Sunday, September 2, 2018

চলুন শিখি ADOBE AFTER EFFECT এর A to Z [পার্টঃ-১]


চলুন শিখি ADOBE AFTER EFFECT এর A to Z [পার্টঃ-১]


 আসসালামু আলাইকুম...!!!
সবাই কেমন আছেন...??? আশা করি ভালোই আছে... আজকে আমরা Adobe After Effect এর basic নিয়ে আলোচনা করবো। আর আমি আপনাদের সাথে আছি মোঃ রেজাউল ইসলাম।আজকের আমাদের পাঠের শুরুতেই থাকবে  ADOBE AFTER EFFECT কি...???
= ADOBE AFTER EFFECT হলো youtube এর intro থেকে শুরু করে 2d animation বানানোর সফটওয়্যার ।
এই ADOBE AFTER EFFECT এর সাহায্যে আপনি নিজের ফোনের boot animation ও বানাতে পারবেন, সেটি পরবর্তি কোন পার্টে আলোচনা করবো আজ আমরা প্রথমে ADOBE AFTER EFFECT এর  basic সম্পর্কে জানবো...।।
তো চলুন শুরু করা যাক......
প্রথমে  ADOBE AFTER EFFECT সফটওয়্যারটি ডাউনলোড করে নিন,আর যদি আগে থেকেই  ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না।… আমি 11.0 version এর ADOBE AFTER EFFECT ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এখন আপনার ADOBE AFTER EFFECT সফটওয়্যারটি ওপেন করুন।

নিচের স্ক্রিনশটে মার্ক করা টুলস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব।আর তার নিচের সারিতে রয়েছে যথাক্রমে move tool, hand tool,zoom tool,rotation,pen,text tool ইত্যাদি টুলস।


নিচে দেখানো মার্ক করা জায়গায় click করুন।

এখন নিচের মতো একটি window ওপেন হবে।
এখানে আপনার ইচ্ছা মত নাম,সংখ্যা, সাইজ দিয়ে দিন… custom size দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বক্সের টিক চিহ্ন টি উঠিয়ে দিতে হবে। পরবর্তী স্টেপের জন্য নিচের screen shot ফলো করুন।

ভিডিও এর background color সিলেক্ট করে দিন।তারপর ওকে দিন।এখন নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন…


এখন নিচের ছবি গুলো ডাউনলোড করে নিন।পরবর্তীতে আমরা এই ছবি গুলো ব্যবহার করব।










উপরের ডাউনলোড করা ছবি গুলা select করে adobe aftereffect এ drop করে নিয়ে আসুন....












এরপর ছবি গুলকে আপনি এখানে দেখতে পারবেন>




বাকিটা ২য় পার্টে দিবো...
কোন না বুঝলে কমেন্ট করুন আর নিয়মিত ভিজিট করুন www.NetPriyo.Ooo

No comments:

Post a Comment