Friday, September 21, 2018

৩৪০ জনকে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ




মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে মোট ৩৪০ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

• পদের নাম ও সংখ্যা

*ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ

১) ফায়ার ইন্সপেক্টর-০৮টি

২) ফায়ার সুপারভাইজার -২৪টি

৩) ফায়ারম্যান -১২১টি

*সিকিউরিটি ব্রাঞ্চ

১) নিরাপত্তা ইন্সপেক্টর-০৮টি

২)নিরাপত্তা সুপারভাইজার-০৩টি

৩)নিরাপত্তা গার্ড ১৭৬টি

• আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

• আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : জাগোজবস ডটকম

No comments:

Post a Comment