Sunday, December 16, 2018






Root করা ফোনের Bootanimation পরিবর্তন করে নিন

ROOT করা ফোন লাগবে । আপনার এন্ড্রয়েড ফোন চালু করার সময় লাইট জ্বলে স্ক্রিনে প্রথম যে চিত্রটি ফুটে ওঠে সেটি হলো আপনার ফোনের Boot লগ এবং চালু হওয়ার সময় যে Animation টি দেখা যায় তাই হল Bootanimation.
Custom Bootanimations এপটি Download & install & Open করুন (Mobile Data off না করেই) । এবার বিভিন্ন ধরণের Bootanimation দেখতে পাবেন ।

পছন্দমত একটাতে টাচ করে টিক চিহ্নগুলি দিয়ে দিন এরপর Install এ ক্লিক করে নিন ।

এবার Reboot দিন । এবার দেখুন আপনার bootanimation পরিবর্তিত হয়েছে। 
আপনার আগের bootanimation টি phone memory তে custom boot নামের ফোল্ডারে পাবেন। ফাইলের নামের শেষের. bak rename করে . bak অংশটা কেটে ফেললেই আপনার আসল bootanimation পেয়ে যাবেন।
Custom boot দিয়ে যাদের কাজ হয়না তারা এই এপ ব্যবহার করুন। 
Install করে Open করুন। 

Skip এ ক্লিক করুন।
এবার যেকোনো একটি বুটএনিমেশন-এ ক্লিক করুন।

এবার play বাটনে ক্লিক করুন। preview দেখাবে।

পছন্দ হলে (+) প্লাস-এ ক্লিক করে install এ যান। 
Root পারমিশন চাইলে দিয়ে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন। নটিফিকেশন বারে দেখুন installed লেখা এসেছে। কাজ শেষ। Reboot দিন আর উপভোগ করুন।

No comments:

Post a Comment