Thursday, February 14, 2019

কবিদের জন্ম-মৃত্যু সাল কৌশলে মনে রাখার টেকনিক







#কবিদের জন্ম-মৃত্যু সাল
কৌশলে মনে রাখার টেকনিক। প্রত্যেক সংখ্যার
সাথে ১৯০০ আছে মনে রাখতে হবে।
এ পর্বে ১৯০০ সালের গুলো দেওয়া হলো।
.
১৯০০ সালের প্রথম দিকে ২৯ জন শামসু বাহিনী ১১টি
মশা মারতে হাই স্কুলের ১৯ ও ৬৯ নং কক্ষে গেল।
সেখানে তারা ৮-৫৬ লক্ষ টাকার মানিক খুঁজে পেল।
মানিক পেয়ে সবাই ২৬-৪৭ সাইজের "সু" পায়ে দিয়ে
২৫-৭১ নং চৌধুরী বাড়ির সুফিয়াকে বিয়ে করতে
গেল।সুফিয়া ১১ থেকে ৯৯ বছরের সবাইকে
নিয়ে আক্রমন করে শামসু বাহিনীর জসীম ও
হাবীব কে ধরে ফেলল।শাস্তি হিসেবে জসীম
৩-৭৬ বার এবং হাবীব ১৭-৮৫ বার কানে ধরে উঠ-বস
করল। অন্যরা পালিয়ে গিয়ে ২২-৭১ নং সৈয়দ মঞ্জিলে
বসে ১৮-৭৪ বোতল মদ খেল। অবশেষে মান
হারিয়ে ১৭-৯৮ বছর বয়সী শামসু বাহিনীর সব সদস্য
চিরকুমার রইল।
:
:
ব্যাখ্যা:
.
শামসু -শামসুর রাহমান জন্ম ১৯২৯
.
মশা মারতে- মীর মশাররফ হোসেন মৃত্যু ১৯১১
.
হাই স্কুল- মুহম্মদ আবদুল হাই-১৯১৯-১৯৬৯
.
মানিক-মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮-১৯৫৬
.
সু-সুকান্ত ১৯২৬-১৯৪৭
.
চৌধুরী বাড়ি-মুনীর চৌধুরী ১৯২৫-১৯৭১
.
সুফিয়া-সুফিয়া কামাল ১৯১১-১৯৯৯
.
জসীম- জসীম উদদীন ১৯০৩-১৯৭৬
.
হাবীব-আহসান হাবীব ১৯১৭-১৯৮৫
.
সৈয়দ মজ্ঞিল - সৈয়দ আলী আহসান ১৯২২-১৯৭১
.
মদ খেল- ফররুখ আহমদ ১৯১৮-১৯৭৪
.
মান হারিয়ে-শওকত ওসমান ১৯১৭-১৯৯৮।

No comments:

Post a Comment