Friday, September 21, 2018

১৯২১ জনকে নিয়োগ দেবে টিএমএসএস



নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাটি ১৭ পদে ১,৯২১ জনকে নিয়োগ দেবে।

• পদের নাম ও পদ-সংখ্যা

১) সহকারী পরিচালক-০৫ জন

২) সহকারী পরিচালক (মামলা মনিটরিং)-০২ জন

৩) জোনাল ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স)-১০ জন

৪) ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার-০৭ জন

৫) এরিয়া ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স)-৪০ জন

৬) এরিয়া ম্যানেজার -৫০ জন

৭) মনিটরিং কর্মকর্তা-২৫ জন

৮) মানবসম্পদ কর্মকর্তা-১৫ জন

৯) মামলা কর্মকর্তা-১৫ জন

১০) সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)-২০ জন

১১) ব্যাঞ্চ ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স)-২৫০ জন

১২) লোন অফিসার -৩৫০ জন

১৩) শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর (মাইক্রোফাইন্যান্স)-১৫০ জন

১৪) সিনিয়র সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)-৩৬৫ জন

১৫) ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)-১২৫০ জন

১৬) উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা-০৫ জন

১৭) প্রোগ্রাম অফিসার -০২ জন

• আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট www.tmss-bd.org এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

• আবেদনের সময়সীমা

আগামী ২০ অক্টোবর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক প্রথম আলো

No comments:

Post a Comment