: Peru
15. The Uruguay Round negotiations
led to the creation of
Ans: WTO
16. Which of the following is the
first private sector Bank of
Bangladesh?
Ans: AB Bank
17. Which of the following is the
currency of Argentina?
Ans: Peso
18. Black money is
Ans: income on which payment of
tax is usually evaded
অ্যাসিসট্যান্ট সাইফার অফিসার (সাধারণ
জ্ঞান)
১। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উ: নাটোর
২। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উ: কুষ্টিয়া
৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায়
অবস্থিত?
উ: হবিগঞ্জ
৪। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির
লেখক কে?
উ: মোনায়েম সরকার
৫। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার
করেন?
উ: মোনায়েম সরকার
৬। বাংলাদেশের প্রথম EPZ কোথায়
গড়ে উঠেছে?
উ: চট্টগ্রাম
৭। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উ: বেগম রোকেয়া
৮। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ
কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উ: পাবনা
৯। বাংলাদেশে কোথায় প্রথম
তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উ: হরিপুর
১০। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী
কোনটি?
উ: নাফ
১১। সিকিমের পর্বত থেকে
বাংলাদেশের কোন নদীর উৎপত্তি
হয়েছে?
উ: করতোয়া
১২। ম্যানগ্রোভ কি?
উ: উপকূলীয় বন।
১৩। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উ: রাজশাহী
১৪। স্বর্ণ উৎপাদনে বিশ্বে
শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উ: চীন
১৫। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট
কোথায় অনুষ্ঠিত হবে?
উ: ইংল্যান্ডে
১৬। হরপ্পা ও মহেঞ্জোদারোতে
প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা
হিসেবে পরিচিত?
উ: সিন্ধু সভ্যতা
১৭। কনফুসিয়াস কে?
উ: দার্শনিক
১৮। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উ: মিশর
১৯। শেখ সাদী কোন ভাষার কবি
ছিলেন?
উ: ফারসি
২০। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক
লোক কোন ভাষায় কথা বলে?
উ: ম্যান্ডারিন
২১। টমাস আলভা এডিসন আবিষ্কার
করেন
উ: উপরের সবকটি
২২। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
উ: ১৭৮৯ সালে
২৩। হাজার হ্রদের দেশ কোনটি?
উ: ফিনল্যান্ড
২৪। আফ্রিকাকে স্পেন থেকে
আলাদা করেছে?
উ: জিব্রালটার প্রণালী
২৫। গ্রীনিচ মানমন্দির কোন
দেশে অবস্থিত?
উ: যুক্তরাজ্য
ঢাকা ব্যাংক ট্রেইনি অফিসার (ক্যাশ)
২০১৬: সাধারণ জ্ঞান
৪৩. Who is the first person to reach
the summit of the Mount Everest?
@@Sir Edmund Hillary///Musa
Ibrahim///Jorden Romero///Mona
Sherpa///None
৪৪. From which year has the
‘International Mother Language Day’
been observed? 1998///1999///
@@2000///2001///None
৪৫. In which district is Saint Martin
Island located? Noakhali///
Chittagong///@@Cox’s Bazar///
Teknaf///None
৪৬.In which district in ‘Uttara
Ganabhaban’ Located?
Lalmonirhat///Rangpur///Dinajpur///
@@Natore///None
৪৭.Which of the following
organizations is concerned with
environmental issues? OIC///
MIGA///@@IPCC///WMO///None
৪৮. A Computer Virus is a
______________? Hardware///
Network///@@Program///Mail///
None ৪৯.Which of the following
countries does not have a written
constitution? India///Bangladesh///
@@England///USA///None
৫০.Who was the Secretary General
of the United Nations during the
liberation War of Bangladesh. Ban
Ki-moon///Trygve Lie///Kofi Anan///
@@U Thant////None
৫১. Which of the following treaty is
associated with nuclear test
explosion? CEDAW///@@CTBT///
GATT///DPT///None
৫২.Which of the following is a land
port of Bangladesh. Chittagong///
Mongla///@@Hili///Barisal///None
৫৩.Which is the name of the first
bangladeshi Search Engine?
@@Pipilika///Moumachi///
Projapoti///Hilsha///None
৫৪.Which of the following
organizations control the price of
crude oil in the world market? EU///
UN///@@OPEC///AU///None
৫৫.Which of the following Non-arab
Muslim countries first recognized
Bangladesh as an independent
nation? Iran///Indonesia///
Maldives///@@Malaysia///None
৫৬. Which one of the following is an
example of system software? Power
point///Google///C++///@@Windows
7///None
৫৭. During our liberation war of
1971, how many sector
commanders were in charge of the
11 different sectors in different
phases? 10///11///15///@@16///
None
৫৮. In Bangladesh, who acts as the
administrative head of any ministry?
Minister///@@Secretary///DG///
Rector///None
৫৯.Industrial Revolution had
originated in- @@UK///France///
USA///Germany///None
৬০.Where is the headquarters of
UNDP situated? Washington///
@@New York///Paris///London///
None
Sonali Bank IT Officer 2016
(General Knowledge)
# Which of the following countries
is nor a member of SAFTA?
Myanmar
# According to Standard & Proof’s
(S&P) index, what is the sovereign
rating of Bangladesh?
BB-
# The Nobel Prize in economic
science was given in 2016 for-
Contract Theory
# The Federal Reserve System is
framed by how many Federal
Reserve Banks?
12
# Which of the following
organization was the ancestor of
WTO?
GATT
# The current chair of G-20
countries is the:
Ans: China
# What is the meaning of
abbreviation ‘LIBOR’?
London Interbank Offered Rate
# The amount of deposits in the
Swiss Bank by Bangladeshi citizens
as recently reported by the Swiss
Central Bank is around Bangladeshi
Tk.
4300 crore
# Which country is going to start 5-
G internet service?
South Korea
# Nature of the organization
BIMSTEC is:
Socio-economic
# Who was the Finance Minister of
Mujibnagar Government?
M Mansur Ali
# Which Bangladeshi is the co-
founder of Youtube?
Jawed Karim
# Based on risk to natural
disasters, Bangladesh belongs to
which rank according to World Risk
Index, 2016?
Fifth
# Cop 21 conference is related to:
Global Climate Change
# Which country has become the
world’s first country to ban
deforestation?
Norway
# How much amount of financial
aid was pledged by the World Bank
to Bangladesh for tackling climate
change?
$ 2 billion
# Which of the following is
considered a Euresian country?
Turkey
# Who among the following women
has honored as Freedom Fighter in
2016?
Ferdousi Priyabhashini
# The watchdog of international
trade is:
WTO
সাধারণ বীমা কর্পোরেশন: জুনিয়র
অফিসার ২০১৬ (সাধারণ জ্ঞান)
১. সুন্দরবনকে ‘World Heritage Site’
হিসেবে ঘোষনা করেছে-
@@UNESCO///UNICEF///UNDP///
UNFPA
২. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানকে রাজনীতির
কবি হিসেবে আখ্যা দিয়েছিল?
টাইম///ইকোনোমিষ্ট///
ইকোনোমিক এন্ড পলিটিক্যাল
উইকইলি///@@নিউজউইক্
৩. ‘Global Terrorism Index’ অনুযায়ী
বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
সিরিয়া///@@ইরাক///সুদান///সোমালিয়া
৪. বর্তমানে বাংলাদেশে মোট কয়টি
বীমা প্রতিষ্ঠান রয়েছে?
৫৭///৭৮///৭৬///৭৫
৫. মোবাইল কমিউনিকেশনে 4G এর
ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত
বৈশিষ্ট্য কি?
ভয়েস টেলিফোনি///মোবাইল
টিভি///@@ব্রডব্যান্ড ইন্টারনেট
সুবিধা///ভিডিও কল
৬. বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয়
কাকে?
গৌর দাস///@@চার্লস উইল্কিন্স///
পঞ্চানন কর্মকার///গঙ্গাকিশোর
ভট্টাচার্য
৭. ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র্যাংকিংয়ে
বিশ্বে প্রথম দেশ কোনটি?
@@নরওয়ে///অস্ট্রেলিয়া///কানাডা///
আমেরিকা
৮. ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত
একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
@@উইলিয়াম এ এস ওডারল্যান্ড///মার্ক
টালি///আন্দ্রে মালরো///এডওয়ার্ড
কেনেডি
৯. বাংলাদেশের কোন চিত্রশিল্পী
ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in
order of Fine Arts and Humanities’
লাভ করেন?
@@শাহাবুদ্দিন আহমেদ///কামরুল
হাসান///এস এম সুলতান///জয়নুল
আবেদিন
১০. World Trade Organization
(WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?
বান কি মুন///হারুহিকো কারোদা///
@@রবার্তো কার্ভালহো
আজেভিদো///ইসমত কসিমভ
সাধারণ বীমা: সহকারী ব্যবস্থাপক
২০১৬
সাধারণ জ্ঞান
৪১. বাংলাদেশের রাষ্ট্রীয়
মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এ.এন. সাহা
৪২. বাংলাদেশের কোন নারী
সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ
ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার
পেয়েছেন?
উ: খুরশীদা বেগম।
৪৩. মূল্য সংযোজন কখন থেকে চালু
করা হয়?
উ: ১ জুলাই ১৯৯১
৪৪. আসাদ গেট কোন স্মৃতি
রক্ষার্থে নির্মিত?
উ: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৪৫. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
উ: জিম ইয়ং কিম
৪৬. সাধারণ বীমা কর্পোরেশন
কবে প্রতিষ্ঠা লাখ করে?
উ: ১৪ মে ১৯৭৩।
৪৭. ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন
অঞ্চল নিয়ে গঠিত?
উ: মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
৪৮. বাংলাদেশে ইন্স্যুরেন্স
কোম্পানীগুলোর ক্রেডিট রেটিং
এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
উ: CAMELS
৪৯. “I have not seen the Himalays, I
have seen Sheikh Mujib” উক্তিটি কার?
উ: ফিদেল কাস্ত্রো
৫০. প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির
মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk
Index, 2016 অনুযায়ী বাংলাদেশ
বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ?
উ: পঞ্চম
ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬
(সাধারণ জ্ঞান)
১৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা
কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী
নজরুল ইসলাম গ. সেলিনা রহমান ঘ.
জমীম উদদীন
উ: খ
১৪. বর্তমানে যে যে নোট
সরকারী মুদ্রা-
ক. ১,২ ও ৫ টাকা খ. ১,২ ও ১০ টাকা গ. ৫,
১০ ও ২০ টাকা ঘ. ১, ২ ও ১০ টাকা
উ: ক
১৫. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
ক. ১.২% খ. ১.৫% গ. ২.২% ঘ. ২.৫%
উ: ১.২%
১৬. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম
কী?
ক. কুতুবদিয়া খ. সোনাদিয়া গ. জিনজিরা ঘ.
নিঝুম দ্বীপ
উ: জিনজিরা
১৭. ২০১৬ সালে কোন সংস্থা
স্বাধীনতা পুরস্কার লাভ করে?
ক. বাংলাদেশ নৌবাহিনী খ, বাংলাদেশ
সেনাবাহিনী গ. বাংলাদেশ বিমানবাহিনী
উ: ক
১৮. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের
অবস্থান কোথায়?
ক. ক্যারিবিয়ান সাগর খ. ভারত মহাসাগর গ.
ভূমধ্য সাগর ঘ. আরব সাগর
উ: ক
১৯. হরোপ্পা মহেঞ্জোদারো
কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
ক. রোমান খ. গ্রীক গ. সিন্ধু ঘ.
চৈনিক
উ: গ
২০. Six Machine কোন
ক্রিকেটারের আত্নজীবনী?
ক. ক্রিস গেইল খ. শচীন
টেন্ডুলকার গ. শহীদ আফ্রিদি ঘ.
সাকিব আল হাসান
উ: ক
২১. ফিফা র্যাংকিং এর বর্তমান শীর্ষ
দেশ?
ক. বেলজিয়াম খ. আর্জেন্টিনা গ.
ব্রাজিল ঘ. জার্মানি
উ: আর্জেন্টিনা
২২. ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
উ: ক
২৩. পানামা খাল কোন মহাদেশে?
ক. এশিয়া খ. উত্তর আমেরিকা গ.
দক্ষিণ আমেরিকা ঘ. আফ্রিকা
উ: খ
২৪. ভুটানের মুদ্রার নাম কি?
ক. ক্রোনা খ. রুপিয়া গ. গুলট্রাম ঘ.
গোর্দি
উ: গ
গণপূর্ত অধিদপ্তর: অফিস সহকারী
২০১৬ (সাধারণ জ্ঞান)
১. কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু
হয় ?
ভাদ্র-আশ্বিন///আশ্বিন-কাতিক///
@@কার্তিক-অগ্রহায়ণ///ফাল্গুন -চৈত্র
২. মুজিবনগর দিবস কবে পালন করা হয়
১৫ ডিসেম্বর///১৪ ডিসেম্বর///১৯
ডিসেম্বর///@@১৭ এপ্রিল
৩. দেশের একমাত্র পুলিশ একাডেমি
কেন্দ্র অবস্থিত?
ঢাকা///@@রাজশাহী///খুলনা///সিলেট
৪. ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম
দীনবন্ধু মিত্র//@@/রবীন্দ্রনাথ
ঠাকুর///প্রমথ চৌধুরী///জীবনানন্দ
দাশ
৫. ১৯৯৯ সালে একদিনের বিশ্বকাপ
ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত
হবে?
ওয়েস্ট ইন্ডিজ///@@ইংল্যান্ড///
দক্ষিন আফ্রিকা///ভারত
৬. বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী
দেশ কোনটি ?
@@ চীন///ভারত///যুক্তরাষ্ট্র///
জাপান
৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি- গানটির সুরকার
কে?
আপেল মাহমুদ।///আবদুল গাফফার
চৌধুরী///@@আলতাফ মাহমুদ///দেবু
ভট্টাচার্য
৮. বাংলাদেশের জাতীয় খেলা
কোনটি ?
ফুটবল///@@ কাবাডি///ক্রিকেট ///
বোঁচি
৯. নিচের কোনটি দ্বীপদেশ ?
আফগানিস্তান ///লিবিয়া///@@
শ্রীলঙ্কা /// নেপাল
১০. সার্কের (SAARC) সদর দপ্তর
কোথায় অবস্থিত ?
দিল্লি///ঢাকা///কলম্বো///@@কাঠমুন্ডু
১১. মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর
সেক্টরের অন্তর্গত ছিল ?
৩///@@২///৪///৫
১২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি
কোনটি?
ধর্মীয় ঐক্য///ভাতৃত্ব///@@ঐক্য ও
সংহতি///শৃঙ্খলাবোধ
১৩. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও
প্রস্থের অনুপাত কত?
৩ঃ২///৪ঃ৩///@@৫ঃ৩///৫ঃ৪
১৪. তিস্তা বাধ কোন জেলায়
অবস্থিত ?
পঞ্চগাঁও ///ঠাকুরগাঁও///
@@লালমনিরহাট/// দিনাজপুর ﺁ
১৫. শিল্পী জয়নুল আবেদীনের
সংগ্রহশালাটি কোথায় ।
ঢাকায়/// রাজশাহীতে ///
@@ময়মনসিংহে /// চট্টগ্রামে
১৬. বাংলাদেশের সরকার প্রধানকে
কী বলা হয়?
রাষ্ট্রপতি///@@প্রধানমন্ত্রী///
প্রধান বিচারপতি///স্পিকার
১৭. BRICS’-এর সদস্য নয় কোন
দেশ ?
রাশিয়া///@@দক্ষিণ কোরিয়া///চিন///
ভারত
১৮.. বাংলাদেশের খরস্রোতা নদী –
পদ্মা///মেঘনা///@@কর্ণফুলি///যমুনা
১৯, মাদার তেরেসা কোন দেশে
জন্মগ্রহণ করেন
ভারত///আলজেরিয়া///
@@আলবেনিয়া///ফ্রান্স
২০. ইউরোপীয় বণিকদের মধ্যে
করা প্রথমে বাংলায় এসেছিল
ইংরেজ///ওলন্দাজ///ফরাসি///
@@পর্তুগিজ
ব্যাংক এশিয়া ট্রেইনি অফিসার নিয়োগ
পরীক্ষা ২০১৬: প্রশ্ন ও সমাধান
(সাধারণ জ্ঞান)
36. Which of the following book is
written by Rabindranath Tagore?
a) Rakta Karobi b) Ananda Math c)
Durgesh Nandini d) Pather Panchali
Ans: Rakta Karobi
37. Which of the following is the
currency of Thailand?
a) Rupee b) Ringitt C) Lira d) Bath
Ans: Bath
38. NNP stands for-
a) Net Nominal Price
b) Net National Product
c) Net National Profit
d) Net Nominal Product
Ans: Net National Product
39. Where the “Statue of Liberty” is
located?
a) New York b) California c) Boston
d) New Jersey
Ans: New York
40. Which organization does
regulate the Banking Industry of
Bangladesh?
a) IDRA b) EPB c) BB d) MRA
Ans: BB
41. Juan Manuel Santos, the winner
of Nobel Peace Prize 2016, is the
president of……
a) Colombia b) Cameron c) Brazil d)
Nigeria
Ans: Colombia
42. Sustainable Development Goals
(SDG) are supposed to be achieved
by—-
a) 2020 b) 2015 c) 2030 d) 2035
Ans: 2030
43. Which country became
champion in the ‘Copa America
Football Tournament-2016?
a) Argentina b) Brazil c) Chili d)
Peru
Ans: Chili
44. Milk is poor source of-
a) vitamins b) protein c) iron d)
calcium
Ans: Iron
45. Dengue fever is caused by-
a) virus b) bacteria c) fungi d)
protozoa
Ans: Virus
46. The name of the capital of
Finland is….
a) Geneva b) Hague c) Helsinki d)
Berlin
Ans: Helsinki
ATEO 2016 সাধারণ জ্ঞান
৭৬। বাংলাদেশের বৃহত্তম জেলা –
রাঙামাটি
৭৭। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি –
১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৭৮। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী –
রুপা
৭৯। কোন গ্যাস অগ্নি নির্বাপক –
কার্বন ডাই অক্সাইড
৮০। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু –
বঙ্গবন্ধু সেতু
৮১। বাংলা গদ্যের জনক – সঠিক উত্তর
নেই।
৮২। কেন্দ্রীয় শহীদ মিনারের
স্থপতি – হামিদুর রহমান
৮৩। তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু –
নিকোটিন
৮৪। ভেটো – ল্যাটিন শব্দ-আমি মানি না
৮৫। বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন –
গিরীশ চন্দ্র সেন
৮৬। বাংলাদেশের জাতীয় সংসদের
আসন – ৩৫০
৮৭। বাংলাদেশের জাতীয় উদ্যানের
নাম – (নিশ্চিত না)
চন্দ্রিমা উদ্যান///সোহরাওয়ার্দী
উদ্যান///রমনা পার্ক///সাফারী পার্ক
৮৮। সেন্ট মার্টিন – বাংলাদেশের একটি
দ্বীপ
৮৯। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব –
এমিবা
৯০। GMT – পৃথিবীর মধ্যভাগের সময়
৯১। বঙ্গবন্ধুর অসমাপ্ত
আত্মজীবনী প্রকাশিত হয় – জুন
২০১২
৯২। মুজিবনগর এর পূর্ব নাম – বৈদ্যনাথতলা
৯৩। সংসদ ভবনের স্থপতি – লুই আই
কান
৯৪। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় –
১৬ ডিসেম্বর ১৯৭২
৯৫। বাংলাদেশের জাতীয় পতাকার
রুপকার – কামরুল হাসান
৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য
– পি জে হার্টজ
৯৭। বাংলাদেশের সবচেয়ে বড়
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র –
হালদা নদী
৯৮। তিয়েন ইয়েনমেন স্কোয়ার
অবস্থিত – বেইজিং
৯৯। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের –
৪৪তম
১০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান
করা হয়- পরিবেশ বিষয়ক
সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা
২০১৬: সাধারণ জ্ঞান
৭৬) সর্বস্তরে নারীপুরুষের সমান
অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের
কোন সংবিধানের কোন
অনুচ্ছেদে বলা হয়েছে?
Ans: ২৮(২)
৭৭) ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে
গঠিত?
Ans: ৪টি
৭৮) মানবসম্পদ সূচকে (HDI)
বাংলাদেশের অবস্থান কত?
Ans: ১৪২তম
৭৯) হাকালুকি হাওড় কোন জেলায়
অবস্থিত?
Ans: মৌলভীবাজার
৮০) বাংলাদেশে জাতীয় আয়কর দিবস
কোন তারিখে পালন করা হয়?
Ans: ১৫ সেপ্টেম্বর
৮১) ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী
অবস্থিত?
Ans: তিতাস
৮২) ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ
পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের
জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
Ans: এসডিজি
৮৩) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত
সালে সোনারগাঁও ভ্র্মণ করেন?
Ans: ১৩৪৫
‘৮৪) ‘Statue of Peace’ কোথায়
অবস্থিত?
Ans: নাগাসাকি
৮৫) বিশ্বের প্রথম মহিলা
প্রধা্নমন্ত্রী কে?
Ans: শ্রীমাভো বন্দরনায়েক
৮৬) যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা
বিলুপ্ত হয়?
Ans: ১৮৬৩
৮৭) কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ
কোনটি?
Ans: মায়া কাজল
৮৮) ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের
প্রবক্তা কে ছিলেন?
Ans: ডিরোজিও
৮৯) হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায়
অবস্থিত?
Ans: কুষ্টিয়া-পাবনা
৯০) ২০১৫ সালে ‘World Food Prize’
কে পেয়েছেন?
Ans: স্যার ফজলে হাসান আবেদ
৯১) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের
সদস্য রাষ্ট্র কত বছরের জন্য
নির্বাচিত হয়?
Ans: ২ বছর
৯২) Schengen Area ভুক্ত দেশ নয়
কোনটি?
Ans: ব্রিটেন
৯৩) রাশিয়ার পার্লামেন্টের নিম্নক্ষের
নাম কি?
Ans: ডুমা
৯৪) রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
Ans: সামাজিক ন্যায়বিচার
৯৫) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ
দুর্ভিক্ষ কত সনে ঘটে?
Ans: বাংলা ১১৭৬ সনে
৯৬) হাজী মোহাম্মদ মহসীন এর
বাড়ি কোথায়?
Ans: হুগলী
৯৭) ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম
দেশ কোনটি?
Ans: তুরস্ক
৯৮) মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
Ans: ১০ এপ্রিল ১৯৭১
৯৯) বাংলাদেশের সাথে কয়টি
দেশের আন্তর্জাতিক সীমান্ত
রয়েছে?
Ans: ২টি
১০০) ড্রোন কি?
Ans: চালকবিহীন বিমান
13th NTRCA School Level
৫১. বাংলাদেশের সাথে কয়টি
দেশের সীমান্ত রয়েছে?
Ans: ২টি
৫২.গারো পাহাড় কোন জেলায়
অবস্থিত ?
Ans: ময়মনসিংহ
৫৩. বাংলাদেশের নদী গবেষণা
ইনস্টিউট কোথায় অবস্থিত
Ans: ফরিদপুরে
৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়
কোন জেলাকে?
Ans: দিনাজপুরে(নিশ্চিত না)
৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত
তম সদস্য রাষ্ট্র?
Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই)
৫৬. বাংলাদেশের কোন মসজিদকে
ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান
ঘোষণা করে?
Ans: ষাট গম্বুজ মসজিদ
৫৭. সুইফট কোডের সংখ্যা কত?
Ans: ৮
৫৮. HTML এর পূর্ণরুপ কি?
Ans : HYPER TEXT Mark Up
Language
৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন কে?
Ans: সম্রাট আকবর
৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের
স্থপতি কে?
Ans: হামিদুর রহমান
৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি?
Ans: রিংগিত
৬২. হিউম্যান পেপিলোমা কি?
Ans: ভাইরাস
৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
Ans: ২৮ মে
৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন?
Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর
নেই )
৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম
সেঞ্চুরি করেন কে?
Ans: ব্রেন্ডন ম্যাককালাম
৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক
দীপঙ্কর তালুকদারের নিজ জেলা
কোনটি
Ans: বরগুনা
৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার
মধ্যে বাংলার অবস্থান কত তম?
Ans: চতুর্থ
৬৮. কোন জেলাকে শস্যভান্ডার
বলা হয়?
Ans:বরিশাল
৬৯. ২১শে ফেব্রুয়ারিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
ঘোষণা করা হয় কত সালের কত
তারিখে?
Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯
৭০. কিসের অভাবে গলগন্ড রোগ
হয়
Ans: আয়োডিন
৭১. লাল গ্রহ কাকে বলা হয়?
Ans: মঙ্গল
৭২. এপিকালচার কি?
Ans: মৌমাছি পালন বিদ্যা
৭৩. সিস্মগ্রাফ কি?
Ans: ভুমিকম্প মাপন যন্ত্র
৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী
দ্বিতীয় দেশ কোনটি?
Ans: ভারত
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা
কে?
Ans: জহির রায়হান
১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
(কলেজ) – ২০১৬ (সাধারণ জ্ঞান)
২৬। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা
করেন?
উ: ধর্মপাল
২৭। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা
কমিশনের নাম কি?
উ: হান্টার কমিশন
২৮। পারকী সমুদ্রসৈকত কোথায়
অবস্থিত?
উ: চট্টগ্রাম
২৯। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত
যে দেশের রাষ্ট্রভাষা করা
হয়েছে-
উ: সিয়েরালিওন
৩০। বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন
কত সালে?
উ: ১৯৬৬ সালে
৩১। ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে
কে বাংলা ভাষাকে গণপরিষদের
অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের
প্রস্তাব রাখেন?
ধীরেন্দ্রনাথ দত্ত
৩২। সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন
নদীতে কয়লাবাহী কার্গো ডুবে
যায়?
উ: শ্যালা
৩৩। উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক
নিদর্শন কোন জেলায় পাওয়া
গিয়েছে?
উ: নরসিংদী
৩৪। সূর্য হতে পৃথিবীতে আলো
এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-
উ: ৮ মিনিট (সাড়ে ৮ মিনিট)
৩৫। বীরবিক্রম খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
উ: ১৭৫ জন
৩৬। বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’
কোথায় অবস্থিত?
উ: আগারগাঁও
৩৭। বাংলাদেশ সরকারের প্রধান আইন
কর্মকর্তা হলেন-
উ: এটর্নি জেনারেল
৩৮। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের
একমাত্র শতরানকারী?
উ: তামিম
৩৯। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল
রোগে আক্রান্ত রোগীর সন্ধান
পাওয়া গেছে?
উ: ট্রিম্যান
৪০। বাংলাদেশে প্রথম ও একমাত্র
ওয়ার্ল্ড ট্রেড সেন্টা কোথায়
অবস্থিত?
উ: চট্টগ্রাম
৪১। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক
গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী’
সর্বশেষ কোন ভাষায় অনূদিত
হয়েছে?
উ: চীনা
৪২। সম্প্রতি নাসায় (NASA) কর্মরত
কোন বাংলাদেশী
জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি
নক্ষত্র আবিষ্কার করেছেন?
উ: রুবাব খান
৪৩। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়-
উ: সিলেটের মালানী ছড়ায়
৪৪। ডাউন সিনড্রোম বলতে বুঝানো
হয়-
উ: গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
৪৫। তৎকালীন পাকিস্তানে শিক্ষা
আন্দোলন হয় কত সালে?
উ: ১৯৬২ সালে
৪৬। বাংলাদেশের ভিতরে ভারতের
কয়টি ছিটমহল ছিল?
উ: ১১১টি
৪৭। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
উ: কার্বন মনোক্সাইড
৪৮। জিকা ভাইরাস কোন দেশে
সর্বপ্রথম ছড়ায়?
উ: ব্রাজিল
৪৯। মানুষের রক্তে শ্বেতকণিকা ও
লোহিতকণিকার অনুপাত-
উ: ১:৭০০
৫০। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত
সালে?
উ: ২০০৪ সালে।।