Friday, September 21, 2018

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি





১. ‘তারাবাঈ’ উপন্যাসটির রচয়িতা কে ?

ক ) শওকত ওসমান খ) শওকত আলী
গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ঘ ) মীর মশাররফ হোসেন

২. ‘বিরহ বিলাপ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?

ক ) কায়বোবাদ খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) মীর মশাররফ হোসেন ঘ ) শওকত ওসমান

৩. ‘আশাকানন ’ গ্রন্থটির রচয়িতা -

ক ) কায়কোবাদ খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) কামিনী রায় ঘ ) সত্যেন্দ্রনাথ দত্

৪. ‘পদ্মানদীর চর ’ গ্রন্থটির রচয়িতা

ক ) মানিক বন্দ্যোপাধ্যায় খ) বন্দে আলী মিয়া
গ) জসীম উদ্দীন ঘ ) জহির রায়হান

৫. ‘মাল্যবান ’ উপন্যাসটির রচয়িতা

ক ) জীবনানন্দ দাশ খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) শওকত আলী ঘ ) উপরের কোনটি নয়

৬. কোন গ্রন্থের অবলম্বনে দৌলত কাজী ‘ সতীময়না লোরচন্দ্রনী ’ রচনা করেন ?

ক ) হিন্দি কবি সাধনের মৈনাসত
খ) মালিক মুহম্মদ জায়সীর পদুমাবৎ
গ) ফারসী কবি জামী রচিত লায়লী ওয়া মজনুন
ঘ ) মনঝন রচিত মধুমালত

৭. ইউসুফ জোলেখা কাব্যের রচয়িতা নন-

ক ) ফকীর গরিবুল্লাহ খ) আবদুল হাকিম
গ) শাহ মুহম্মদ সগীর ঘ ) সাবিরিদ খান

৮. বাহরাম খানকে ‘দৌলত উজির ’ উপাধি দেন

ক ) নেজাম শাহ খ) গিয়াস উদ্দিন আজম শাহ
গ) রঘুনাথ ঘ ) নওজেশ শাহ

৯. ‘লালমতি সয়ফুলমুলক ’ গ্রন্থটির রচয়িতা-

ক ) সাবিরিদ খান খ) আবদুল হাকিম
গ) মুহম্মদ মকীম ঘ ) ভাবানী দাস

১০। জীবনী কাব্য ‘ চৈতন্যমঙলের’ রচয়িতা কে ?

ক ) বৃন্দাবন দাস খ) লোচন দাস
গ) কৃষ্ণাদাস কবিরাজ ঘ ) কোনটিই নয়

১১। চর্যাপদে ভুসুক পা ’র পদ কতটি ?

ক ) ১০ খ) ১২
গ) ১৩ ঘ ) ৮

১২। চর্যাপদের প্রথম পদকর্তার নাম?

ক ) কাহ্নপা খ) লুইপা
গ) শবর পা ঘ ) ভুসুকু পা

১৩. চর্যাপদের ৩৩ নং পদ রচনা করেন-

ক ) কাহ্নপা খ) লুইপা
গ) ঢে› ঢন পা ঘ ) শবর পা

১৪. সেক শুভোদয়া ’র রচয়িতা হলায়ুদ মিশ্র সভাকবি ছিলেন-

ক ) গৌরি সেনের খ) লক্ষণ সেনের
গ) বখতিয়ার খিলজির ঘ ) গোপালের

১৫. মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ ‘ শ্রীকৃষ্ণকীর্ত্তন ’ কতটি খন্ডে বিভক্ত ?

ক ) ১০টি খ) ১২টি
গ) ১৩টি ঘ ) ১৫টি

১৬. চৈতন্য পরবর্তী কবি হচ্ছেন

ক ) বড়চীদাস খ) দীন চন্ডীদাস
গ) দ্বিজ দাস ঘ ) উপরের কোনটিই নয়

১৭। নিচের কোনটি মঙ্গল কাব্য নয়
ক ) চন্ডিমঙ্গল খ) মনসামঙ্গল
গ) অন্নদা মঙ্গল ঘ ) চৈতন্য মঙ্গল

১৮. ‘মনসামঙ্গল ’ ধারার কবি নন কে ?

ক ) মানিক দত্ত খ) কানা হরি দত্ত
গ) দ্বিজ বংশীদাস ঘ ) কেতকাদাস ক্ষেমানন্দ

১৯. ‘মুরারিশীল’ কোন গ্রন্থের চরিত্র ?

ক ) মনসামঙ্গল খ) চীমঙ্গল
গ) অন্নদামঙ্গল ঘ ) গোবিন্দমঙ্গল

২০. ‘খাস তালুকের প্রজা ’ প্রবাদটির অর্থ হলো-

ক ) নিঃস্ব ব্যক্তি খ) সৎ ব্যক্তি
গ) তোষামোদকারী ঘ ) খুব অনুগত ব্যক্তি

২১. ‘সবে ধন নীলমণি ’ বাগধারাটির অর্থ কী?

ক ) লাভ হওয়া খ) একমাত্র সন্তান
গ) অত্যন্ত কুঁড়ে ঘ ) কোনটিই নয়

২২। যিনি স্মৃতিশাস্ত্র জানেন-

ক ) স্বয়ুক খ) উপ্ত
গ) স্মার্ত ঘ ) নৈয়ায়িক

২৩. আকাশের সমার্থক শব্দ নয়

ক ) অভ্র খ) সুরপথ
গ) খগোল ঘ ) অংশু

২৪. কোন্ শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন ?

ক ) সিংহাসন খ) চৌরাস্তা
গ) বীণাপাণি ঘ ) বাচস্পতি

২৫. ‘পেয়ারা ’ কোন ভাষা থেকে আগত শব্দ?

ক ) ফরাসি খ) ফারসী
গ) পর্তুগীজ ঘ ) তুর্কী

উত্তর : ১. গ ২. ক ৩. খ ৪.খ ৫.ক ৬.ক ৭.ঘ ৮. ক ৯.খ ১০. খ ১১. ঘ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫. গ ১৬.খ ১৭. ঘ ১৮.ক ১৯.খ ২০. ঘ ২১.খ ২২. গ ২৩.ঘ ২৪.গ ২৫.গ

No comments:

Post a Comment