বিপুল সম্পত্তির অধিকারী বলিউড তারকা আমির খান। শুধু নামেই নয়, বাস্তবেও তিনি আমিরই বটে। প্রায় ১৪৩ কোটি টাকা বার্ষিক আয় আমিরের। রয়েছে প্রায় ১৪০০ কোটির সম্পত্তি। এর মধ্যে বিএমডব্লিউ সিরিজের প্রায় দেড় কোটি টাকার একটি গাড়িও রয়েছে।
আমিরের রয়েছে একটি রেঞ্জ রোভার গাড়িও। দাম প্রায় পৌনে দু’কোটি টাকা। বেন্টলের কন্টিনেন্টাল ফ্লাইং স্পার গাড়ি রয়েছে আমিরের। দাম প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা। আমিরের বুলেটপ্রুফ রোলস রয়েস গাড়িটির দাম প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা।
মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ (কাস্টমাইজড) বুলেটপ্রুফ গাড়িটির দাম প্রায় সাড়ে ১১ কোটি টাকা। ফারলেঙ্কোর প্রায় দু’কোটি টাকার আসবাবপত্র রয়েছে তার বাড়িতে। মহারাষ্ট্রের পঞ্চগনিতে ১৫ কোটি টাকার বাংলো রয়েছে আমির খানের।
উত্তরপ্রদেশের শাহাবাদে রয়েছে আমিরের পৈতৃক ভিটেবাড়ি। সব মিলিয়ে এখানেই ২২টি বাড়ির মালিক আমির। বান্দ্রায় আমিরের যে অ্যাপার্টমেন্ট রয়েছে, সেই ফ্রিডা অ্যাপার্টমেন্টের মূল্য ৬৫ কোটি টাকার চেয়ে সামান্য বেশি।
এ ছাড়া আমেরিকার বেভারলি হিলসে ৭৫ কোটি টাকার একটি বাংলো রয়েছে আমির খানের। সব মিলিয়ে মোট ২৫টি বাড়ির মালিক আমির খান।
তথ্যসূত্রঃ আনন্দবাজার
আমিরের রয়েছে একটি রেঞ্জ রোভার গাড়িও। দাম প্রায় পৌনে দু’কোটি টাকা। বেন্টলের কন্টিনেন্টাল ফ্লাইং স্পার গাড়ি রয়েছে আমিরের। দাম প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা। আমিরের বুলেটপ্রুফ রোলস রয়েস গাড়িটির দাম প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা।
মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ (কাস্টমাইজড) বুলেটপ্রুফ গাড়িটির দাম প্রায় সাড়ে ১১ কোটি টাকা। ফারলেঙ্কোর প্রায় দু’কোটি টাকার আসবাবপত্র রয়েছে তার বাড়িতে। মহারাষ্ট্রের পঞ্চগনিতে ১৫ কোটি টাকার বাংলো রয়েছে আমির খানের।
উত্তরপ্রদেশের শাহাবাদে রয়েছে আমিরের পৈতৃক ভিটেবাড়ি। সব মিলিয়ে এখানেই ২২টি বাড়ির মালিক আমির। বান্দ্রায় আমিরের যে অ্যাপার্টমেন্ট রয়েছে, সেই ফ্রিডা অ্যাপার্টমেন্টের মূল্য ৬৫ কোটি টাকার চেয়ে সামান্য বেশি।
এ ছাড়া আমেরিকার বেভারলি হিলসে ৭৫ কোটি টাকার একটি বাংলো রয়েছে আমির খানের। সব মিলিয়ে মোট ২৫টি বাড়ির মালিক আমির খান।
তথ্যসূত্রঃ আনন্দবাজার
No comments:
Post a Comment