Tuesday, August 28, 2018

সর্বসময়ের সেরা হ্যাকিং অ্যাপ (Hacking App) Lucky Patcher দিয়ে কি কি কাজ করা যায়....??? A টু Z স্ক্রিনশট সহ দেখুন। এসব features এখন আপনি ও ব্যবহার করুন।


আসসালামু আলাইকুম.....।।। সবাই কেমন আছেন....??? আশা করি ভালোই আছেন। আমি NetPriyo.Ooo এর এডমিন মোঃ রেজাউল ইসলাম। আজ আপনাদের সামনে নতুন একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আপাদের সবাই হয়তো lucky patcher এর নাম শুনেছেন। কিন্তু অনেই এর সম্পর্কে কিছু জানেন না বা জানলেও সামান্য।তাই আমি আজ lucky patcher সম্পর্কে যতটা বিস্তারিত ভাবে তুলে ধরা যায় চেষ্টা করবো।
So, Let's start.... 
চলুন দেখে নেয়া এই lucky patcher এ যাক কি কি আছে...???

প্রথমে lucky patcher অ্যাপটি ডাউনলোড  করে ইন্সটল করুন। অথবা গুগল প্লে স্টোরে lucky patcher নামে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবার lucky patcher অ্যাপটি ওপেন করুন। আর হ্যা,, অ্যাপটি ওপেন করলেই Warning মেসেজ আসবে,এতে ভয় পাওয়ার কোন কারণ নাই,আপনি No করে দিবেন।  Yes করলে গুগল অ্যাপটিকে ক্ষতিকারক বা হ্যাকিং অ্যাপ বলে মনে করবে। 
এখন  আপনার ফোনে থাকা অ্যাপ/সফটওয়্যার গুলো দেখতে পাবেন  সেখান থেকে যে অ্যাপটি ক্লোন/মোড করবেন সেটি সিলেক্ট করুন।তারপর নিচের মতো ইন্টারফেস আসবে।

app info তে পাবেন app এর – name, package, size সহ আরো শত শত তথ্য
launch app এ চাপ দিলে app এ প্রবেশ করবেন
Menu of patches থেকে – যেকোনো app patch, mod ও hack করতে পারবেন
(কিভাবে patch – mod – hack করবেন তা ভিডিও তে বিস্তারিত দেয়া আছে)
★ Tools থেকে – যেকোনো app clone করে একাধিক app এ পরিনত করতে পারবেন

menu of patches থেকে modify এ চাপলে এমন আসবে
apk with multi patch – এটা এমন একটা feature যা বলতে গেলে একের ভিতর চার।
এটাতে licence verify, ads remove, emulation & permission change এই চারটা একসাথে আছে
licence verify হচ্ছে – app এর licence credit ছাড়াই hack করা
ads remove – বিরক্তিকর ads হতে মুক্তি
permission change – অনেক app আছে যেগুলো নিয়ে সন্দেহ থাকে, যদি কোনো হ্যাকার এটা হ্যাক করার জন্য বানায় তাহলে আপনার ক্ষতি হবে
সেক্ষেত্রে permission off করে দিবেন
tools – এ clone করার system আছে

netpriyo.cf

No comments:

Post a Comment