আসসালামু আলাইকুম...!!!
সবাই কেমন আছেন...??? আশা করি ভালোই আছে... আজকে আমরা Adobe After Effect এর ২য় পার্ট এর বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করবো। আর আমি আপনাদের সাথে আছি মোঃ রেজাউল ইসলাম। যারা ১ম ও ২য় পার্টটি মিস করেছেন তারা নিচে দেওয়া লিংকে গিয়ে দেখে নিন।
১ম পার্টটি দেখতে এখানে ক্লিক করুন....
২য় পার্টটি দেখতে এখানে ক্লিক করুন....
তো চলুন আর দেরি না করে শুরু করি....
আমরা ২য় পার্টে keyframe ব্যবহার করে animation তৈরি করেছিলাম। keyframe কি তা জানতে নিচের স্ক্রিনশটটি দেখুন
আজকে আমরা keyframe এর ব্যবহার করা ছারাই কিবোর্ডের সাহায্যে animation তৈরি করা শিখব।
পার্ট ১ এর শেষের interface এর মতো নিয়ে আসুন (সমস্যা হলে পার্ট ১ এর কাজ পুনরায় করুন।)।
এবার ও আমরা লাল+নীল লেয়ার এর মধ্যে (+)rotation যোগ করব কিন্তু একটু ভিন্ন ভাবে। আবার হলুদ+সবুজ লেয়ার এর মধ্যে (-)rotation যোগ করব। যে নিয়ম দেখাবো তাতে পূর্বে দেখানো পদ্ধতির চেয়ে সময় সাশ্রয় হয়। প্রথমে লাল লেয়ার select করে কীবোর্ড এর “R” key click করুন। এরপর আমরা আর আগের মত (0x+00) নিয়ে কাজ করবো না। এবার আমরা শুধু ঘরির মত জায়গায় (alt+mouse এর এ left click করব) এতে টাইম লাইন নিচের মত আসবে।
টাইম লাইন না বুঝলে পূর্বের পার্ট-১ দেখে নিতে পারেন অথবা নিচের স্ক্রিনশট দেখুন...
এখানে mouse এর left বাটনে click করে একটা command যোগ করুন (time*121/200/230) ইচ্ছা মত নাম্বার দিতে পারেন কোন সমস্যা নেই।দেখুন নিচের স্ক্রিনশট এর মত আসবে....
হলুদ লেয়ার থেকে পার্ট-১ এর মতো effect copy করে সবুজ লেয়ারে নিয়ে আসুন।
এবার নিচের স্ক্রিনশটের মতো করে ramp preview করুন।
আশা করি ভালোভাবেই করতে পেরেছেন……এখন আগের মতো সেভ করে রাখুন।
কোনজায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন আর নিয়মিত ভিজিট করুন www.NetPriyo.Ooo
No comments:
Post a Comment