Tuesday, December 18, 2018

পারিভাষিক শব্দ মনে রাখার সহজ কৌশল




বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। বাংলা ভাষার শব্দসম্ভার দেশি, বিদেশি, সংস্কৃত- যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ।

কোনটি পারিভাষিক শব্দ আর তা কোন বিদেশি ভাষা থেকে এসেছে তা মনে রাখা একটু কঠিন।

এখানে পারিভাষিক কিছু শব্দ মনে রাখার সহজ কৌশল হলো:

১. আরবি শব্দ মনে রাখার কৌশল:

আরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত, কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।

এখানে আরবি শব্দ:

ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন, দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ ।

২. পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল:

গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।

এখানে পর্তুগীজ শব্দ:

শব্দ গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি ,কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি, টুপি , সাবান, বোতাম ,পুউরুটি , মিস্রি ,পেরেক, ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি।.

৩. তুর্কি শব্দ মনে রাখার কৌশল:

বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায়।

এখানে তুর্কি শব্দ:

বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি, সুলতান, বন্দুক , বারুদ , চাকর।

৪. ফারসি শব্দ মনে রাখার কৌশল:

নামাজ রোজা করলে বেহেস্ত আর গুনাহ করলে দোযখ, ফেরেস্তারা গুনাহ'র হিসাব রাখবে, আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাপের শুপারিশ করবে।

এখানে ফারসি শব্দ:

নামাজ, রোজা ,বেহেস্ত, গুনাহ, দোযখ, ফেরেস্তা, পয়গম্বর, খোদার, গুনাহ, শুপারিশ।

৫. ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশল:

ওলন্দাজরা ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন দিয়ে তাস খেলে।

এখানে ওলন্দাজ শব্দ:

ইস্কাপন , টেক্কা , তুরুপ , রুইতন , হরতন , চিরাতন , ইস্কুল।

৬. মায়ানমার (বর্মি) শব্দ মনে রাখার কৌশল:

বর্মিরা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে।

এখানে বর্মি শব্দ:

লুঙ্গি, ফুঙ্গি।

৭. পাঞ্জাবি শব্দ মনে রাখার কৌশল:

শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা অনেক।

এখানে পাঞ্জাবি শব্দ:

শিখ, পাঞ্জাবি ।

৮. গুজরাটি শব্দ মনে রাখার কৌশল:

গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে।

এখানে গুজরাটি শব্দ:

হরতাল, জয়ন্তী, খদ্দর।

৯. চীনা শব্দ মনে রাখার কৌশল:

চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার।

এখানে চীনা শব্দ:

চা, চিনি, লিচু ও লুচি।

হরতাল, জয়ন্তী, খদ্দর ।

১০. জাপানি শব্দ মনে রাখার কৌশল:

হাসনাহেনা ক্যারাটে ও জুডো শিখতে রোজ রিকসায় যায়।

এখানে জাপানি শব্দ:

হাসনাহেনা, ক্যারাটে, জুডো, রিকসা।

No comments:

Post a Comment