1) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
2) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
3) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
4) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
5) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
6) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
7) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
8) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
9) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
10) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
11) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
13) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ প্যারা প্যারা ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
20) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
21) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
22) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
23) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
24) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
25) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
26) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
27) নির্বোধের সোনা কী ? ➟ আয়রণ ডি সালফাইড
28) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
29)চায়ের পাতায় কোন উপাদান থাকে ?- থিন
30)কফিতে কোন উপাদান থাকে ?-ক্যাফেইন
31) মানুষ যে খনিজ পদার্থ বেশী খায়?
=ক্যালসিয়াম ।
32)৷স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়?
=ক্যারেট দিয়ে ।
33৷ কাগজে ঘষলে দাগ কাটে? =লেড ।
34৷ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়?
=অ্যালুমিনিয়াম ।
35৷ একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী?
=গ্রাফাইট ।
36৷ ছুরি দ্বারা সহজে কাটা যায়?
=সোডিয়াম ।
37৷ সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জ্বলে ওঠে?
=সোডিয়াম
.38)
সবচেয়ে হালকা ধাতু: লিথিয়াম (Li)
সবচেয়ে হালকা মৌল: হাইড্রোজেন (H)
সবচেয়ে ভারী ধাতু: অসমিয়াম (Os)
সবচেয়ে মূল্যবান ধাতু: ক্যালিফোর্নিয়াম (Cf)
সবচেয়ে ঘাতসহ ধাতু: সোনা (Au)
সবচেয়ে নমনীয় ধাতু: প্লাটিনাম (Pt)
সবচেয়ে উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু: টাংস্টেন (W)
সবচেয়ে নিম্ন গলনাংক বিশিষ্ট ধাতু: লেড (Pb)
সাধারণ তাপমাত্রায় তরল ধাতু: Fr, Ga,HG,Cs ( ধাতুরা সাধারণত কঠিন হয় )
সাধারণ তাপমাত্রায় তরল অধাতু: Br
সবচেয়ে ভারী তরল: Hg
তেজস্ক্রিয় ধাতু: Ba
সবচেয়ে ঘন ধাতু=ওসমিয়াম
৩৯)মাটির রং লালচে হলে তাতে কীসের পরিমাণ
বেশি হয়?
= আয়রনের পরিমাণ।
.
৪০) কালোসোনা কাকে বলে?
=ম্যাগনেটাইট, জিরকন, মোহনাজইট প্রভৃতির সমন্বয়ে তৈরি সোনার ন্যায় মূল্যবান খনিজকে।
৪১। সবচেয়ে তাড়াতাড়ি কী ক্ষয়প্রাপ্ত হয়?
= দস্তা।
.
42. আয়নার পশ্চাতে কী ব্যবহৃত হয়?
উত্তর : পারদ।পারদের রাসায়নিক নাম মার্কারি । সংকেত Hg
43. সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কী?
=কপার বা তামা।
44. ১৪ ক্যারেট স্বর্ণকে কী বলা হয়।
=বিশুদ্ধ স্বর্ণ।
.
45. পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
= সিলিকন।
46.কোন ধাতু আঘাত করলে শব্দ হয় না?
উত্তর : এন্টিমনি আঘাত করলে।
.
৪৭. লাইম ওয়াটার বা চুনের পানি কাকে বলে?
= ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের পরিষ্কার
পানির দ্রবণকে।
.
৪৮.: এসবেসটস কী?
উত্তর : অগ্নিনিরোধক খনিজ পদার্থ।
.
৫০: সীসার গলনাঙ্ক কেমন?
= সবচেয়ে কম।
.
৫১. : পানি অপেক্ষা সোনা কত গুণ ভারি?
= ১৯ গুণ ভারি।
৫২. ল্যাকটিক এসিড পাওয়া যায় দুধে
৫৩.সাধরণ বৈদ্যুতিক বালবের স্থায়িত্ব বৃদ্ধির জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।
৫৪.পাস্তরায়ন হলো দুধকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া
৫৫. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩
৫৬.প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবেচেয়ে মৃদু পানি হলো বৃষ্টির পানি
৫৭.সবচেয়ে সক্রিয় অধাতু - ফ্লোরিন
৫৮.কোন গ্যাস বায়ুমন্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী ?
=ক্লোরোফ্লোরো কার্বন
৫৯.শৈবালে পাওয়া যায় -আয়োডিন
৬০. অগ্নি নির্বাপক গ্যাস - কার্বন -ডাই-অক্সাইড
৬১.কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় - ফসফরাস
৬২. King of Chemicals' বলা হয় - সালফিউরিক এসিডকে
৬৩. ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় -জিংক অক্সাইড
৬৪. ভূত্বকে বেশি পাওয়া যায় - এলুমিনিয়াম
৬৫. তরল সোনা বলা হয় - প্রাকৃতিক গ্যাসকে
.
৬৬.অজৈব এসিডঃ HCl, HBr, HI,HCN ইত্যাদি।
জৈব এসিডঃ অ্যাসিটিক এসিড (CH3-COOH), সাইট্রিক এসিড (C6H8O7), অকজালিক এসিড (HOOC-COOH), ফরমিক এসিড (H-COOH)
.
৬৭.তীব্র এসিড (Strong Acids): যে সমস্ত এসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন (H+) দেয় তাকে তীব্র এসিড (Strong Acids) বলে। যেমনঃ HNO3, H2SO4 ইত্যাদি।
মৃদু এসিড (Weak Acids): যে সমস্ত এসিড পানিতে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) দেয় তাকে মৃদু এসিড (Weak Acids) বলে। যেমনঃ অ্যাসিটিক এসিড (CH3-COOH), সাইট্রিক এসিড (C6H8O7), অকজালিক এসিড (HOOC-COOH), ফরমিক এসিড (H-COOH) ইত্যাদি।
No comments:
Post a Comment