Thursday, August 30, 2018

রোমান্টিক ভালবাসার গল্প Gangster পার্ট-২


.
.
-অধরা ছেলেটি মনে হয় খুব বোকা।যা বলা যায় তাই করে।(অন্য একটি মেয়ে)
বুঝতে পারলাম মেয়েটির নাম অধরা।
--আমারো তাই মনে হয়(অধরা)
.
অধরা আর তার বান্ধবীর কথা শুনে হাসতে হাসতে ক্লাসের দিকে চলে এলাম।
ক্লাসে বসে আছি এমন সময় স্যার আসলেন।
কিছুক্ষন ক্লাস চলার পর মেয়েটি মানে অধরা উঠে দারালো আর বলতে লাগলো...
.
--স্যার আপনার মেয়েকে যদি কেউ প্রেমপত্র দেয় তাহলে তাকে কি করবেন?(অধরা)
--পিটিয়ে গায়ের ছাল তুলে ফেলব।(স্যার)
--ক্লাসের মেয়েরা মানে আমরাতো আপনার মেয়েরি মতোই তাইনা?(অধরা)
--হুম(স্যার)
.
আমি অধরার কথার মানে কিছুই বুঝতে পারছিনা।মেয়েটি কি বলছে এসব?
.
--স্যার আবির নামের ছেলেটি আমাকে এই প্রেমপত্র দিয়েছে।(অধরা)
.
এইরে আমি আবার কখন এই প্রেমপত্র দিলাম?পাঠকগন আপনাদের কি মনে আছে?
--আবির এগুলো কি সত্যি কথা?(স্যারল
আমি উঠে দারালাম।
--না মানে স্যার....(আমি)
--তোমাকে আমি ভাল মনে করেছিলাম।আর তোমার মাঝে এমন শয়তানি?যাও বেরিয়ে যাও ক্লাস থেকে।(স্যার)
.
কি আর করার ক্লাস থেকে বেরিয়ে আসতে হলো।
আমি বুঝতে পারছিনা অধরা আমাকে কেন ফাসাবে?আমিতো তার কোন ক্ষতি করিনি।
তাছাড়া অধরা আমার নামে মিথ্যা কথাই বা কেন বলবে?হয়তো কেউ আমাকে ফাসিয়েছে।
আজকে আর ক্লাস করা হলোনা তাই কলেজ থেকে ক চলে এলাম।
.
--আজকে এতো সকাল সকাল বাসায় কেন ক্লাস কর নাই?(ভাবি)
--ভাল লাগছেনা তাই চলে এলাম।(আমি)
--ওহ
.
#পরেরদিন_সকালবেলা
অনিকাকে স্কুলে দিয়ে কলেজে চলে এলাম।
--সরি আবির(অধরা)
--সরি কিসের জন্য?(আমি)
--কালকে শুধু শুধু তোমাকে স্যারের কাছে বকা শুনতে হলো। আসলে কালকের কাজটা অন্য কেউ করেছিল।(অধরা)
.
অধরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসে চলে এলাম।
.
কালকের মতো আজও একই কাজ হলো।
--স্যার আবির আজকেউ আমাকে প্রেম...(অধরা)
--বুঝতে পেরেছি আর বলতে হবেনা।আবির তুমি কলেজে আসতে না আসতেই এমন কাজ শুরু করে দিয়েছ?আবার যদি এমন কর তাহলে কলেজ থেকে বের করে দেব।(স্যার)
--স্যার আসলে বোঝার চেস্টা করেন।(আমি)
-- আমি বাচ্চা নই, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে (স্যার)
.
আমি বুঝতে পারছিনা এই মেয়ে আমার পিছনে কেন লাগলো?
.
--এই মেয়েটি এমনি নতুন যারা আসে তাদের সাথে এমন মজা করে থাকে।(সুমন)
--তার মানে অধরা নামের মেয়েটি আমাকে শুধু শুধু ফাসাচ্ছে?(আমি)
--হুম।তুমি এদের থেকে একটু দূরে দুরেই থেক। (সুমন)
.
আমি সুমনের কথা বলে অনুযায়ী অধরা ও তার মেয়েলী গ্যাং থেকে দূরে দূরে থাকার চেস্টা করলাম।
এমনি চলছিল কিছুদিন।
একদিন হঠাৎ করে.....
--এই ছেলে এদিকে আয়।(অধরা)
--কিছু বলবেন?(আমি)
--তুই এতো হাবা গুবা কেন?(অধরা)
--এমনি(আমি)
আর কিছু বলার সুযোগ না দিয়েই তাদের কাছ থেকে সরে এলাম।
.
আরও কিছু কেটে গেল।
.
---কালকে থেকে তোমাদের পরিক্ষা শুরু তা কে কি প্রিপারেশন নিলে?(স্যার)
সবাই একসাথে বলে উঠলো ভাল।
--অধরা তুমিতো ক্লাসের মধ্যে সবসময়ই প্রথম হও তা তোমার প্রিপারেশন কি?(স্যার)
--ভাল স্যার।(অধরা)
--ভাল হয়াই ভাল আমি যানি তুনি এইবারও প্রথম স্থান দখল করবে।(স্যার)
.
অত:পর পরেরদিন থেক এক্সাম শুরু হয়ে গেল।
কয়েকদিনের মধ্যে এক্সাম শেষ হয়ে গেল।
আজকে রেজাল্ট দেয়ার পালা।
স্যার একে একে সবার রেজাল্ট দিয়ে দিল।
.
--এবার ২য় স্থান দখল করেছে অধরা।(স্যার)
.
সবাই স্যারের মুখের দিকে তাকিয়ে আছে।স্যারের মুখ থেকে এমন কথা বের হবে কেউ কল্পনাও করতে পারছেনা।যে মেয়ে প্রত্যেকবার ১ম স্থান দখল করে সে এবার ২য় স্থান দখল করলো কিভাবে?
.
--আর এবার ১ম হয়েছে আবির।(স্যার)
.
সবাই আমার দিকে তাকিয়ে আছে।সবাই হয়তো ভাবছে আমার মতো একটা হাবা গুবা কি করে ১ম হলো।
.
--Thank you sir.( আমি)
- You are most welcome.আশা করি পরবর্তীতে আরও ভাল করার চেস্টা করবে।(স্যার)
--হুম স্যার।(আমি)
.
"ক্লাস ছুটির পর"
--এই ছেলে এদিকে আয়।(অধরা)
--জ্বী বলুন।(আমি)
--এই কলেজ ছেড়ে চলে যা।(অধরা)
--কেন?(আমি)
--কেন বুঝতে পারছিস না?আমি প্রত্যেকবার ১ম হই তোর জন্য এইবার ২য় হয়েছি।আমি চাইনা আমাকে টপকে কে ১ম হক।তাই বলছি চলে যা নাহলে পস্তাতে হবে।তুই হয়তো যানিস না আমার বাবা এই শহরের ডন।(অধরা)
.
আমি মনে মনে ভাবছি মাস্তানের উপর মাস্তানি।
--আমি কাউকে ভয় পাইনা চলি।(আমি)
--ভাল কথা বললাম শুনলিনা দেখতে থাক আমি কি করি।(অধরা)
.
"পরেরদিন কলেজে"
ক্লাসে ঢুকতেই দেখি ক্লাস পুরো ফাঁকা। শুধু অধরা বসে আছে।আমি ক্লাসে ঢুকতেই অধরা বসা থেকে উঠে আমার কাছে চলে এলো।
--কেমন আছিস মিস্টার আবির?(অধরা)
--আমি সর্বদাই ভাল থাকি।(আমি)
--কালকের কথা মনে আছে নিশ্চয়ই? মনে থাকারি কথা।এখনো সময় আছে চলে যা নইলে....(অধরা)
--নইলে কি?(আমি)
--কিছুনা দেখ তাহলে আমি কি করি।(অধরা)।
.
অধরা নিজের জামা-কাপড় নিজেই ছিড়ে নিল।কি করছে মেয়েটি কিছু বুঝছিনা।
অধরা তার শার্টের বোতাম গুলো টেনে ছিড়ে নিল।
.
--কি করছেন কি আপনি?(একটু ভয় পেয়ে বললাম)
--এখনো কিছুই করিনি কিন্তু এখন করবো দেখ।(অধরা)
অধরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো।আমি এখনো কিছুই বুঝছিনা।
চায় কি মেয়েটা?

এদিকে একে একে সবাই ক্লাস চলে আসছিল অধরার চিৎকার শুনে।স্যারও চলে এলেন।
--কি হয়েছে অধরা?(স্যার)
--স্যার দেখুন আবির আমার কি সর্বনাশ করতে চাইছিল।(অধরা)
অধরার চাল আমি এখন বুঝতে পারছি।কেন সে এমন করছিল।
--তোমাকে আমি খুব ভাল ভেবেছিলাম। তুমি ভাল ছাত্রও বটে কিন্তু তুমি এতো বড় একটা খারাও কাজ করতে পারবে আমি ভাবতে পারছিনা।(স্যার)
--স্যার আমি কিছুই করিনি। এগুলো সব সাজানো নাটক।(আমি)
--চুপ আমি আর একটাও কথা শুনতে চাইনা।তুমি এই মুহুর্তে কলেজ থেকে বেরিয়ে যাও।তোমাকে এই কলেজ থেকে suspend
করা হলো। I say get out(স্যার)
.
আমার আর কিছু করার নেই তাই বেরিয়ে আসছিলাম।
আসার সময় অধরার দিকে তাকালাম।অধরার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমাকে কলেজ থেকে তারিয়ে সে খুব খুশি।
তবে তার এই খুশি খুব অল্প সময়ের হয়তো সে বুঝতে পারছেন।
চোখের ইশারায় অধরাকে বুঝিয়ে দিলাম সাবধানে থাকতে।সেউ চোখের ইশারায় বুঝিয়ে দিল আমি তাকে কিছু করতে পারবো না।
.......
চলবে..........
গল্পটিতে হালকা কিছু ১৮+ ছিল যার জন্য ক্ষমা চাচ্ছি।.
পরবর্তী পর্ব আগামী বুধবার পাবেন।
(#Waiting_for_next_part)

No comments:

Post a Comment