অনলাইনে আয়, ফ্রীলান্সিং, ব্লগিং, ডাউনলোড সম্পর্কে ব্লগ, bd all sim free Internet, জিপি ফ্রি নেট, ফ্রি Tips And Tricks, Download Bangladeshi Song,Download Movie, Technology And Tips
Friday, September 21, 2018
৫০টি বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর সংগ্রহে রাখুন!
1/ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
2/ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।(২২ তম BCS)
3/ এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
4/ কচুশাক বিশেষভাবে মূল্যবান যে
উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)
5/ কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)
6/ কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)
7/ কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)
8/ ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে (২৩তম বিসিএস)
9/ ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি (১৯তম বিসিএস)
10/ গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS )
11/ গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে (২৮তম বিসিএস)
12/ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই (১৬তম বিসিএস)
13/ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে (১০তম বিসিএস)
14/ জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় (১৮তম বিসিএস)
15/ টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও
পাউডার। (১৭ তম BCS )
16/ ডিজিটাল ঘড়ি বা
ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে
লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ
(১৫তম বিসিএস)
17/ তামার সাথে যে উপাদান
মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক) (২৩তম
বিসিএস)
18/ দিনরাত্রি সর্বত্র সমান
নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
19/ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ
(১৩ তম BCS)
20/ পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ (২৩তম বিসিএস)
21/ বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )
22/ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন (৩০তম বিসিএস)
23/ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন। (২৯ তম BCS)
24/ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
সিসমোগ্রাফ। (২২ তম BCS)
25/ মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান
ভাইকিং (১৩তম বিসিএস)
26/ মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে
দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )
27/ মানুষের গায়ের রং নির্ভর করে যে
উপাদানের উপর মেলানিন (২৭তম
বিসিএস)
28/ মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮
ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)
29/ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান
করে তখন হয় সূর্য গ্রহণ। (২৩ তম BCS )
30/ যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত
পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন
‘K’ (২৬তম বিসিএস)
31/ যে মসৃণ তলে আলোর নিয়মিত
প্রতিফলন ঘটে দর্পণ। (২৩ তম BCS )
32/ যে হরমোনের অভাবে
ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন (২০তম
বিসিএস)
33/ রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে
রশ্মি বের হয় গামা রশ্মি। (২৪ তম BCS )
34/ রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা (২৮তম
বিসিএস)
35/ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
অডিও মিটার (২৬তম বিসিএস)
36/ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ
সেন্টিমিটারে ১০ নিউটন। (১০ তম BCS)
37/ সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র
দ্বারা ফ্যাদোমিটার। (২০ তম BCS )
38/ সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি
পরিমাণে হয় লাল আলোতে (২৬তম
বিসিএস)
39/ সিনেমাস্কোপ প্রজেক্টরে যে
ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল (১৩তম
বিসিএস)
40/ CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক
গ্যাস (২৫তম বিসিএস)
41/ অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১
সাল
42/ অ্যাসিড নীল লিটমাস পেপারকে
কী করে ? লাল করে
43/ আকাশ নীল দেখায় কেন ? নীল
আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
44/ আকাশে মেঘ থাকলে গরম বেশি
লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ
বিকিরণে বাধা দেয় বলে
45/ আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
টারটারিক অ্যাসিড
46/ আধুনিক কম্পিউটার কে আবিস্কার
করেন ? চার্লস ব্যাবেজ
47/ আপেলে কোন অ্যাসিড থাকে ?
ম্যালিক অ্যাসিড
48/ আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
অক্সালিক অ্যাসিড
49/ আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস
পরিপাক করে ? পেপসিন
50/ আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? সিলভারের
__________________{}___________________
-উত্তর ভুল প্রতিয়মান হলে কমেন্ট করে সহযোগিতা করুন!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment