Thursday, August 16, 2018

কিভাবে অফলাইনে আপনি আপনার Live Location দেখবেন এবং Network থেকে কত দূরে আছেন সেটা দেখবেন।[Fully Details]

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের নিকট এমন একটা জিনিস তুলে ধরবো যা দিয়ে আপনারা খুব সহজেই অফলাইনে আপনার Live Location দেখতে পারবেন এবং Network থেকে কত দূরে আছেন তা দেখতে পারবেন।।তাছাড়া আপনি পুরো Details পাবেন Sim operator সম্পকে।
চলেন শুরু করি আজকে পোস্ট,,,,,,
সেজন্য আপনাকে একটা সফটওয়্যার নামাতে হবে তো নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি নামিয়ে নিন।
ডাউনলোড লিঙ্কঃ Click here to download

সফটওয়্যারটি দিয়ে আপনি কি কি করতে পারবেন তা দেখে নিন।।   এক নাম্বার কাজ হলো আপনি দেখতে পারবেন আপনার সিম কতটা স্পিডলি কাজ করছে এবং আপনি যদি কোনো অন্য কোন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন তাহলে তার তা দেখতে পারবেন। তো চলুন অ্যাপটির কয়টি স্ক্রিনশট দেখে নেই।
এখানে -100dB উপর যত হবে কত আপনি স্পিড বেশি পাবেন এবং যদি আরো কম হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার নেটওয়ার্কে অতটা ঠিকমতো কাজ করছে না।। তো খুব ভালো রেঞ্জ হলো -90 dB এর উপরে আর নীচে আপনি সেরকম স্পিড পাবেন না এখানে আমার প্রায় -100 dB অধিক আছে ভালই নেটওর্য়াক আছে। 
এছাড়া আপনি কানেক্টেড নেটওর্য়াকের MCC এবং ASU,,,, নেটওর্য়াক টি কত ক্ষমতা সম্পন্ন তা দেখতে পারবেন। 
এখানে আপনি নেটওর্য়াকে গতিবেগ টা দেখতে পারবেন এবং কতটুকু সময় একটা ভালো রেঞ্জে থাকে তাউ দেখতে পারবেন।
নেটওর্য়াক কানেক্টিভিটি সম্পকে পুরোপুরি ধারনা পারেন।আদৌ কি 2G,3G.নেটওর্য়াকে আছে বা কোনোরূপ প্রবলেম করছে।
অ্যাপটার মূল পয়েন্ট হলো এটা যে আপনি খুব সহজে অফলাইনে থেকে আপনার লাইভ লোকেশন পাবেন এবং নেটওয়ার্ক থেকে কতটা দূরত্বে আছেন তা খুব সহজে জানতে পারবেন এবং এই সময় আপনার অবশ্যই লোকেশন চালু করে রাখবেন এবং screenshot দেখানো জায়গাটি on রাখবেন।

আপনার ফোনে যে সিম দুইটা থাকবে তার পুরো Details আপনি এখানে পেয়ে যাবেন আপনার সিমটি Roaming আছি কিনা তাও দেখতে পারবেন।


No comments:

Post a Comment