Thursday, October 4, 2018

এবার আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে জানুন ট্রেন কোথায় অবস্থান করছে লাইভে।



হ্যালো বন্ধুরা কি খবর সবার ? আজ আমি আপনাদের দারুন একটি অ্যাপ এর সাথে পরিচয় করে দিব। যে অ্যাপটি আপনাকে অনেকটাই হেল্প করবে আশা করি।
বন্ধুরা আপনারা হয়তো প্লাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন আপনি যে ট্রেনে যাবেন তার কোন খবরই আপনি পাচ্ছেন না তাইতো?
এমন ঘটনা প্রায় সবার সাথেই ঘটছে দুই একবার ?
এখন থেকে আপনার আর এভাবে ট্রেন স্টেশনে অনিশ্চিত অপেক্ষা করতে হবে না।
এখন আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে বাসা থেকেই জানতে পারবেন ট্রেনটির অবস্থান কোথায়।
হ্যাঁ ঠিক তেমনি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ হল ‘আমাদের রেল’।
এই অ্যাপটিতে থাকা বেশ কয়েকটি ফিচারস যেগুলা রেলযাত্রীদের জন্য খুবই সাহায্য করবে।
তো এখন আসুন অ্যাপ্লিকেশনটির ফিচার গুলো দেখে নেয়া যাক।
এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই ট্রেন ট্র্যাক করতে পারবেন। ট্রাকিং লাইভ ফোনের মাধ্যমে ট্রেন কোথায় অবস্থান করছে তা খুব সহজেই জানতে পারবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
তাছাড়া আপনারা চাইলে এসএমএস করেও জানতে পারবেন ট্রেনের অবস্থান কোথায় আছে।
অ্যাপটিতে থাকা আরেকটা জিনিস আমার কাছে চমৎকার লেগেছে সেটা হলো আপনি চাইলে ট্রেনের অবস্থান অন্য যাত্রী কে জানাতে পারবেন তাও আবার এই অ্যাপটি ব্যবহার করেই।
অ্যাপটিতে রয়েছে ইংরেজি ও বাংলা সার্চ অপশন যাতে খুব সহজেই প্রয়োজনীয় কিছু সার্চ করতে পারবেন।
বন্ধুরা অ্যাপটিতে আরো রয়েছে বাংলাদেশের সকল জেলা বা বিভাগে যাতায়াতের জন্য ট্রেনের ভাড়া কত তাও জানতে পারবেন।
এ্যাপটির কিছু স্ক্রিনশট দেখুন।










অ্যাপটিতে সব তথ্য বিভাগ অনুযায়ী চমৎকার ভাবে সাজানো আছে। এর ফলে হবে কি সহজে যে কোনো ট্রেন বা স্টেশন সম্পর্কে জানতে পারবেন।
তো এখন আসি অ্যাপ টি কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সিম্প্লি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন।
এবং সার্চ অপশনে সার্চ করবেন *আমাদের রেল* তাহলে পেয়ে যাবেন। অথবা এখানে ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন।
তো আশা করি পোস্ট আপনাদের অনেকটাই উপকারে আসবে। 

No comments:

Post a Comment