কেমন আছেন সবাই….?
নিশ্চয় ভালো…..!!
হুমমমম,
ভালো থাকা-টাই ভালো।
যাক,
একটা এপ্স ইউস করে খুব ভালো লাগলো।
তাই, এপ্স টা আপনাদের সাথে শেয়ার করলাম।
নিশ্চয় ভালো…..!!
হুমমমম,
ভালো থাকা-টাই ভালো।
যাক,
একটা এপ্স ইউস করে খুব ভালো লাগলো।
তাই, এপ্স টা আপনাদের সাথে শেয়ার করলাম।
চলুন শুরু করি
তো ১ম এ এপ্স টা ডাউনলোড করুন।
Direct Download Link
ওকে,
এবার ইন্সটল করুন।
ইন্সটল করলে কিন্তু, এপ্স টা Show করবে না।
কারণ,এটা একটা ওয়ালপেপার এপ্স।
So,
যাই করতে হবে,
ফোন এর ওয়ালপেপার এ যান।
Direct Download Link
ওকে,
এবার ইন্সটল করুন।
ইন্সটল করলে কিন্তু, এপ্স টা Show করবে না।
কারণ,এটা একটা ওয়ালপেপার এপ্স।
So,
যাই করতে হবে,
ফোন এর ওয়ালপেপার এ যান।
তারপর, এপ্স টা/ডিজিটাল ক্লক Select করুন।
তারপর
দিয়ে Home এ এসে দেখুন।
ওয়ালপেপার টা সেট হয়ে গেছে।
এবার চলুন এপ্স টা কে একটু মনের মতো করে,
নেওয়া যাক……
এর জন্য এপ্স টার Setting এ চলে যান ।
গেলে অনেক গুলো অপশন দেখতে পাবেন।
সেগুলো থেকে যদি আপনি উপরের
টাই যান তাহলে ক্লক এর Background ফোটা পাল্টাতে পারবেন।
অনেক ধরনের ফোটা আপনি এখানে পাবেন।
তাহলে আপনি ঘড়ির রঙ বদলাতে পারবেন,
দেখুন অনেক কালার রয়েছে এখানে
তারপর যদি এখানে যান,
এখানে টিক দিলে ,
আপনার স্কিন এ থাকা ডিজিটাল ঘড়ি খানা
টিভির হেডলাইন এর মতো আশা যাওয়া করতে থাকবে।
আপনি যদি সারা দিন থামার কথা কইতে কইতে লুঙ্গি ওও খুইলা লাইন….?
তবুও হে থামবো না।
এপ্স টা আসলেই ভালো লাগার মতো
ইউস করে দেখতে পারেন।
No comments:
Post a Comment